X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

নেহরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবাদ সভা

বিদেশ ডেস্ক
১০ নভেম্বর ২০১৯, ১৭:২৪আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ১৭:৫০
image

ঐতিহাসিক বাবরি মসজিদ মামলায় ভারতীয় সুপ্রিম কোর্টের রায়ের সমালোচনা করে প্রতিবাদ সভা করেছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) শিক্ষার্থীদের একাংশ। শনিবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত সভায় রায়টি পর্যালোচনা করা হয়। দাবি করা হয়, আদালত এই রায়ের মধ্য দিয়ে মুসলিমদের বিপক্ষে অবস্থান নিয়েছে। সে সময় ক্যাম্পাসের বাইরে থেকে ‘জয় শ্রী রাম’ বলে স্লোগান দেন আরএসএস সমর্থিত শিক্ষার্থীরা।

নেহরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবাদ সভা শনিবার বাবরি মসজিদ মামলার চূড়ান্ত রায়ে ভারতের সর্বোচ্চ আদালত অযোধ্যার বিতর্কিত ওই ভূমিতে একটি মন্দির নির্মাণের নির্দেশনা দিয়েছেন। নির্দেশনা অনুযায়ী, বিতর্কিত স্থানটি সরকারি ট্রাস্টকে দেওয়া হবে। বাবরি মসজিদের ওই ২ দশমিক ৭৭ একর জমি পাবে হিন্দুরা। আগামী তিন মাসের মধ্যে একটি ট্রাস্টি বোর্ড গঠন করবে সরকার। পরে সেখানে মন্দির প্রাঙ্গণ নির্মাণ করবে তারা। এর পরিবর্তে অযোধ্যার অন্য স্থান থেকে মসজিদ নির্মাণের জন্য ৫ একর জমি পাবে মুসলিমরা।

প্রতিবাদ সভার আয়োজক সারজিল ইমাম বলেছেন, ‘রায় নিয়ে আলোচনা করতে আমরা একটি সভা ডেকেছিলাম। আমাদের হাতে রায়ের একটি কপি ছিল। রায়টির গুরুত্বপূর্ণ কিছু দিক এবং কী করে বিচার বিভাগ আবারও আমাদের বিপক্ষে অবস্থান নিলো, তা নিয়ে আমরা আলোচনা করেছি।’ তিনি জানিয়েছেন, গবেষণা-শিক্ষার্থীরা রায়টিকে কীভাবে পর্যালোচনা করতে পারে আর সংবিধানকে তাদের কীভাবে পাঠ করা উচিত, তা নিয়েও আলোচনা হয়েছে।

অপর এক আয়োজক বলেন, ‘আমাদের সভা চলাকালীন বাইরে থেকে আরএসএস সমর্থিত অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের শিক্ষার্থীরা জয় শ্রী রাম বলে স্লোগান দিচ্ছিলেন। তারা আমাদের উসকানি দিচ্ছিলেন, আমরা কোনও অপ্রীতিকর ঘটনায় জড়াইনি ও প্রতিশোধও করিনি। সভাটি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছিল।’

/এইচকে/বিএ/এমওএফ/
সম্পর্কিত
পাচার হওয়া বোনকে নিতে এসে কলকাতায় অসহায় দশায় চট্টগ্রামের তরুণ
আম আদমি পার্টির সাথে জোট, দিল্লি কংগ্রেস প্রধানের পদত্যাগ
ভারতের মণিপুরে আবারও জাতিগত সহিংসতা
সর্বশেষ খবর
মাদকসহ গ্রেফতার সংগীতশিল্পী এনামুল কারাগারে
মাদকসহ গ্রেফতার সংগীতশিল্পী এনামুল কারাগারে
অসংক্রামক রোগে মরছে ৭০ শতাংশ মানুষ, বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি
অসংক্রামক রোগে মরছে ৭০ শতাংশ মানুষ, বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
আরও তিনটি গ্রাম থেকে পিছু হটলো ইউক্রেনীয় সেনারা
আরও তিনটি গ্রাম থেকে পিছু হটলো ইউক্রেনীয় সেনারা
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ