X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানে তালেবানবিরোধী হামলায় বেসামরিক নিহতের নিন্দা যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
২৬ জুলাই ২০২০, ২১:১৬আপডেট : ২৬ জুলাই ২০২০, ২১:৩২


আফগানিস্তানে সরকারি বাহিনীর তালেবানবিরোধী হামলায় শিশুসহ বেসামরিক নাগরিকদের প্রাণহানির ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবারের ওই বিমান হামলায় তালেবান সদস্য ও সাধারণ গ্রামবাসীসহ অন্তত ৪৫ জন নিহত হয়। হামলার পরপরই দেশটিতে নিযুক্ত মার্কিন বাহিনীর একজন মুখপাত্র জানান, তারা এ হামলায় অংশ নেয়নি। ফাইল ছবি








টুইটারে দেওয়া এক পোস্টে এ হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘের আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত জালমাই খলিলজাদ। তিনি বলেন, ঘটনাস্থল হেরাতের নানা ছবি ও প্রত্যক্ষদর্শীদের বিবরণে এটা বোঝা যায় যে, আফগান বিমান হামলার শিকার হওয়া ব্যক্তিদের মধ্যে শিশুসহ অনেক বেসামরিক মানুষ রয়েছে। আমরা এ হামলার নিন্দা জানাই এবং এর তদন্তের প্রতি সমর্থন ব্যক্ত করছি।
আফগান সরকারের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ইতোপূর্বে তালেবানের হামলারও নিন্দা জানিয়েছে বলে উল্লেখ করেন জালমাই খলিলজাদ।
আফগান বাহিনীর দাবি, তাদের চালানো বুধবারের ওই বিমান হামলার উদ্দেশ্য ছিল তালেবানদের খতম করা। কিন্তু এতে শিশুসহ সাধারণ গ্রামবাসীদের নিহতের ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এ ঘটনায় লিখিত বিবৃতি দিয়েছে তালেবান। উদ্ভূত পরিস্থিতিতে তদন্তের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।
বিশ্লেষকরা বলছে, কয়েক মাস আগে তালেবানদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর যে শান্তি প্রক্রিয়া শুরু হয়েছিল, নিরাপত্তা বাহিনীর এ হামলার ফলে সেটি বড় ধরনের একটি ধাক্কা খেলো।
ঘটনার সূত্রপাত বুধবার রাতে। আফগানিস্তানের পূর্ব প্রান্তে হেরাত প্রদেশ। সেখানে আদ্রাসকান জেলা তালেবান অধ্যুষিত। জেলার গভর্নর আলি আহমেদ ফকির ইয়ার জানিয়েছেন, বুধবার রাতে পর পর দুইটি বিমান হামলা হয়। বিমান থেকে একের পর এক বোমা ফেলা হয়। নিমেষের মধ্যে গোটা এলাকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়। তালেবান অধ্যুষিত ওই এলাকা ঘনবসতিপূর্ণ বলে জানা গেছে। ফলে হামলায় বহু সাধারণ মানুষের মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলায় তালেবান সদস্যদের পাশাপাশি বহু সাধারণ গ্রামবাসীরও মৃত্যু হয়েছে। তালেবানের এক বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি যেসব তালেবান সদস্য জেল থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনযাপনে ফিরে যাওয়ার কথা ভাবছিল, এই ঘটনার পর তারা আবার হাতে অস্ত্র তুলে নেবে।
সমালোচনার মুখে আফগান সরকার জানিয়েছে, কীভাবে সাধারণ মানুষের প্রাণ গেল, কতজন নিহত হয়েছেন, সে ব্যাপারে তদন্ত করে দেখা হবে। দ্রুত সেই রিপোর্ট সংবাদমাধ্যমে প্রকাশ করা হবে।
গত ফেব্রুয়ারি মাসে তালেবান নেতৃত্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তি হয়। চুক্তি অনুযায়ী প্রায় পাঁচ হাজার তালেবান বন্দিকে মুক্ত করার প্রতিশ্রুতি দেয় ওয়াশিংটন। বিনিময়ে নিরাপত্তা বাহিনীর এক হাজার সদস্যকে মুক্তির প্রতিশ্রুতি দেয় তালেবান। সেই প্রক্রিয়া এখনও চলছে।
যুক্তরাষ্ট্র ও আফগান নিরাপত্তা বাহিনী এখনও পর্যন্ত চার হাজার তালেবান বন্দিকে মুক্তি দিয়েছে। তালেবান মুক্তি দিয়েছে ৫০০ বন্দিকে। বিশেষজ্ঞদের আশঙ্কা, বুধবারের হামলা এই প্রক্রিয়ায় ফাটল ধরাবে।
আফগানিস্তানে স্বাধীনভাবে কাজ করা মানবাধিকার সংগঠনের দাবি, ফেব্রুয়ারি মাসে শান্তি চুক্তির পর দেশটিতে মোট ৮৮০টি হিংসাত্মক ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন এক হাজার ২১৩ জন সাধারণ মানুষ। আহত হয়েছেন এক হাজার ৭৪৪ জন। তবে বুধবারের ঘটনা সবকিছু ছাপিয়ে গেছে। সূত্র: আল জাজিরা, ডিডব্লিউ।

/এমপি/
সম্পর্কিত
‘সরকারকে যারা চাপ দেবে তারা নিজেরাই যথেষ্ট চাপে রয়েছে’
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’ প্রতিনিধি দলের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন
সর্বশেষ খবর
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
কঙ্গোর বাস্তুচ্যুত শিবিরে হামলা, নিহত ৯
কঙ্গোর বাস্তুচ্যুত শিবিরে হামলা, নিহত ৯
প্রতীক বরাদ্দের আগেই পোস্টার ও প্রচারণা
প্রতীক বরাদ্দের আগেই পোস্টার ও প্রচারণা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা