X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ব্ল্যাক লাইভস ম্যাটার‌ থেকে প্যালেস্টাইনিয়ান লাইভস ম্যাটার‌!

বিদেশ ডেস্ক
০৯ জুন ২০২০, ১০:৩৮আপডেট : ০৯ জুন ২০২০, ১০:৫২

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বর্বরতা নতুন কিছু নয়। দখলদার বাহিনীর হাতে নিরস্ত্র, নিরপরাধ ফিলিস্তিনিদের হত্যাযজ্ঞও যেন সাধারণ ঘটনা। নিয়মিত হত্যাযজ্ঞের ধারাবাহিকতায় ২০২০ সালের ৩০ মে এক অটিস্টিক ফিলিস্তিনিকে খুন করে ইসরায়েলি বাহিনী। বর্বরোচিত এ হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করতে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় ‌‘প্যালেস্টিনিয়ান লাইভস ম্যাটার’ হ্যাশট্যাগের ব্যবহার। দুনিয়াজুড়ে সমালোচনার মুখে শেষ পর্যন্ত ওই হত্যাকাণ্ডকে ‘ট্র্যাজেডি’ হিসেবে আখ্যায়িত করতে দৃশ্যত বাধ্য হন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ব্ল্যাক লাইভস ম্যাটার‌ থেকে প্যালেস্টাইনিয়ান লাইভস ম্যাটার‌!

৩২ বছরের ইয়াদ হালাক পূর্ব জেরুজালেমে তার বিশেষ স্কুলে যাওয়ার পথে তাকে গুলি করে হত্যা করে ইসরায়েলি পুলিশ। পুলিশের দাবি, ইয়াদ হালাকের কাছে অস্ত্র আছে বলে তারা সন্দেহ করছিলেন। যখন তাকে থামতে বলা হয়েছিল, তখন না থামায় তাকে গুলি করা হয়। কিন্তু পরে দেখা যায়, ইয়াদ হালাকের কাছে আসলে কোনও অস্ত্রই ছিল না।

ফিলিস্তিনি ভূখণ্ডে আর ১০টি হত্যাযজ্ঞের মতোই এ ঘটনা নিয়েও এতোদিন পর্যন্ত স্বভাবতই চুপচাপ ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। কিন্তু নিরস্ত্র একজন মানুষকে স্কুলে যাওয়ার পথে এভাবে গুলি করে মেরে ফেলার ঘটনায় সমালোচনার মুখে শেষ পর্যন্ত মুখ খুলতে বাধ্য হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

গত রবিবার ইয়াদ হালাকের মৃত্যুতে শোক প্রকাশ করে তিনি বলেন, এই ঘটনার একটি পূর্ণাঙ্গ তদন্ত হবে বলে তিনি আশা করেন। মন্ত্রিপরিষদের এক বৈঠকের আগে তিনি বলেন, ‘ইয়াদ হালাকের সঙ্গে যা হয়েছে, তা একটি ট্র্যাজেডি। লোকটির অটিজম ছিল। খুব স্পর্শকাতর একটা এলাকায় তাকে ভুলক্রমে সন্ত্রাসবাদী বলে সন্দেহ করা হচ্ছিল।’

হালাক পরিবারের আইনজীবী জাদ কাদমানি বলেছেন, পুলিশ অফিসাররা যে অপরাধ করেছেন, এমন সন্দেহ বাড়ছে। তিনি আশা প্রকাশ করেন যে, তদন্তকারী কর্মকর্তারা এই অফিসারদের বিচারের মুখোমুখি করবেন। ব্ল্যাক লাইভস ম্যাটার‌ থেকে প্যালেস্টাইনিয়ান লাইভস ম্যাটার‌!

ইয়াদ হালাককে যেভাবে হত্যা করা হয়

ইয়াদ হালাক গত শনিবার জেরুজালেমের ওয়াডি আল জজ থেকে শহরের কেন্দ্রে প্রতিবন্ধী শিশু এবং প্রাপ্তবয়স্কদের একটি প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। ইসরায়েলি পুলিশের এক বিবৃতিতে দাবি করা হয়, তার হাতে এমন কিছু ছিল যা পিস্তলের মতো দেখাচ্ছিল।

বিবৃতিতে বলা হয়, প্রথমে পুলিশ তাকে থামতে বলে। এরপর তাকে তাড়া করে। এক পর্যায়ে পুলিশ তার ওপর গুলিবর্ষণ করে। তবে শেষ পর্যন্ত তার দেহে তল্লাশি চালিয়ে কোনও অস্ত্র পাওয়া যায়নি। ময়নাতদন্ত রিপোর্টে বলা হয়, হালাকের বুকে দুই বার গুলি করা হয়েছিল।

নিহত হালাকের চাচাতো ভাই ডা. হাতেম আওয়াইয়ি বলেন, অটিজমে ভোগার কারণে অন্য মানুষের সঙ্গে কথা বলতে তার অসুবিধা হতো।

ইয়াদ হালাকের মৃত্যুতে তীব্র ক্ষোভ তৈরি হয় ফিলিস্তিনিদের মধ্যে। হাজার হাজার মানুষ তার জানাজায় অংশ নেয়। তার মৃত্যুর প্রতিবাদে রাস্তায় নামে বহু ফিলিস্তিনি ও ইসরায়েলি। অনেকে তার মৃত্যুকে যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে মারা যাওয়া জর্জ ফ্লয়েডের সঙ্গে তুলনা করেন। যেন ফিলিস্তিনিদের জর্জ ফ্লয়েড হয়ে উঠেছেন ইয়াদ হালাক। সূত্র: বিবিসি।

/এমপি/
সম্পর্কিত
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
সর্বশেষ খবর
বাজেটে প্রতিবন্ধীদের মাসিক ভাতা ৫ হাজার করাসহ ১১ দাবি
বাজেটে প্রতিবন্ধীদের মাসিক ভাতা ৫ হাজার করাসহ ১১ দাবি
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
মিল্টন সমাদ্দারের আরও ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
মিল্টন সমাদ্দারের আরও ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
বাংলাদেশের গ্রুপে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও উইন্ডিজ
নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপবাংলাদেশের গ্রুপে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও উইন্ডিজ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি