X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

অ্যাসাঞ্জের স্বাস্থ্য সুরক্ষা চেয়ে শতাধিক চিকিৎসকের খোলা চিঠি

বিদেশ ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৫১আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৫৫

সাড়া জাগানো বিকল্প সংবাদমাধ্যম উইকিলিকসের প্রতিষ্ঠাতা কারাবন্দি জুলিয়ান অ্যাসাঞ্জের ওপর মানসিক নির্যাতন বন্ধ ও তার স্বাস্থ্যগত দুরাবস্থাকে আমলে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্বের শতাধিক চিকিৎসক ও মনোবিদ। সোমবার চিকিৎসাবিষয়ক সাময়িকী ল্যানসেট–এ প্রকাশিত এক খোলাচিঠিতে তারা এই আহ্বান জানান।

অ্যাসাঞ্জের স্বাস্থ্য সুরক্ষা চেয়ে শতাধিক চিকিৎসকের খোলা চিঠি

২০১২ সালের জুন থেকে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। গত ১১ এপ্রিল রাজনৈতিক আশ্রয় প্রত্যাহার করে তাকে ব্রিটিশ পুলিশের হাতে তুলে দেয় ইকুয়েডর। ১১ এপ্রিল তাকে জামিনের শর্ত ভঙ্গের দায়ে দোষী সাব্যস্ত করে ব্রিটিশ আদালত। তখন থেকে বেলমার্শ নামক ‘যুক্তরাজ্যের গুয়ানতানামো বে’ খ্যাত কুখ্যাত কারাগারে রাখা হয়েছে তাকে। বর্তমানে গুপ্তচরবৃত্তির দায়ে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ মামলার শুনানির অপেক্ষায় রয়েছেন তিনি। আগামী সোমবার যুক্তরাজ্যের উলউইচ ক্রাউন কোর্টে ওই শুনানি হওয়ার কথা রয়েছে।
এমন বাস্তবতায় ১৮টি দেশের ১১৭ জন চিকিৎসক ও মনোবিদ ল্যানসেট–এ এক খোলা চিঠিতে লিখেছেন। তারা অভিযোগ করেছেন, অ্যাসাঞ্জকে কারাগারে ‘নির্যাতন’ করা হচ্ছে। ‘...অ্যাসাঞ্জের ওপর যে নির্যাতন চালানো হচ্ছে, আমরা তার নিন্দা জানাই। যথাযথ স্বাস্থ্যসুবিধা পাওয়ার মৌলিক অধিকারের বিষয়টি অগ্রাহ্য করারও নিন্দা জানাই।’চিঠিতে চিকিৎসকেরা বলেছেন, ‘আমাদের আবেদন খুব সোজাসাপ্টা। অ্যাসাঞ্জের ওপর নির্যাতন বন্ধে আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। বেশি দেরি হওয়ার আগেই তার সর্বোচ্চ স্বাস্থ্যসুবিধা পাওয়ার নিশ্চয়তা চাইছি।’
অ্যাসাঞ্জকে গ্রেফতারের পর ২০১৯ সালের ৯ মে কারাগারে তার সঙ্গে দেখা করার সুযোগ পান নির্যাতনসহ বিভিন্ন ধারার নিষ্ঠুরতা প্রতিরোধ বিষয়ক বিশেষ জাতিসংঘ দূত নিলস মেলজার। ওই সময়ে তিনি জানান, মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন অ্যাসাঞ্জ।
অ্যাসাঞ্জের শারীরিক অবস্থা আশঙ্কাজনক উল্লেখ করে এর আগেও একবার ৬০ জনের বেশি চিকিৎসক খোলা চিঠি লিখেছিলেন। তাদের আশঙ্কা, উইকিলিকসের প্রতিষ্ঠাতাকে যথাযথ চিকিৎসা ও মুক্তি না দিলে কারাগারে তার মৃত্যু হতে পারে। এর আগে জাতিসংঘের স্বাধীন মানাবধিকার বিশেষজ্ঞ বলেছেন, চলমান স্বেচ্ছাচারিতা ও নিপীড়নে দ্রুতই জীবন দিয়ে অ্যাসাঞ্জকে মূল্য দিতে হতে পারে।
২০১৯ সালের ১ মে অ্যাসাঞ্জের বিরুদ্ধে ৫০ সপ্তাহের সাজা ঘোষণা করা হয়। যুক্তরাষ্ট্রে তার বিরুদ্ধে সরকারি কম্পিউটার হ্যাক ও গুপ্তচর আইন লঙ্ঘনসহ ১৮টি অভিযোগ দায়ের করা হয়েছে। এসব অভিযোগে ট্রাম্প প্রশাসন তাকে বিচারের মুখোমুখি করতে চায়। অভিযোগ প্রমাণিত হলে তার ১৭৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

/বিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০২৪ সালে ইতিহাসের সবচেয়ে উষ্ণতম এপ্রিল দেখলো বিশ্ব
২০২৪ সালে ইতিহাসের সবচেয়ে উষ্ণতম এপ্রিল দেখলো বিশ্ব
বকেয়া বিল ৫ কোটি টাকা, কেটে দেওয়া হলো পৌর ভবনের বিদ্যুৎসংযোগ
বকেয়া বিল ৫ কোটি টাকা, কেটে দেওয়া হলো পৌর ভবনের বিদ্যুৎসংযোগ
নগদ মেগা ক্যাম্পেইনের উপহার পেলেন ২১ বিজয়ী
নগদ মেগা ক্যাম্পেইনের উপহার পেলেন ২১ বিজয়ী
৬ মাস বন্ধ থাকবে কমলাপুর-টিটি পাড়া সড়ক, বিকল্প ব্যবহারের অনুরোধ
এমআরটি লাইন-৬ নির্মাণ৬ মাস বন্ধ থাকবে কমলাপুর-টিটি পাড়া সড়ক, বিকল্প ব্যবহারের অনুরোধ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা