X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

আফগান বাহিনীর ওপর হামলা শুরুর ঘোষণা তালেবানের

বিদেশ ডেস্ক
০৩ মার্চ ২০২০, ০২:৫৭আপডেট : ০৩ মার্চ ২০২০, ০২:৫৮

আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি স্বাক্ষরের কয়েক দিনের মাথায় সরকারি বাহিনীর ওপর হামলা শুরুর ইঙ্গিত দিয়েছে বিদ্রোহী গোষ্ঠী তালেবান। সোমবার (২ মার্চ) তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, বন্দি থাকা পাঁচ হাজার তালেবান সদস্যের মুক্তি দেওয়া না হলে আফগান সরকারের সঙ্গে আলোচনায় বসা হবে না। রবিবার এসব বন্দিদের মুক্তি দিতে অস্বীকৃতি জানান আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। এরপরই সরকারি বাহিনীর ওপর হামলা শুরুর ঘোষণা দিয়েছে তালেবান। গ্রামবাসীদের সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি স্বাক্ষর উদযাপন করেছে তালেবান

আফগান যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্র নিজেকে সরিয়ে নিতে গত শনিবার (২৯ ফেব্রুয়ারি) তালেবানের সঙ্গে বহুল প্রতীক্ষিত শান্তি চুক্তিতে স্বাক্ষর করে ট্রাম্প প্রশাসন। কাতারের রাজধানী দোহায় উভয় পক্ষের মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে বন্দিদের মুক্তির বিষয়টিও উল্লেখ রয়েছে।

তবে রবিবার আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি  বলেন, এই ধরনের মুক্তির বিষয়ে সম্মতি দেয়নি সরকার। সাংবাদিকদের তিনি বলেন, ‘পাঁচ হাজার বন্দি মুক্তির প্রতিশ্রুতি দেওয়া হয়নি। এটা আফগান জনগণের সঠিক এবং নিজস্ব সিদ্ধান্ত। আফগানিস্তানের অভ্যন্তরীণ আলোচনায় এই এজেন্ডা আসতে পারে তবে পূর্বশর্ত হতে পারে না’।

আফগান সরকারের সঙ্গে আগে থেকেই আলোচনায় বসতে অস্বীকার করে আসছে তালেবান। সেকারণে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে তারা। ২০০১ সালে মার্কিন আগ্রাসনে তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা থেকে উৎখাত হলেও ২০১৮ সালের মধ্যে দেশটির দুই তৃতীয়াংশের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।

সোমবার আফগান বাহিনীর ওপর হামলা শুরুর ঘোষণা দিয়ে তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, তারা কোনও বিদেশি সেনার ওপর হামলা চালাবে না। তিনি বলেন, ‘বন্দি মুক্তির আগে সরকারের সঙ্গে কোনও আলোচনায় বসা হবে না। মুজাহিদ বলেন, আফগানিস্তানের অভ্যন্তরীণ আলোচনার জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত, কিন্তু আমাদের পাঁচ হাজার বন্দির মুক্তির অপেক্ষা করছি। যদি পাঁচ হাজার বন্দি-একশো বা দুইশো কম বেশি হলে বিষয় না- মুক্তি না পেলে কোনও আফগান অভ্যন্তরীণ আলোচনা হবে না’। ধারণা করা হয় আফগানিস্তানে প্রায় দশ হাজার তালেবান সদস্য বন্দি রয়েছে।

/জেজে/
সম্পর্কিত
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোরিওগ্রাফার ইভানের বিরুদ্ধে প্রতিবেদন ২৩ মে
কোরিওগ্রাফার ইভানের বিরুদ্ধে প্রতিবেদন ২৩ মে
শহর থেকে গ্রামে ফেরা মানুষের সংখ্যা দুই বছরে দ্বিগুণ
শহর থেকে গ্রামে ফেরা মানুষের সংখ্যা দুই বছরে দ্বিগুণ
টানা দ্বিতীয় জয়ের খোঁজে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
টানা দ্বিতীয় জয়ের খোঁজে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি