X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

সংশোধিত নাগরিকত্ব আইন: উত্তর প্রদেশে থানায় আগুন

বিদেশ ডেস্ক
১৬ ডিসেম্বর ২০১৯, ২২:৪০আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ২২:৪৭

নাগরিকত্ব আইন সংশোধনের প্রতিবাদে ভারত জুড়ে বিক্ষোভের মধ্যে উত্তর প্রদেশের একটি থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া সোমবার রাজ্যটির বিভিন্ন সড়কে যানবাহনে অগ্নিসংযোগ ও পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়েছে বিক্ষোভকারীরা। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ব্যবহারের পাশাপাশি লাঠিচার্জ করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করেছে কর্তৃপক্ষ। সংশোধিত নাগরিকত্ব আইন: উত্তর প্রদেশে থানায় আগুন

বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে নিপীড়নের মুখে ভারতে পালিয়ে যাওয়া হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের নাগরিকত্ব নিশ্চিতে সম্প্রতি আইন সংশোধন করেছে ভারত। আইনটিকে মুসলিমবিরোধী আখ্যা দিয়ে এর বিরুদ্ধে সহিংস বিক্ষোভে নেমেছে ভারতের বিভিন্ন রাজ্যের মানুষ।

সোমবার উত্তর প্রদেশের বিভিন্ন স্থানে ব্যাপক বিক্ষোভ ও সহিংসতা হয়েছে। মির্জা হাদিপুরা এলাকায় বিক্ষোভকারীরা একটি থানায় আগুন ধরিয়ে দেয়। এছাড়া সড়কে বেশ কয়েকটি যানবাহনে আগুন দেওয়া হয়। ঘটনাস্থলের ভিডিও ফুটেজে পুলিশ সদস্যদের আগুন নেভাতে দেখা গেছে।

গত রবিবার সন্ধ্যায় সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভে নামে দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ক্যাম্পাসে প্রবেশ করে শিক্ষার্থীদের ওপর চড়াও হয় পুলিশ। একই দিন উত্তর প্রদেশের আলীগড় বিশ্ববিদ্যালয়েও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়।

এসব ঘটনার জেরে উত্তর প্রদেশের বিক্ষোভকারীরা ক্ষুব্ধ ছিলেন বলে জানিয়েছেন, মির্জা হাদিপুরার জেলা ম্যাজিস্ট্রেট জ্ঞান প্রকাশ ত্রিপাঠি। থানা এবং গাড়িতে অগ্নিসংযোগের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে সহিংসতাকারীদের চিহ্নিত করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

উত্তর প্রদেশের পুলিশ প্রধান ওপি সিং জানিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেন, ‘মির্জা হাদিপুরার পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন। ওই এলাকায় নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করা হয়েছে’।

/জেজে/
সম্পর্কিত
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত
নিজ্জার হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
সর্বশেষ খবর
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
তৃণমূলের আরও ৬১ জনকে বহিষ্কার করলো বিএনপি
তৃণমূলের আরও ৬১ জনকে বহিষ্কার করলো বিএনপি
জমি নিয়ে বিরোধ, বৈদ্যুতিক শকে চাচাতো ভাইকে ‘হত্যা’
জমি নিয়ে বিরোধ, বৈদ্যুতিক শকে চাচাতো ভাইকে ‘হত্যা’
আগামী সপ্তাহে ইউরোপ সফরে যাচ্ছেন শি জিনপিং
আগামী সপ্তাহে ইউরোপ সফরে যাচ্ছেন শি জিনপিং
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ