X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

বাবরি মসজিদের বিকল্প জমি মানবে না জমিয়ত উলেমা-ই হিন্দ

বিদেশ ডেস্ক
১৫ নভেম্বর ২০১৯, ১৭:০৮আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ১৭:০৯

বাবরি মসজিদের স্থলে মন্দির নির্মাণের রায়ে অযোধ্যার বিকল্প স্থানে মসজিদ স্থাপনের জন্য বরাদ্দকৃত পাঁচ একর জমি  মেনে নেবে না মামলায় মুসলিম পক্ষের অন্যতম বাদী জমিয়ত উলেমা-ই হিন্দ। বৃহস্পতিবার দলটির ওয়ার্কিং কমিটির বৈঠকের পর জানানো হয়েছে, মসজিদের বিকল্প হিসেবে কোনও টাকা বা জমি হতে পারে না। একই সঙ্গে সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার বিষয়টিও উড়িয়ে দেওয়া হয়নি দলটির পক্ষ থেকে। টাইমস অব ইন্ডিয়া এখবর জানিয়েছে। বাবরি মসজিদের বিকল্প জমি মানবে না জমিয়ত উলেমা-ই হিন্দ

শতাব্দী প্রাচীন বিবাদের আইনি ইতি টেনে ৯ নভেম্বর (শনিবার) অযোধ্যা মামলার রায় ঘোষণা করেন ভারতের সুপ্রিম কোর্ট। নির্দেশে বলা হয়েছে,বিতর্কিত ২ দশমিক ৭৭ একর জমিতে গড়ে উঠবে রাম মন্দির। আর অযোধ্যার যেকোনও স্থানে মসজিদের জন্য বরাদ্দ করা হবে ৫ একর জমি। সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পর মসজিদ নির্মাণের জন্য পাঁচ একর জমি খোঁজা শুরু করে উত্তর প্রদেশ সরকার। তবে মুসলিম পক্ষের অন্যতম বাদী ইকবাল আনসারীসহ স্থানীয় মুসলিম নেতারা জানিয়ে দেন জমি বরাদ্দ করতে হলে অধিগ্রহণ করা জমি থেকেই করতে হবে।

আর সুপ্রিম কোর্টের রায়ের পর নিজেদের অবস্থান নির্ধারণ করতে বৃহস্পতিবার দিল্লিতে বৈঠকে বসে মামলার অন্যতম বাদী জমিয়ত উলেমা-ই হিন্দ এর ওয়ার্কিং কমিটি। ওই বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনটির উত্তর প্রদেশ শাখার সভাপতি মাওলানা আশহাদ রশিদি। তিনি জানান, বৈঠকে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর একটি ওয়ার্কিং কমিটি সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে মসজিদের বদল দুনিয়ার অন্য কিছুর সঙ্গে হতে পারে না। তা অর্থ বা জমি যাই হোক না কেন। তিনি জানান, অন্য কোনও মুসলমান সংগঠনেরও এই ‘বিনিময়’ নেওয়া উচিত হবে না বলে মনে করে তাদের সংগঠন।

সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের প্রশ্নে মাওলানা রশিদি বলেন, জমিয়ত উলেমা-ই-হিন্দের সভাপতি আরশাদ মাদানির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি কয়েক দিনের মধ্যে আদালতের রায়ের কপি পর্যালোচনা করবেন। আর তারা সংগঠনের নিজস্ব আইনজীবী ও সুপ্রিম কোর্টের অন্য আইনজীবীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেবেন।

১৯১৯ সালে প্রতিষ্ঠিত জমিয়ত উলেমা-ই হিন্দ ভারতের সবচেয়ে প্রভাবশালী ও আর্থিকভাবে স্বচ্ছল সংগঠন। একশো বছর পার করে দেওয়া এই সংগঠনটি খিলাফত আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রেখেছে। দেশ বিভাগেরও বিরোধী ছিল তারা।

/জেজে/এএ/
সম্পর্কিত
পাচার হওয়া বোনকে নিতে এসে কলকাতায় অসহায় দশায় চট্টগ্রামের তরুণ
আম আদমি পার্টির সাথে জোট, দিল্লি কংগ্রেস প্রধানের পদত্যাগ
ভারতের মণিপুরে আবারও জাতিগত সহিংসতা
সর্বশেষ খবর
গরমে মরে যাচ্ছে শাকসবজি গাছ, উৎপাদন নিয়ে শঙ্কা চাষিদের
গরমে মরে যাচ্ছে শাকসবজি গাছ, উৎপাদন নিয়ে শঙ্কা চাষিদের
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়