X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানে বিমান বিধ্বস্তে সিআইএ’র শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত!

বিদেশ ডেস্ক
২৮ জানুয়ারি ২০২০, ২০:০৬আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ২২:৩২

আফগানিস্তানে বিমান বিধ্বস্ত হয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র শীর্ষস্থানীয় কর্মকর্তা ডি. আন্দ্রিয়া নিহত হয়েছে বলে দাবি করেছে ইরান। ডি আন্দ্রিয়া সিআইএ’র ইরান মিশনের প্রধান এবং সম্প্রতি কাসেম সোলাইমানি হত্যার মূল কারিগর হিসেবে বিবেচনা করা হয় তাকে।  তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ওই বিমানে সিআইএ’র কোনও কর্মকর্তা ছিলেন না।

আফগানিস্তানে বিমান বিধ্বস্তে সিআইএ’র শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত! সোমবার আফগানিস্তানের গজনি প্রদেশে যুক্তরাষ্ট্রের একটি বিমান দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে বলে দাবি করে দেশটির সশস্ত্র গোষ্ঠী তালেবান। পরে এ খবরের সত্যতা নিশ্চিত করেছে মার্কিন বাহিনী। বোম্বার্ডিয়ার ই-১১এ বিমানটি মার্কিন বিমান বাহিনীর বৈদ্যুতিক নজরদারি বিমান।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিরর-এর প্রতিবেদনে বলা হয়, গজনি প্রদেশের তালেবান-নিয়ন্ত্রিত দেহইয়াক জেলায় স্পাই বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটির আরোহীদের মধ্যে মিশেল আন্দ্রিয়া ছিলেন কিনা বা তার নিহতের বিষয়ে মুখ খোলেনি ওয়াশিংটন। তালেবানদের দাবি, তারা ৬ জনের মৃতদেহ উদ্ধার করেছে। আর আফগান পুলিশের দাবি, চারজন নিহত এবং দুজন নিখোঁজ রয়েছে। ফলে বিমান বিধ্বস্তের কারণ ও পরবর্তী পরিস্থিতি নিয়ে ধোঁয়াশা রয়েছে।

ইরানি সংবাদমাধ্যম মিজানের প্রতিবেদনে দাবি করা হয়, নিহতদের মধ্যে ডি আন্দ্রিয়া ছিলেন। তবে এই দাবির পেছনে কোনও প্রমাণ দেয়নি তারা। ইরানের আরেকটি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভিও মিশেল আন্দ্রিয়ার নিহতের খবর দিয়েছে। রাশিয়ার গোয়েন্দা সূত্রে তারা সিআইএ’র শীর্ষ কর্মকর্তা নিহতের খবর নিশ্চিত করেছে।

মার্কিন গোয়েন্দা বাহিনীর অন্যতম দুর্ধর্ষ কমান্ডার হিসেবে পরিচিত মিশেল আন্দ্রিয়া। তাকে বলা হয় ‘ডার্ক প্রিন্স’। ১৯৭৯ সালে সিআইএতে যোগ দেন তিনি। ইরানে একাধিক অভিযান চালানোর জন্য আয়াতুল্লাহ মাইক হিসেবে পরিচিত হয়ে ওঠেন মার্কিন এই শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা। ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার মূল কারিগর মনে করা হয়ে থাকে আন্দ্রিয়াকে। আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে খুঁজে পেতেও বড় ধরনের ভূমিকা রেখেছিলেন তিনি।

২০১২ সালে মুক্তিপ্রাপ্ত হলিউড সিনেমা ‘জিরো ডার্ক থার্টি’র চরিত্র ‘দ্য উলফ’ তৈরি করা হয়েছে আন্দ্রিয়া মিশেলের অনুপ্রেরণায়। পাকিস্তানে ওসামা বিন লাদেনকে হত্যার অভিযানে ছিল দ্য উলফ চরিত্রটি।

/এমএইচ/এমওএফ/
সম্পর্কিত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
সর্বশেষ খবর
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি