X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

জাতিসংঘে মোদির আক্ষেপ

বিদেশ ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২০, ২১:২৬আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ০৮:২৮

জাতিসংঘের সিদ্ধান্ত গ্রহণকারী সর্বোচ্চ ফোরাম নিরাপত্তা পরিষদে ভারতকে যুক্ত করার জোরালো তাগিদ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে তিনি প্রশ্ন রাখেন, ‘আর কতদিন আমাদের অপেক্ষা করতে হবে? মোদি বলেন, সময়ের সঙ্গে তাল মেলাতে জাতিসংঘের সংস্কার প্রয়োজন। ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। নরেন্দ্র মোদি

জাতিসংঘের সিদ্ধান্ত গ্রহণকারী সর্বোচ্চ ফোরাম নিরাপত্তা পরিষদ। কেবল এই ফোরামের নেওয়া সিদ্ধান্ত মানতে আইনগতভাবে বাধ্য সব সদস্য দেশ। ১৫ সদস্যের ফোরামটির স্থায়ী সদস্য পাঁচটি দেশ হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া এবং ফ্রান্স। কেবল এই দেশগুলোরই যে কোনও সিদ্ধান্তের বিরুদ্ধে ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে।

ভারত এখন পর্যন্ত সাতটি মেয়াদে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে ভূমিকা রেখেছে। ২০২১ সালের ১ জানুয়ারি থেকে দুই বছরের জন্য আরেক মেয়াদের জন্যও ইতোমধ্যে নির্বাচিত হয়েছে দেশটি। অস্থায়ী সদস্য হিসেবে ভূমিকা রাখলেও এবার স্থায়ী সদস্য হওয়ার জোরালো আকাঙ্ক্ষা প্রকাশ করলেন দেশটির প্রধানমন্ত্রী।

সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘আমরা যখন দুর্বল ছিলাম, তখন দুনিয়ার জন্য সমস্যা তৈরি করিনি। আবার যখন শক্তিশালী হয়ে গেলাম তখনও বিশ্বের বোঝা হইনি। কোন পর্যন্ত অপেক্ষা করতে হবে? জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ভারত সেনা পাঠিয়েছে আর প্রাণ হারিয়েছে সবচেয়ে বেশি সেনা।’

নরেন্দ্র মোদি বলেন, ‘জাতিসংঘের আদর্শ আর ভারতের মৌলিক আদর্শ একই রকম। জাতিসংঘ মিলনায়তনে বহুবার প্রতিধ্বনিত হয়েছে বাশুদেব কুটুমবাকাম (বিশ্ব একটি পরিবার)। ভারত সবসময়ই বিশ্বের মঙ্গলের কথা ভেবেছে।’ ভিডিও লিঙ্কের মাধ্যমে দেওয়া বক্তব্যে নরেন্দ্র মোদি বলেন, ভারতের ১৩০ কোট জনগণ এখনও জাতিসংঘের আদর্শের প্রতি বিশ্বাস রাখে তবে বর্তমান যুগে প্রাসঙ্গিক থাকতে বিশ্ব সংস্থাটিতে পরিবর্তন আনা প্রয়োজন। তিনি বলেন, জাতিসংঘে সংস্কার প্রয়োজন আর সেই সংস্কার কখন হবে তার অপেক্ষায় আছে ভারত।

/জেজে/বিএ/
সম্পর্কিত
কাঁটাতার পেরিয়ে ভোট দিলেন তারা
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
আমি মুসলিম ও ইসলামবিরোধী নই: মোদি
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট