X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

তিনটি ভ্যাকসিন নিয়ে পরীক্ষা চলছে: মোদি

বিদেশ ডেস্ক
১৫ আগস্ট ২০২০, ১৩:৫৩আপডেট : ১৫ আগস্ট ২০২০, ১৫:৪৫
image

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন তার দেশে করোনাভাইরাসের ৩টি ভ্যাকসিন নিয়ে বিভিন্ন পরীক্ষা চলছে। এসব পরীক্ষা সফল হলে এবং বিজ্ঞানীদের কাছ থেকে অনুমোদন পেলে দ্রুতই উৎপাদন শুরু হবে। শনিবার (১৫ আগস্ট) লালকেল্লা থেকে দেওয়া ভাষণে মোদি আরও জানান, প্রত্যেক ভারতীয়ের জন্য এ ভ্যাকসিন সহজলভ্য করতে এরইমধ্যে রোডম্যাপ প্রস্তুত করে রাখা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

মোদি

শনিবার ৭৪ তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত। দিনটি উপলক্ষে ঐতিহাসিক লালকেল্লা থেকে ভাষণ দেন মোদি। এ নিয়ে লালকেল্লা থেকে তিনি সপ্তমবারের মতো ভাষণ দিলেও, এ বছরের পরিস্থিতি অন্যবারের চেয়ে ভিন্ন। করোনা পরিস্থিতিতে খুব কম সংখ্যক অতিথিদের নিয়ে এই বিশেষ অনুষ্ঠানটি উদযাপন করা হয়। ভাষণে মোদি বলেন, ‘আপাতত ৩টি ভ্যাকসিন নিয়ে বিভিন্ন পর্যায়ে পরীক্ষা চলছে। বিজ্ঞানীরা এ নিয়ে সবুজ সংকেত দিলেই আমরা এর উৎপাদন শুরু করবো। তবে তার আগে আমরা এবিষয়ে নির্দিষ্ট পরিকল্পনা করে প্রস্তুত হয়ে থাকছি। এই ভ্যাকসিন কীভাবে প্রতিটি ভারতীয়ের কাছে সবচেয়ে কম সময়ে পৌঁছাবে- তা নিয়ে আমাদের কাছে একটি রোডম্যাপও প্রস্তুত রয়েছে।’

মোদি আরও ঘোষণা করেন যে, শিগগিরই একটি জাতীয় ডিজিটাল হেলথ মিশন ঘোষণা করা হবে, যার মাধ্যমে প্রতিটি নাগরিক একটি স্বাস্থ্য আইডি পাবেন।
জাতীয় ডিজিটাল হেলথ মিশন প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদি বলেন: ‘প্রত্যেক ভারতীয় এবার একটি করে স্বাস্থ্য আইডি কার্ড পাবেন। যতবার আপনি কোনও চিকিৎসক বা কোনও ওষুধের দোকানে যাবেন, ততবারই আপনার প্রোফাইলে থাকা এই জাতীয় কার্ডটিতে সমস্ত বিষয়গুলো নথিভুক্ত করা হবে। এই কার্ডটির ফলে আপনার নিজের স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শের জন্য চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে ওষুধ গ্রহণের পরামর্শ পর্যন্ত সব কিছুই আপনার স্বাস্থ্য প্রোফাইলে নথিভুক্ত হয়ে যাবে।’

করোনা পরিস্থিতি সম্পর্কে মোদি বলেন, ‘আমরা এক অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এই মহামারির আতঙ্কেই আজ আমরা লালকেল্লার এই অনুষ্ঠানে কোনও শিশুকে দেখতে পাচ্ছি না। পুরো জাতির পক্ষ থেকে, আমি সমস্ত করোনা যোদ্ধাদের তাদের প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানাতে চাই। স্বাস্থ্যকর্মী থেকে চিকিৎসক এবং নার্সরা, প্রত্যেকে জাতির সেবায় অক্লান্ত পরিশ্রম করেছেন।’

/এফইউ/
সম্পর্কিত
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত
নিজ্জার হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ