X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

প্রত্যর্পণ চুক্তি বাতিলের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপের ঘোষণা চীনের

বিদেশ ডেস্ক
২৮ জুলাই ২০২০, ২২:৪৯আপডেট : ২৮ জুলাই ২০২০, ২২:৫৪

নতুন জাতীয় নিরাপত্তা আইন প্রণয়নের জেরে হংকংয়ের সঙ্গে সন্দেহভাজন অপরাধী প্রত্যর্পণ চুক্তি বাতিল করায় যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে চীন। এসব দেশের বিরুদ্ধে বেইজিংয়ের অভ্যন্তরীণ বিষযে ‘নির্লজ্জ হস্তক্ষেপের’ অভিযোগ তুলেছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। ওয়াং ওয়েনবিন বলেন, পাল্টা পদক্ষেপ হিসেবে হংকং-ও এসব দেশের সঙ্গে থাকা প্রত্যর্পণ চুক্তি বাতিল করবে। পশ্চিমা তিনটি দেশ হংকংয়ের সঙ্গে চুক্তি বাতিলের পর একই পদক্ষেপ নিয়েছে নিউ জিল্যান্ডও। চীন বলছে, তাদের বিরুদ্ধেও পাল্টা পদক্ষেপ নেওয়ার অধিকার বেইজিংয়ের রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন

গত ১ জুলাই থেকে স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ের জন্য নতুন জাতীয় নিরাপত্তা আইন প্রবর্তন করেছে বেইজিং। এই আইনের মাধ্যমে নির্দিষ্ট কিছু অপরাধের বিচারের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে চীনের হাতে তুলে দিতে পারবে হংকং কর্তৃপক্ষ। সমালোচকেরা বলছেন, এই আইনের কারণে অঞ্চলটির গণতন্ত্রপন্থী কর্মীদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার সুযোগ পাবে চীন।

আইনটি কার্যকরের পর থেকেই পশ্চিমা দেশগুলো চীনের কঠোর সমালোচনা শুরু করে। হংকংয়ের সঙ্গে আগে থেকেই সচল থাকা প্রত্যর্পণ চুক্তি বাতিল করে পরপর তিনটি দেশ। এসব চুক্তি অনুযায়ী পরস্পরের মধ্যে সন্দেহভাজন অপরাধীদের বিনিময় করার সুযোগ ছিল। তবে নতুন আইন কার্যকর হওয়ার পর দেশগুলো মনে করছে ওই আইনের মাধ্যমে এখন থেকে সন্দেহভাজন ব্যক্তিকে চীনা কর্তৃপক্ষের কাছে তুলে দিতে পারে হংকং। সর্বশেষ চতুর্থ দেশ হিসেবে মঙ্গলবার প্রত্যর্পণ চুক্তি বাতিলের ঘোষণা দেয় নিউ জিল্যান্ড।

মঙ্গলবার বেইজিংয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, ‘কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য রাজনৈতিকভাবে বিচারিক সহায়তা নষ্ট করেছে- এই ভুল পদক্ষেপ এ ধরণের সহায়তার শর্তকে ক্ষতিগ্রস্থ করেছে এবং বিচার ও আইনের শাসন সমুন্নত রাখার উদ্দেশ্য থেকে তাদের বিচ্যুত করেছে।’ ‘আর সেকারণেই চীন সিদ্ধান্ত নিয়েছে বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংও কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের সঙ্গে থাকা সন্দেহভাজন অপরাধী সমর্পণ এবং অপরাধ সংক্রান্ত বিষয়ে পারস্পারিক চুক্তি বাতিল করবে’, বলেন তিনি।

কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও নিউজিল্যান্ড গোয়েন্দা তথ্য বিনিময়কারী পাঁচটি দেশের জোট ‘ফাইভ আইস’ এর সদস্য। এরা প্রত্যেকেই হংকংয়ের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি বাতিল করেছে। জোটের অপর দেশ যুক্তরাষ্ট্রও তা বাতিল করতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে। ইতোমধ্যে ওয়াশিংটন হংকংকে দিয়ে আসা বিশেষ বাণিজ্যিক সুবিধা প্রত্যাহার করে নিয়েছে।

/জেজে/
সম্পর্কিত
‘বৈধ পথে রেমিট্যান্স পাঠালে প্রণোদনা ৩ শতাংশ বিবেচনা করা হবে’
তাইওয়ানের কাছাকাছি আবারও সামরিক কার্যকলাপ চালালো চীন
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
সর্বশেষ খবর
‘উপজেলা নির্বাচনে এমপিদের প্রভাব খাটানোর প্রমাণ পেলে আইনি ব্যবস্থা’
‘উপজেলা নির্বাচনে এমপিদের প্রভাব খাটানোর প্রমাণ পেলে আইনি ব্যবস্থা’
দেবিদ্বারে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
দেবিদ্বারে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ পাচ্ছে ২৯ প্রতিষ্ঠান
‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ পাচ্ছে ২৯ প্রতিষ্ঠান
মানবিক সমাজ বিনির্মাণে তরুণদের জ্ঞানকে কাজে লাগাতে হবে: স্পিকার
মানবিক সমাজ বিনির্মাণে তরুণদের জ্ঞানকে কাজে লাগাতে হবে: স্পিকার
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা