X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

সিএএ নিয়ে মমতাকে অমিত শাহ’র চ্যালেঞ্জ

বিদেশ ডেস্ক
২১ জানুয়ারি ২০২০, ১৬:৩০আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ১৬:৩৬

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সংশোধিত নাগরিকত্ব আইনে (সিএএ) কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার কথা বলা নেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ আইনটির বিরোধিতাকারী রাজনীতিকদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তাদেরকে বিতর্কের আহ্বান জানিয়েছেন তিনি। অমিত শাহ বলেছেন, পরিস্থিতি যাই হোক না কেন আইনটি বহাল থাকবে। মঙ্গলবার লক্ষ্ণৌতে সিএএ সমর্থনে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন ক্ষমতাসীন বিজেপি সভাপতি অমিত শাহ। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

গত মাসে ভারতের নাগরিকত্ব আইনে সংশোধনী আনার পর থেকেই এর বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভে নিহত অন্তত ২৫ জন। পশ্চিমবঙ্গে কোনও ভাবেই বিতর্কিত এই আইন বাস্তবায়ন করতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন মমতা। কংগ্রেস নেতা রাহুল গান্ধীও বলেছেন এই আইনের মাধ্যম ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এছাড়াও আইনটির সরব রয়েছেন সমাজাবাদী পার্টি নেতা অখিলেশ যাদবসহ অনেকেই। বিরোধীদের তৎপরতার বিপরীতে দেশজুড়ে সিএএ সমর্থনে কর্মসূচি পালন করছে ক্ষমতাসীন বিজেপি।

মঙ্গলবার লক্ষ্ণৌতে আয়োজিত সমাবেশে বিরোধীদের উদ্দেশে বিজেপি সভাপতি অমিত শাহ বলেন, ‘তারা বাস্তবতা দেখতে পারছেন না কারণ তাদের চোখে ভোটব্যাংকের রাজনীতির চশমা পরা’। তৃণমূল কংগ্রেস ও সমাজবাদী পার্টি আইনটি নিয়ে মিথ্যা ছড়াচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘মমতা দিদি, অখিলেশ, মায়াবতী আপনাদের সঙ্গে দেশের যে কোনও জায়গায় নাগরিকত্ব আইন নিয়ে বিতর্কে বসতে চাই...আমাকে দেখাবেন যে এই আইনের কোন ধারায় কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার কথা বলা হয়েছে’।  পাকিস্তান থেকে বছরের পর বছর ধরে সন্ত্রাসী আর অবৈধ শরণার্থী আসলেও কংগ্রেস চুপ থেকেছে অভিযোগ করে অমিত শাহ বলেন, ‘আলিয়া, মালিয়া, জামালিয়ারা পাকিস্তান থেকে আসে এবং এখানে বোমা বিস্ফোরণ ঘটায় আর মনমোহন সিং টু শব্দও করেন না’।

কোনও অবস্থাতেই নাগরিকত্ব আইন বাতিল করা হবে না জানিয়ে অমিত শাহ বলেন, ‘এখানে এখন আমি বলে যাচ্ছি এই আইন প্রত্যাহার করা হবে না, তাতে যেই এর বিরুদ্ধে বিক্ষোভ করুক...আমরা বিরোধীদের ভয় পাই না, আমাদের জন্ম এখানে’।

/জেজে/বিএ/
সম্পর্কিত
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত
নিজ্জার হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ