X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

পুলিশি হত্যার প্রতিবাদে উত্তাল কলম্বিয়া, নিহত ৭

বিদেশ ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২০, ১১:৩০আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ১১:৩০

করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ অমান্যের অভিযোগে আটক ৪৬ বছর বয়সী এক ব্যক্তির পুলিশ হেফাজতে মৃত্যুকে ঘিরে উত্তাল হয়ে উঠেছে কলম্বিয়া। বুধবার শুরু হওয়া ওই বিক্ষোভ বৃহস্পতিবারও অব্যাহত থাকে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, এসব বিক্ষোভ ও সহিংসতায় অন্তত সাত জন নিহত ও দেড় শতাধিক মানুষ আহত হয়েছে। পুলিশ হেফাজতে হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে কলম্বিয়া

করোনাভাইরাসের কারণে মার্চের শেষ থেকে কলম্বিয়ায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। প্রায় ছয় মাস পর ১৫ দিন আগে কঠোরতা কিছুটা শিথিল করা হয়। বিধিনিষেধ অমান্যের অভিযোগে বুধবার ভোরে জেভিয়ার হাম্বারতো অরডোনেজ নামের ওই আইনজীবীকে আটক করে পুলিশ। তার সঙ্গে থাকা এক বন্ধুর পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, পুলিশ হাঁটু দিয়ে তার গলা চেপে ধরেছে আর দুই সন্তানের পিতা অরডোনেজ গলা বন্ধ হয়ে যাচ্ছে বলে চিৎকার করে ছেড়ে দেওয়ার অনুরোধ করছেন। পরে তাকে আটক করে নিয়ে যায় পুলিশ। পরিবারের সদস্যদের অভিযোগ হেফাজতে নেওয়ার পরও তাকে নির্যাতন করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তার।

ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর বুধবার বিকেল থেকেই কলম্বিয়ার রাজধানী বোগোতার রাজপথে নামতে শুরু করে মানুষ। কিছুক্ষণের মধ্যেই পুড়িয়ে দেওয়া হয় একটি অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের থানাটি। তারপরও ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকে বিক্ষোভ ও সহিংসতা। বৃহস্পতিবার সকাল পর্যন্তও বিস্তৃত হতে থাকে এসব সহিংসতা ও বিক্ষোভ। রাজধানী ছাড়াও মেদেলিন, পেরেইদা, ইবাগ শহরেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এসব শহরের থানাতেও হামলার ঘটনা ঘটে।

পুলিশের বর্বরতাকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছেন বোগোতার মেয়র ক্লদিয়া লোপেজ। একই সঙ্গে বোগোতায় সহিংসতারও নিন্দা জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘গতকাল পুলিশের নিপীড়নে এক নাগরিকের মৃত্যুর জেরে যৌক্তিক কারণে বেদনা আর বিক্ষোভে ফেটে পড়ে। কিন্তু আজ কেবল একজন নয় তিন জন নিহত হয়েছে। বিক্ষোভ আর সহিংসতার বিস্তারে নিহত হয়েছে তারা...বোগোতা ধ্বংস করলেই পুলিশ ঠিক হয়ে যাবে না।’

পরে কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী কার্লোস হোমস ত্রুজিলো জানান, বৃহস্পতিবারের দাঙ্গায় বোগোতায় সাত জন নিহত হয়েছে আর দেশ জুড়ে দেড়শ’র বেশি বেসামরিক নাগরিক ও পুলিশ সদস্য আহত হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৮
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
সর্বশেষ খবর
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন, দেখে দুদক বললো ‘নিম্নমানের কাজ’
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন, দেখে দুদক বললো ‘নিম্নমানের কাজ’
আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ার সাজেদুলের অভিষেক
আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ার সাজেদুলের অভিষেক
দাবদাহে স্থবির চুয়াডাঙ্গার জনজীবন
দাবদাহে স্থবির চুয়াডাঙ্গার জনজীবন
বানিয়ে ফেলুন আমের কাশ্মিরি আচার
বানিয়ে ফেলুন আমের কাশ্মিরি আচার
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে