X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

‘ফুটবলে ভালো হলেও পড়াশোনায় অমনোযোগী’, আত্মঘাতী অবসাদগ্রস্ত শিশু

বিদেশ ডেস্ক
২০ নভেম্বর ২০১৯, ১৬:১৭আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ১৬:১৯

পশ্চিমবঙ্গের ইস্টবেঙ্গল সাব জুনিয়র ফুটবলে ডাক পাওয়া এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ঘরের দরজা ভেঙে ১২ বছর বয়সী রোহনের মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান মানসিক অবসাদের জেরে আত্মহত্যা করেছে ষষ্ঠ শ্রেণীর এই শিক্ষার্থী। পরিবার ও প্রতিবেশিদের সূত্রে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, ফুটবলে ভালো হলেও পড়াশোনায় অমনোযোগী হওয়ার কারণে বাড়ি ও স্কুলে নিয়মিত বকুনির শিকার হয়ে অবসাদগ্রস্থ হয়ে পড়ে সে। আত্মহত্যা

দক্ষিণ কলকাতার নাকতলা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল রোহন।  আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ফুটবলে তুখোড় শিশুটি রিলায়েন্স আয়োজিত আন্তঃস্কুল সাব-জুনিয়র ফুটবল প্রতিযোগিতায় সেরা খেলোয়াড়ের শিরোপা জেতে। তার ঘর বিভিন্ন ট্রফিতে ভর্তি থাকলেও পড়াশোনায় খুশি করতে পারেনি অভিভাবকদের।

প্রতিবেশি ও পরিবার সূত্রের বরাতে আনন্দবাজারের খবরে বলা হয়েছে, বাড়িতে থাকা বড় ভাইয়ের সঙ্গে তুলনা করে তাকে নিয়মিত ভৎসনা করা হতো। কয়েক দিন আগে তাকে স্কুলে বকাবকি করা হয়। পরিবারকে তার বিরুদ্ধে অভিযোগও দেয় স্কুল।

প্রতিবেশিরা জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা বকুনি দেওয়ার পর দোতলায় নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় রোহন। রাত নয়টার দিকে তার সাড়া না পেয়ে তার বড় ভাই প্রতিবেশিদের সাহায্যে দরজা ভেঙে ঘরে ঢুকে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। গলায় ছিলো মায়ের শাড়ি। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে।

পুলিশ রোহনের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার পরিবারের সদস্যদের।

মনোবিজ্ঞানী অমিতাভ মুখোপাধ্যায় আনন্দবাজার পত্রিকাকে বলেছেন, বর্তমানে বাবা-মায়েরা নিজেদের চাহিদা পুরণ আর ব্যর্থতা চাপা দিতে সন্তানকে হাতিয়ার করছেন। নিজে ফার্স্ট হননি বলে চান সন্তান ফার্স্ট হোক আবার নিজে ফার্স্ট হলে  সন্তানকেও তা হতে হবে। এছাড়াও নাচ-গান-আঁকা শেখানোতেও অস্বাস্থ্যকর প্রতিযোগিতা তৈরি করেছে বাবা-মা-স্কুল।

/জেজে/বিএ/
সম্পর্কিত
ভারতের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে আ.লীগকে আমন্ত্রণ বিজেপির
বাংলাদেশে পাচারের আগে আড়াই কোটি রুপির হেরোইন জব্দ
ভারত-বাংলাদেশ সম্পর্কে নাটকীয় উন্নতি হয়েছে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
হজ এজেন্সিগুলোর কথার সঙ্গে কাজের কোনও মিল নেই: ধর্মমন্ত্রী
হজ এজেন্সিগুলোর কথার সঙ্গে কাজের কোনও মিল নেই: ধর্মমন্ত্রী
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!