X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

বিক্ষোভকারীদের গুলি করে হত্যার স্বীকারোক্তি ইরানের

বিদেশ ডেস্ক
০৪ ডিসেম্বর ২০১৯, ০৮:৫৯আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ০৯:২৭

প্রথমবারের মতো বিক্ষোভকারীদের গুলি করে হত্যার কথা স্বীকার করেছে ইরান। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বিষয়টি স্বীকার করা হয়। তবে এতে বিক্ষোভকারীদের ‘দাঙ্গাবাজ’ হিসেবে আখ্যায়িত করা হয়। বিক্ষোভকারীদের গুলি করে হত্যার স্বীকারোক্তি ইরানের
গত ১৫ নভেম্বর ইরানি কর্তৃপক্ষ সরকারি রেশনে দেওয়া পেট্রোলের দাম ৫০ শতাংশ বাড়ানোর ঘোষণা দিলে দেশব্যাপী নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ রূপ নেয় সরকারবিরোধী আন্দোলনে। বিক্ষোভকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হন প্রায় দেড়শ মানুষ। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হিসাবে, বিক্ষোভকে কেন্দ্র করে নিহত হয়েছে অন্তত ২০৮ জন। তবে ইরানের পক্ষ থেকে বিক্ষোভে প্রাণহানি সংক্রান্ত খবরকে ‘অতিরঞ্জিত’ হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। শেষ পর্যন্ত মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে হত্যাকাণ্ডের স্বীকারোক্তি দেয় তেহরান।

প্রতিবেদনে বলা হয়, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে সাম্প্রতিক বিক্ষোভ চলাকালে বিভিন্ন শহরে ‘দাঙ্গাবাজ’দের ওপর গুলিবর্ষণ করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এতে প্রাণহানির ঘটনা ঘটেছে।

বিক্ষোভে উসকানি দেওয়ার জন্য ফার্সি ভাষার আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেলগুলোকে দায়ী করছে তেহরান। ইতোমধ্যেই সৌদি অর্থায়নে লন্ডন থেকে ফার্সি ভাষায় প্রচারিত একটি টিভি চ্যানেলের সঙ্গে জড়িত কিছু ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, ‘ইরান ইন্টারন্যাশনাল’ নামের চ্যানেলটি থেকে উসকানি পেয়ে নাশকতামূলক তৎপরতা চালানোর সময় এসব ব্যক্তিকে আটক করা হয়। চ্যানেলটিতে কর্মরত ব্যক্তি ও তাদের ঘনিষ্ঠজনদের যাবতীয় সম্পদ বাজেয়াপ্তের পাশাপাশি তাদের সবার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

এছাড়া বিক্ষোভে যুক্তরাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটজনকে আটক করা হয়েছে। তেহরানের দাবি, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-এর সঙ্গে আটককৃতদের যোগসাজশ রয়েছে। গোয়েন্দা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, আটককৃতরা সিআইএ-র অর্থায়নে বিভিন্ন দেশে প্রশিক্ষণ নিয়ে নাগরিক সাংবাদিকতার আড়ালে সাম্প্রতিক বিক্ষোভে উসকানি দিয়েছে।

দেশজুড়ে আটক হওয়া ‘ভাড়াটে বিক্ষোভকারীদের’ কঠোর শাস্তি দেওয়ার অঙ্গীকার করেছে দেশটি। দেশটির অভিজাত বাহিনী ইসলামিক রিভোলিউশনারি গার্ডস কোর (আইআরজিসি)-র ডেপুটি কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি এমন অঙ্গীকার করেন। বিক্ষোভের সঙ্গে জড়িত ব্যক্তিদের কঠিন সাজা দিতে বিচার বিভাগের প্রতি আহ্বান জানিয়েছেন আলী ফাদাভি।

ইরানি সামরিক বাহিনীর এই ঊধ্বর্তন কর্মকর্তা বলেন, সেসব বিক্ষোভকারীদের আটক করা হয়েছে যারা প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের ভাড়াটে হিসেবে কাজ করার কথা স্বীকার করেছে। ঈশ্বর চাইলে এ দেশের বিচার ব্যবস্থার মধ্যেই তাদের সর্বোচ্চ সাজা দেওয়া হবে। সূত্র: আনাদোলু এজেন্সি, আল জাজিরা।

/এমপি/
সম্পর্কিত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
সর্বশেষ খবর
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
এক উপজেলায় ১৩ প্রার্থীর সবাই আ.লীগের
এক উপজেলায় ১৩ প্রার্থীর সবাই আ.লীগের
শিরোপাজয়ী দল কি কোটি টাকা পাবে?
ফিরছে সুপার কাপশিরোপাজয়ী দল কি কোটি টাকা পাবে?
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক