X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ভ্যাটিকানের শীর্ষ ‍কূটনৈতিক পদে প্রথম নারী নিয়োগ দিলেন পোপ

বিদেশ ডেস্ক
১৬ জানুয়ারি ২০২০, ১১:২৮আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ১১:৩৯

ভ্যাটিকান সিটির শীর্ষ এক কূটনৈতিক পদে প্রথমবারের মতো একজন নারী সদস্য নিয়োগ পেলেন। বুধবার ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস পররাষ্ট্র দফতরের উচ্চপদস্থ এক আসনে দায়িত্ব দেন ইতালীয় নারী ফ্যান্সো দি গোভানিকে। তিনি উপমন্ত্রী হিসেবে পররাষ্ট্র দফতরের দায়িত্ব পালন করবে।

ভ্যাটিকানের শীর্ষ ‍কূটনৈতিক পদে প্রথম নারী নিয়োগ দিলেন পোপ

রোমান ক্যাথলিক চার্চ সবসময়ই পাদ্রীদের নিয়োগ দিয়ে এসেছে। নারীরা সবসময় প্রশাসনের অন্তরালে থেকে গেছেন।  ক্যাথলিক নানদের সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব সুপিরিয়র জেনারেলসহ বেশ কিছু নারী সংগঠন ভ্যাটিকানকে নারীদের শীর্ষ পদে নিয়োগের আহ্বান জানিয়ে আসছিলো।  তারা জানান, পৃথিবীর ১৩০ কোটি ক্যাথলিকদের অর্ধেকই নারী।

এক বিবৃতিতে ভ্যাটিকান সিটি জানায়, দি গোভানি ১৯৯৩ সাল থেকে পররাষ্ট্র দফতরে কাজ করে আসছেন। তিনি আন্তর্জাতিক আইন ও মানবাধিকার বিষয়ে বিশেষজ্ঞ। তিনি আন্তর্জাতিক বিষয়েই দায়িত্ব পালন করবে। দায়িত্ব পেয়ে গোভানিকো বলেন, তিনি এই দায়িত্বে গর্বিত। তার দক্ষতা অনুযায়ী এই কাজ স্বাভাবিক। তবে নারী হিসেবে এই দায়িত্ব পাওয়া বিশেষ কিছু।

তিনি বলেন, আমি আশা করি িএকজন নারী হিসেবে আমি এই কাজটি ইতিবাচকভাবে করতে পারবো। আমি প্রমাণ করতে পারবো নারীরাও পুরুষ সহকর্মীদের মতো কাজ করতে পারে।

ভ্যাটিকান সিটির সঙ্গে বিশ্বের ১৮০টিরও বেশি দেশের কূটনৈতিক সম্পর্ক রয়েছে। পোপের দায়িত্ব নিয়ে ফ্রান্সিস ঘোষণঅ দিয়েছিলেন প্রশাসনে নারীদের সংখ্যা বাড়ানো হবে। তবে এখন পর্যন্ত মাত্র ৬ জন নারীকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন পর্যন্ত সর্বোচ্চ দায়িত্বে আছেন বারবার জাতা। তিনি ভ্যাটিকান জাদুঘরের প্রধান হিসেবে নিযুক্ত আছেন। এছাড়া প্রেস অফিসে উপ প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ক্রিস্টিয়ান মারে।

/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
‘তাই বলে ১৯ গোল খাবো!’
‘তাই বলে ১৯ গোল খাবো!’
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড