X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

বাইডেনের ঝুড়িতে সম্ভাব্য ৬৯ ইলেক্টোরাল ভোট, ট্রাম্পের ৩৩

বিদেশ ডেস্ক
০৪ নভেম্বর ২০২০, ০৭:৩৬আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ০৯:০৭

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল আসতে শুরু করেছে। মার্কিন সংবাদমাধ্যম এপি-র প্রজেকশন অনুযায়ী, এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে সাত রাজ্যে বিজয়ী হয়েছেন ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন। অন্যদিকে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জিতেছেন চারটি রাজ্যে। সাত রাজ্যে বাইডেনের প্রাপ্ত মোট ইলেক্টোরাল ভোটের সংখ্যা ৬৯। আর চার রাজ্যে তার প্রাপ্ত মোট ইলেক্টোরাল ভোটের সংখ্যা ৩৩। বাইডেনের ঝুড়িতে সম্ভাব্য ৬৯ ইলেক্টোরাল ভোট, ট্রাম্পের ৩৩

প্রত্যাশিতভাবেই কানেকটিকাট (৭ ইলেক্টোরাল ভোট), ডেলাওয়্যার (৩ ইলেক্টোরাল ভোট), ইলিনয় (২০ ইলেক্টোরাল ভোট), মেরিল্যান্ড (১০ ইলেক্টোরাল ভোট), ম্যাসাচুসেটস (১১ ইলেক্টোরাল ভোট), নিউ জার্সি (১৪ ইলেক্টোরাল ভোট) ও রোড আইল্যান্ডে (৪ ইলেক্টোরাল ভোট) জয় পেয়েছেন জো বাইডেন। অন্যদিকে আলাবামা (৯ ইলেক্টোরাল ভোট), মিসিসিপি (৬ ইলেক্টোরাল ভোট), ওকলাহোমা (৭ ইলেক্টোরাল ভোট) ও টেনেসি-তে (১১ ইলেক্টোরাল ভোট) জয় পেয়েছেন ট্রাম্প। উল্লেথ্য, বাইডেন ও ট্রাম্প উভয়ের জন্যই এই ১১ অঙ্গরাজ্যের ফলে অপ্রত্যাশিত কিছু নেই। যেখানে যার জয় পাওয়ার কথা, সেখানে তিনিই জিততে যাচ্ছেন। 

হোয়াইট হাউসে যেতে একজন প্রার্থীকে ২৭০টি ইলেক্টোরাল ভোট পেতে হবে। সেক্ষেত্রে অ্যারিজোনা, আইওয়া, জর্জিয়া, ফ্লোরিডা, মিশিগান, নর্থ ক্যারোলিনা, পেনসিলভেনিয়া, টেক্সাস ও উইসকনসিনকে গুরুত্বপূর্ণ আসন হিসেবে বিবেচনা করা হয়। এই দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর ফলের ভিত্তিতেই নির্ধারিত হবে; কে হচ্ছেন আগামীর প্রেসিডেন্ট। 
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা ৭টার মধ্যে অনেকগুলো অঙ্গরাজ্যে ভোটগ্রহণ বন্ধ হয়ে যাবে। ব্যাটলগ্রাউন্ড ওহাইয়ো ও নর্থ ক্যারোলাইনাতে সাড়ে সাতটার মধ্যে এবং পরবর্তী পাঁচ ঘণ্টার মধ্যে বন্ধ হবে বেশিরভাগ ভোটকেন্দ্র। সবশেষে ভোটকেন্দ্র বন্ধ হবে আলাস্কাতে। সেখানে স্থানীয় সময় বুধবার রাত ১টায় ভোটগ্রহণ শেষ হবে।

মঙ্গলবার ভোটের দিনের আগেই ১০ কোটি ২ লাখ মানুষ আগাম ভোট দিয়েছেন। যা ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের মোট ভোটারের ৭৩ শতাংশ। ইলেকশন প্রজেক্টের জন্য তথ্য সংগ্রহকারী ইউনিভার্সিটি অব ফ্লোরিডার অধ্যাপক মাইকেল পি. ম্যাকডোনাল্ড জানিয়েছেন, এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি হতে পারে ৬৭ শতাংশ। এমনটি হলে এক শতাব্দীর বেশি সময়ের মধ্যে দেশটির সর্বোচ্চ ভোটার উপস্থিতির রেকর্ড হবে।

/এমপি/বিএ/
সম্পর্কিত
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ইসরায়েল কি যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হবে?
এ বছর পুলিৎজার পেলো ৩ সংবাদমাধ্যম
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট