X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

বিছানা থেকে নামতে পারছেন পুতিনবিরোধী নাভালনি

বিদেশ ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২০, ০০:৪৭আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ১২:০৭

বিষক্রিয়ায় আক্রান্ত রাশিয়ার বিরোধীদলীয় নেতা আলেক্সাই নাভালনিকে ভেন্টিলেশন থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এখন তিনি নিজের বিছানা থেকে নামতেও পারছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর এই সমালোচককে চিকিৎসা দেওয়া জার্মানির বার্লিন শহরের চ্যারিতে হাসপাতাল সোমবার (১৪ সেপ্টেম্বর) এক টুইট বার্তায় তার শারীরিক অবস্থার সর্বশেষ অবস্থা জানিয়েছে। এদিকে ফ্রান্স ও সুইডেনে চালানো পরীক্ষাতেও নাভালনির শরীরে বিষপ্রয়োগের প্রমাণ মিলেছে। বাতিল হয়ে গেছে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের মঙ্গলবারের নির্ধারিত বার্লিন সফর। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। বার্লিনের চ্যারিতে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আলেক্সাই নাভালনি

গত ২০ আগস্ট সকালে একটি ফ্লাইটে সাইবেরিয়ার টমস্ক থেকে মস্কোয় ফেরার সময়ে অসুস্থ হয়ে পড়েন আলেক্সাই নাভালনি। পরে বিমানটিকে জরুরি ভিত্তিতে সাইবেরিয়ার ওমস্কে অবতরণ করিয়ে তাকে সেখানকার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি কোমায় চলে যান। পরে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বার্লিনের চ্যারিতে হাসপাতালে। গত সপ্তাহে তিনি সাড়া দিতে শুরু করেন। বিষ প্রয়োগের প্রমাণ মেলার পর দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে একজোট হয়েছেন পশ্চিমা নেতারা। যুক্তরাজ্য ও জার্মানির পক্ষ থেকে বলা হয়েছে, হত্যাচেষ্টার স্পষ্ট প্রমাণ মেলার পর এবার রাশিয়াকেই এর জবাব দিতে হবে। মস্কো এই অভিযোগ অস্বীকার করে এলেও সম্প্রতি জার্মানিতে তদন্ত দল পাঠানোর ইচ্ছা প্রকাশ করেছে।

সোমবার এক টুইট বার্তায় বার্লিনের চ্যারিতে হাসপাতাল জানিয়েছে, আলেক্সাই নাভালনি বর্তমানে নড়াচড়া করেন এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারছেন আর স্বল্প সময়ের জন্য নিজের বিছানা থেকেও নামতে পারছেন। নাভালনির শারীরিক অবস্থার উন্নতি অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার আগে সার্বিয়ার স্থানীয় নির্বাচনে মিত্রদের পক্ষে প্রচারণা চালাতে যান আলেক্সাই নাভালনি। সোমবার ওই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে দেখা গেছে, সাইবেরিয়ার যে দুটি শহরে নাভালনি প্রচারণা চালিয়েছেন সেখানে তার মিত্ররা জয় পেয়েছেন। তবে সামগ্রিকভাবে বড় ব্যবধানে জয়ী হয়েছে প্রেসিডেন্ট পুতিনের ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টির প্রার্থীরা।

জার্মান সরকারের তরফে জানানো হয়েছে, ফ্রান্স ও সুইডেনের ল্যাবরেটরি পরীক্ষাতেও নাভালনির শরীরে নোভিচক নার্ভ এজেন্ট ব্যবহারের কথা পুনরায় নিশ্চিত হওয়া গেছে। এর আগে জার্মানিতে চালানো পরীক্ষায়ও ওই এজেন্ট ব্যবহারের প্রমাণ মেলে। তবে ক্রেমলিনের তরফে অভিযোগ তোলা হয়, এই পরীক্ষার ফলাফল বানোয়াট আর সে কারণেই বিস্তারিত তথ্য রুশ সরকারের কাছে হস্তান্তর করতে চাইছে না বার্লিন। সোমবার ফ্রান্স ও সুইডেনের পরীক্ষাতে একই ফলাফল পাওয়ার পর জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস বলেন, তিনি আশা করেন এরপর আর ফলাফল বানোয়াট বলে তার দেশের সমালোচনা হবে না।

ফ্রান্সের ল্যাবরেটরি পরীক্ষার পর দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো টেলিফোনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেন। ম্যাঁক্রনের কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, পুতিন তাকে বলেছেন, তার নির্দেশে নাভালনির ওপর বিষ প্রয়োগের অভিযোগ ভিত্তিহীন এবং মেডিক্যাল পরীক্ষার বিস্তারিত তথ্য তাদের কাছে হস্তান্তর করতে জার্মানির প্রতি জানানো আহ্বান পুনর্ব্যক্ত করেন। ক্রেমলিন বলছে, নাভালনির ওপর বিষ প্রয়োগের ঘটনায় নিজস্ব তদন্ত চালানো হচ্ছে আর অন্য দেশের চাপের কাছে তারা নতি স্বীকার করবে না।

এদিকে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের মঙ্গলবার বার্লিন সফরের কথা থাকলেও দেশটির সংবাদমাধ্যম সফর বাতিল হয়ে যাওয়ার কথা জানিয়েছে। আলোচনার জন্য ওই সফরের কথা থাকলেও পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে রুশ সংবাদমাধ্যম জানিয়েছে, জার্মানির তরফে সময়সূচি বদলানোর কারণে সফরটি বাতিল করা হয়েছে।

/জেজে/বিএ/এমওএফ/
সম্পর্কিত
চীন সফরের পরিকল্পনা করেছেন পুতিন
রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে পারে ইউক্রেন: গোয়েন্দা কর্মকর্তা
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়াতে চায় রাশিয়া
সর্বশেষ খবর
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা