X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

করোনায় যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়েছে

বিদেশ ডেস্ক
১২ মে ২০২০, ০৭:০৪আপডেট : ১২ মে ২০২০, ১০:৫৪

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়ে গেছে। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা পৌঁছেছে ৮০ হাজার ২৯৭ জনে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, সোমবার যুক্তরাষ্ট্রের প্রায় সবকটি অঙ্গরাজ্যেই করোনাভাইরাসে মানুষের মৃত্যু হলে বেশিরভাগ অঙ্গরাজ্যই আংশিকভাবে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিকল্পনা করছে। করোনায় যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়েছে

চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়লেও করোনাভাইরাসে বিশ্বের যেকোনও দেশের চেয়ে যুক্তরাষ্ট্রে অনেক বেশি মানুষ আক্রান্ত হয়েছে। মৃতের সংখ্যাতেও দেশটি অন্য দেশগুলোর চেয়ে অনেক এগিয়ে। মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট ১৩ লাখ ৪৬ হাজার ১৬৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

সিএনএন জানিয়েছে, মৃতের সংখ্যা বাড়তে থাকলেও যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ও কানেকটিকাট বাদে প্রায় সবগুলো অঙ্গরাজ্যই আংশিকভাবে ব্যবসা প্রতিষ্ঠান খোলার পরিকল্পনা করছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রায় ২৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে। তবে এই অঙ্গরাজ্যটিতে নতুন সংক্রমিত ও হাসপাতালে ভর্তি হওয়ার হার প্রায় দুই মাস আগের পর্যায়ে নেমে এসেছে বলে জানিয়েছেন গভর্নর অ্যান্ড্রু কুমো। গত দিনে সেখানে ৪৮৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। গত ১৯ মার্চ প্রায় একই সংখ্যক রোগী ভর্তি হয়। সংক্রমণ কমে আসায় আগামী শুক্রবার থেকে আংশিকভাবে খুলে দেওয়ার পরিকল্পনা করছে। প্রায় একই পথে হাঁটছে অন্য অঙ্গরাজ্যগুলোর গভর্নররাও।

বিভিন্ন অঙ্গরাজ্য পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা করলেও যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ একটি নমুনায়নে দেখা যাচ্ছে দেশটিতে ধারণার চেয়ে করোনায় মৃতের সংখ্যা বাড়বে। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষকের নমুনায়নে দেখা গেছে আগামী আগস্টের শুরু পর্যন্ত দেশটিতে ১ লাখ ৩৭ হাজার মানুষের মৃত্যু হবে। আগে এই গবেষকদের ধারণা ছিলো দেশটিতে ১ লাখ ৩৪ হাজার মানুষ মারা যেতে পারে।

উল্লেখ্য, করোনাভাইরাসে বিশ্ব জুড়ে আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ৬৮ হাজার ৪২৭ জনে পৌঁছেছে। এর মধ্যে মৃত্যু হয়েছে, ২ লাখ ৮৫ হাজার ৪৪৫ জনের। যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে যুক্তরাজ্যে ৩২ হাজার ১৪১ জনের। এরপর ইতালিতে মৃত্যু হয়েছে ৩০ হাজার ৭৩৯ জনের।

/জেজে/বিএ/
সম্পর্কিত
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
সর্বশেষ খবর
শেখ হাসিনা বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন: সেলিম মাহমুদ
শেখ হাসিনা বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন: সেলিম মাহমুদ
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কারা দেশ চালাবে তা দেশের মানুষ নির্ধারণ করবে: সাইফুল হক
কারা দেশ চালাবে তা দেশের মানুষ নির্ধারণ করবে: সাইফুল হক
আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মধ্যে স্মারক সই
আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মধ্যে স্মারক সই
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের