X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

গ্রিসের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আপত্তি নেই এরদোয়ানের

বিদেশ ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২০, ০৬:০৪আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ০৬:০৬

গ্রিসের সঙ্গে তুরস্কের তীব্র বিরোধ সত্ত্বেও গ্রিক প্রধানমন্ত্রী কাইরিয়াকোস মিতসোকাতিস-এর সঙ্গে বৈঠকে কোনও আপত্তি নেই আঙ্কারার। শুক্রবার জুমার নামাজের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিজ প্রশাসনের এমন অবস্থানের কথা জানান তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। রজব তাইয়্যেব এরদোয়ান

এরদোয়ান বলেন, গ্রিক প্রধামন্ত্রীর সঙ্গে বৈঠকে আমাদের কোনও সমস্যা নেই। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সেখানে আমরা কী নিয়ে আলোচনা করবো এবং কিসের আলোকে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এক মাসেরও বেশি সময় ভূমধ্যসাগরে অবস্থানের পর সম্প্রতি আনাতোলিয়া বন্দরে ফিরে যায় ভূমধ্যসাগরে গ্যাস অনুসন্ধানে নিয়োজিত তুর্কি জাহাজ ওরুচ রেইস। এ নিয়েও কথা বলেন এরদোয়ান। তিনি বলেন, যথেষ্ট চিন্তাভাবনা করেই জাহাজটি ফিরিয়ে আনা হয়েছে। রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কিছু কাজ শেষে এটিকে আবারও ভূমধ্যসাগরে নামানো হবে।

এদিকে পূর্ব ভূমধ্যসাগর পরিস্থিতি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি এ নিয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এ নিয়ে আলোচনা হয়েছে। অন্যদিকে তুরস্কের সঙ্গে বিবাদের মধ্যেই সামরিক সক্ষমতা বাড়ানোর ঘোষণা দিয়েছে গ্রিস। দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিস জানিয়েছেন, তার দেশ উল্লেখযোগ্য সংখ্যক সামরিক সরঞ্জাম ক্রয় করবে। এর মধ্যে ফ্রান্সের তৈরি ১৮টি রাফাল যুদ্ধবিমান, চারটি ফ্রিগেট এবং চারটি নেভি হেলিকপ্টারও রয়েছে।

আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ইউরোপীয় কাউন্সিলের বৈঠকের শীর্ষ এজেন্ডায় রয়েছে তুরস্ক ও গ্রিসের মধ্যকার বিবাদের বিষয়টি। ফ্রান্স ও গ্রিসের মতো দেশগুলো তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য সংস্থাটির ওপর চাপ প্রয়োগ করছে।

পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের অশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান কার্যক্রমে গ্রিস ও সাইপ্রাস আপত্তি তুললে এ উত্তেজনা তৈরি হয়। এটি ক্রমেই আরও জটিল আকার ধারণ করছে। সূত্র: ডেইলি সাবাহ, বিবিসি।

/এমপি/
সম্পর্কিত
অর্থনীতি চাঙা করতে গাঁজা চাষে ঝুঁকছে পাকিস্তান
হামাসের সংশোধিত প্রস্তাব গাজায় যুদ্ধবিরতি অচলাবস্থা ভাঙতে পারে: যুক্তরাষ্ট্র
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
সর্বশেষ খবর
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
কদমতলীতে গলায় ফাঁস লেগে দশ বছরের শিশুর মৃত্যু
কদমতলীতে গলায় ফাঁস লেগে দশ বছরের শিশুর মৃত্যু
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
আজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাআজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার