X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

জাকির নায়েককে ভারতে পাঠানোর দাবি উঠছে মালয়েশিয়ার পার্লামেন্টে

বিদেশ ডেস্ক
১৩ নভেম্বর ২০১৯, ১৭:০৯আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ১৭:১২

ভারতের বিতর্কিত ইসলামি বক্তা জাকির নায়েক মালয়েশিয়ায় সমস্যা তৈরি করতে পারেন বলে মন্তব্য করেছেন দেশটির একজন পার্লামেন্ট সদস্য। স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে মালয়েশিয়ান ডেমোক্রেটিক অ্যাকশন পার্টির সদস্য রামকারপাল সিং বলেছেন, পার্লামেন্টে আবারও তিনি জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানোর দাবি তুলবেন।

জাকির নায়েককে ভারতে পাঠানোর দাবি উঠছে মালয়েশিয়ার পার্লামেন্টে

ভারতের আদালতে অর্থপাচার ও ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর মধ্য দিয়ে জিহাদি কার্যক্রম উদ্বুদ্ধ করার অভিযোগ রয়েছে জাকির নায়েকের বিরুদ্ধে। তিন বছর ধরে মালয়েশিয়ায় বসবাস করছেন তিনি। ২০১৮ সালে দিল্লির পক্ষ থেকে তাকে ফেরত পাঠানোর আনুষ্ঠানিক আবেদন করা হলেও মালয়েশীয় প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ তার ন্যায় বিচার ক্ষুণ্ন হওয়ার আশঙ্কার কথা বলে তাকে ফেরত পাঠাতে অস্বীকৃতি জানিয়ে আসছেন।

রামকারপাল সিং সরকারের এমন অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে। ক্ষমতাসীন জোটের শরিক দলের এই নেতা বলেন, ‘তিনি বুঝতে পারছেন না যে সরকার কেন এমন আচরণ করছে। তিনি বলেন,  আমি দ্বিধান্বিত। আমি জানি না সরকারের অবস্থান এমন কেন। আমার মনে হয় সরকারের শক্ত অবস্থান নেওয়া উচিত। কোনও দ্বিধা তৈরি করা উচিত নয়।’

ভারত-মালয়েশিয়া বন্দিবিনিময় চুক্তিতে জাতি, ধর্ম ও রাজনৈতিক কারণে বিচার কিংবা শাস্তির আশঙ্কা না থাকলে পলাতকদের ফেরত পাঠানোর কথা বলা রয়েছে। তবে মাহাথির পরোক্ষভাবে বলতে চাইছেন, জাকিরকে ভারতে ফেরত পাঠালে রাজনৈতিক কারণে তিনি ন্যয়বিচার নাও পেতে পারেন। স্থানীয় সংবাদমাধ্যমকে মাহাথির বলেছেন, ‘জাকির স্বাভাবিকভাবে মনে করছেন (ভারতে) তিনি ন্যায়বিচার পাবেন না।’

এ বছর জুনের দ্বিতীয় সপ্তাহেও মাহাথির বলেছিলেন, ন্যায়বিচার ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা থাকলে জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না। তবে সম্প্রতি জাকিরের এক বর্ণবাদী মন্তব্যের পর মাহাথির তার বিরুদ্ধে সোচ্চার হন। এ ঘটনায় পুলিশি তদন্ত চলছে। সাউথ চায়না মর্নিং পোস্টের এক খবর অনুযায়ী, এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে জাকির নায়েককে দেশে ফিরিয়ে নিয়ে যেতে চাইছে দিল্লি। তবে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথিরকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘বিতর্কিত ইসলামি ধর্মপ্রচারক জাকির নায়েকের বহিঃসমর্পণ বিষয়ে ভারতের পক্ষ থেকে আবেদন করা হলে ওই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার মালয়েশিয়ার।’

জাকির নায়েক অবশ্য চাপের মুখে এক পর্যায়ে তার মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছিলেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘কোনও ব্যক্তি বা সম্প্রদায়কে আঘাত দেওয়ার কোনও উদ্দেশ্য আমার ছিল না। এটা ইসলাম পরিপন্থী। এই ভুল বোঝাবুঝির জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি।’তবে একে যথেষ্ট মনে করছেন না আইনপ্রণেতা রামকারপাল সিং। ‘আমার মনে হয় তিনি খুবই প্রভাবশালী ব্যক্তিত্ব। তার বক্তব্য যদি স্পর্শকাতর হয় তবে আমাদের দেশে তা সমস্যা তৈরি করতে পারে। ’

রামকারপাল বলেন, জাকির নায়েকের বিষয়টি আবার পার্লামেন্টে তোলা হবে। পররাষ্ট্রমন্ত্রী তার অবস্থান জানিয়েছেন। আমি তারপরও সরকারকে চাপ দিতে থাকবো যেন তারা ভারতের অনুরোধ গ্রহণ করে।

 

 

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
সর্বশেষ খবর
গাছশূন্য ২০ কিলোমিটার সড়ক, তাপপ্রবাহে পথচারীদের দুর্ভোগ
গাছশূন্য ২০ কিলোমিটার সড়ক, তাপপ্রবাহে পথচারীদের দুর্ভোগ
প্রথমবার মেজর লিগ সকারের প্লেয়ার অব দ্য মান্থ মেসি
প্রথমবার মেজর লিগ সকারের প্লেয়ার অব দ্য মান্থ মেসি
গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৪১
গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৪১
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ