X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

গুজরাট দাঙ্গায় নির্দোষ মোদি: তদন্ত প্রতিবেদন

বিদেশ ডেস্ক
১২ ডিসেম্বর ২০১৯, ১৩:৫০আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ১৩:৫২

ভারতের গুজরাটে ২০০২ সালের মুসলিমবিরোধী দাঙ্গায় দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র সংশ্লিষ্টতার কোনও প্রমাণ মেলেনি। নিজেদের চূড়ান্ত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে নানাবতী তদন্ত কমিশন। ওই দাঙ্গায় উসকানি দেওয়ায় সমালোচকরা তাকে ‘গুজরাটের কসাই’ হিসেবে আখ্যায়িত করে থাকে। তবে তদন্ত প্রতিবেদনে উঠে আসা বক্তব্য এর বিপরীত। এতে বলা হয়েছে, শুধু মোদি-ই নয়; তার মন্ত্রিসভার কারও বিরুদ্ধেই কোনও অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি। গুজরাট দাঙ্গায় নির্দোষ মোদি: তদন্ত প্রতিবেদন
দাঙ্গায় খোদ মুখ্যমন্ত্রীর উসকানি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা না নেওয়ার অভিযোগ উঠলে এ বিষয়ে তদন্তের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। দীর্ঘ তদন্তের পর বুধবার (১১ ডিসেম্বর) রাজ্য বিধানসভায় পেশ করা নানাবতী কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, দাঙ্গায় মোদির সংশ্লিষ্টতার কোনও প্রমাণ মেলেনি। বিধানসভায় প্রতিবেদনটি পেশ করেন রাজ্য সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী প্রদীপ সিং জাডেজা।

২০০২-এর ২৭ ফেব্রুয়ারি গোধরায় সবরমতী এক্সপ্রেসের এস-৬ কোচে অগ্নিকাণ্ডে ৫৯ জন যাত্রীর প্রাণহানি হয়। নিহতদের বেশিরভাগই ছিলেন অযোধ্যা থেকে ফেরা হিন্দু তীর্থযাত্রী। পরে ওই অগ্নিকাণ্ডের জন্য মুসলিমদের দায়ী করে মুসলিম নিধনে মেতে উঠে উগ্র হিন্দুত্ববাদীরা। এক পর্যায়ে এই দাঙ্গা পুরো গুজরাটজুড়ে ছড়িয়ে পড়ে। হত্যা করা হয় অন্তত এক হাজার ৪৪ জনকে।

সাবেক বিচারপতি জি টি নানাবতী ও বিচারপতি অক্ষয় মেহেতার প্রতিবেদনে দাবি করা হয়েছে, গুজরাটজুড়ে যে দাঙ্গা শুরু হয়েছিল সেটি ‘পরিকল্পিত ছিল না।’ এর পেছনে তৎকালীন মুখ্যমন্ত্রী মোদিরও হাত ছিল না।

এর আগে ২০০৮ সালে প্রথম ধাপের তদন্ত প্রতিবেদনেও দাবি করা হয়, ষড়যন্ত্রমূলক পরিকল্পনার অংশ হিসেবেই সাবরমতি এক্সপ্রেসের এস-৬ কামরায় আগুন ধরিয়ে দেওয়া হয়। সে সময়ও সহস্রাধিক মানুষের প্রাণহানির ঘটনায় মোদিকে নির্দোষ বলে দাবি করে কমিশন। তবে তারা দাঙ্গার সময় ‘নিষ্ক্রিয়’ থাকায় কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

 

/এইচকে/এমপি/
সম্পর্কিত
জনপ্রিয়তার তুঙ্গে থেকেও হিন্দুত্ববাদে ভরসা মোদির?
লোকসভা নির্বাচনবিজেপি ও তৃণমূলের মাথাব্যথা এখন কম ভোটার উপস্থিতি
লোকসভা নির্বাচন: তৃতীয় ধাপের ভোটে হেভিওয়েট প্রার্থী যারা
সর্বশেষ খবর
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস