X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানে মার্কিন বিমান বিধ্বস্ত হয়েছে: তালেবান

বিদেশ ডেস্ক
২৮ জানুয়ারি ২০২০, ০১:০৯আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ০১:১৪
image

আফগানিস্তানের গজনি প্রদেশে যুক্তরাষ্ট্রের একটি বিমান বিধ্বস্ত হয়েছে বলে দাবি করেছে দেশটির সশস্ত্র গোষ্ঠী তালেবান। সোমবার (২৭ জানুয়ারি) ওই সশস্ত্র গোষ্ঠী নিয়ন্ত্রিত এলাকায় বিমানটি বিধ্বস্ত হওয়ার কয়েক ঘণ্টা পর এক বিবৃতিতে এই দাবি করে তালেবান। পরে এ খবরের সত্যতা নিশ্চিত করেছে মার্কিন বাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

আফগানিস্তানে মার্কিন বিমান বিধ্বস্ত হয়েছে: তালেবান

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, গজনির দেহ-ইয়াক জেলায় একটি বিমানটি বিধ্বস্ত হয়েছে। ওই স্থানে তালেবানদের শক্তিশালী বিচরণ রয়েছে। তবে বিধ্বস্তের কারণ কিংবা হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। কেউ এই বিধ্বস্তের জন্য দায়ও স্বীকার করেনি। গজনির প্রাদেশিক গর্ভনর ওয়াহিউল্লাহ কালিমজাই বেসরকারি সম্প্রচারমাধ্যম টোলোনিউজকে জানিয়েছেন, ‘এতে হতাহতের সংখ্যা বা বিমানটির নামের ব্যাপারে সুনির্দিষ্ট কোন তথ্য পাওয়া যায়নি।’ প্রথমে বিমানটি আফগান এয়ারলাইন্স আরিয়ানার মালিকানাধীন বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। তবে আরিয়ানা এয়ারলাইন্স সংস্থাটি ওই খবর নাকচ করে দিয়েছে জানিয়েছে, তাদের সবগুলো বিমানই যথাযথভাবে গন্তব্যে পৌঁছেছে। এরপরে আফগানিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে যে, কোনও বেসামরিক বিমান বিধ্বস্ত হয়নি।

তালেবানের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ দাবি করেছেন, বিমান বিধ্বস্ত হয়ে মার্কিন বাহিনীর ‘অনেক’ সেনা এবং ওই বিমানের সব ক্রু নিহত হয়েছেন। যাইহোক, ওই সশস্ত্র গোষ্ঠীটি প্রায় হতাহতের সংখ্যা বাড়িয়ে বলে থাকে। এ বিষয়ে আফগানিস্তানে নিয়োজিত মার্কিন বাহিনীর মুখপাত্র কর্নেল সনি লেগেট বলেছেন, গজনি প্রদেশে বোম্বার্ডিয়ার ই-১১এ নামের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনার কারণ তদন্ত চলছে।

উল্লেখ্য, বোম্বার্ডিয়ার ই-১১এ হচ্ছে মার্কিন বিমান বাহিনীর বৈদ্যুতিক নজরদারি বিমান।

/এইচকে/
সম্পর্কিত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
সর্বশেষ খবর
‘তীব্র গরমে’ মারা যাচ্ছে মুরগি, অর্ধেকে নেমেছে ডিম উৎপাদন
‘তীব্র গরমে’ মারা যাচ্ছে মুরগি, অর্ধেকে নেমেছে ডিম উৎপাদন
ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করলো তুরস্ক
ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করলো তুরস্ক
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি