X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বলিভিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২০, ১৭:৪৮আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ১৭:৪৯

আগামী মাসে অনুষ্ঠিতব্য বলিভিয়ার প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট জেনাইন আনিয়েজ। সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেস বিরোধী ভোট ভাগাভাগি হয়ে যাওয়ার শঙ্কায় এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক ভিডিও বার্তায় তিনি প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। বলিভিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট জেনাইন আনিয়েজ

২০১৯ সালের অক্টোবরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে অনিয়মের অভিযোগ ওঠার পর বলিভিয়ায় শুরু হয় সহিংস বিক্ষোভ। এর জেরে এক সময় সেনাবাহিনীর চাপের মুখে মেক্সিকোতে নির্বাসনে যেতে বাধ্য হন দেশটির প্রথম আদিবাসী প্রেসিডেন্ট ইভো মোরালেস। পরে অন্তবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন কনজারভেটিভ সিনেটর জেনাইন আনিয়েজ।

বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় জেনাইন আনিয়েজ বলেন, ‘গণতন্ত্রের স্বার্থে আজ আমি বলিভিয়ার প্রেসিডেন্ট প্রার্থীতা থেকে সরে দাঁড়াচ্ছি।’ কারণ হিসেবে তিনি বলেন, একাধিক প্রার্থীর মধ্যে ভোট ভাগ হয়ে মোরালেসের দল মুভমেন্ট ফর স্যোশালিজমের (এমএএস) প্রার্থী বিজয়ী হয়ে যেতে পারার আশঙ্কার কথা উল্লেখ করেন। এমএস বিরোধী প্রার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা ঐক্যবদ্ধ না হলে মোরালেস ফিরে আসবে। আমরা ঐক্যবদ্ধ না হলে গণতন্ত্র হেরে যাবে।’

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় আগামী ১৮ অক্টোবর প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঠিক হয়েছে। বেশ কয়েকটি জনমত জরিপে ইঙ্গি পাওয়া যাচ্ছে প্রথম রাউন্ডের নির্বাচনে এমএএস প্রার্থী লুইজ আরসেই জিততে যাচ্ছেন। দেশটির আইন অনুযায়ী, প্রথম রাউন্ডের নির্বাচনে শীর্ষে থাকা প্রার্থী যদি মোট ভোটের ৪০ শতাংশ বা তার বেশি পান, এবং নিকটতম প্রতিদ্বন্দ্বির সঙ্গে তার ব্যবধান ১০ শতাংশ বা এর বেশি হয়; তাহলেই আর দ্বিতীয় রাউন্ডের ভোটের প্রয়োজন পড়বে না।

/জেজে/
সম্পর্কিত
লাতিন আমেরিকায় এক বছরে ১২৬ অ্যাক্টিভিস্ট নিহত
হাইতির প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার হুমকি গ্যাং লিডারের
ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক করলেন লুলা
সর্বশেষ খবর
মিল্টন সমাদ্দারের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ডিবি
মিল্টন সমাদ্দারের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ডিবি
পদ্মশ্রী পাওয়া শিল্পী এখন দিনমজুর!
পদ্মশ্রী পাওয়া শিল্পী এখন দিনমজুর!
সিলেটে এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার মিট
সিলেটে এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার মিট
ডি মারিয়ার সঙ্গে চুক্তির গুঞ্জনে যা বললেন মায়ামি কোচ
ডি মারিয়ার সঙ্গে চুক্তির গুঞ্জনে যা বললেন মায়ামি কোচ
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়