X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৬ বৈশাখ ১৪৩১

আবারও মার্কিন কর্মকর্তার তাইওয়ান সফর, ক্ষুব্ধ চীন

বিদেশ ডেস্ক
২০ নভেম্বর ২০২০, ১৬:৩৯আপডেট : ২০ নভেম্বর ২০২০, ১৬:৪৬
image

চীনের ক্ষোভ বাড়িয়ে দিয়ে আবারও তাইওয়ান সফরে যাচ্ছেন জ্যেষ্ঠ এক মার্কিন কর্মকর্তা। শুক্রবার (২০ নভেম্বর) স্বায়ত্তশাসিত এ দ্বীপ অঞ্চলটির প্রধানমন্ত্রী সু সেং চ্যাং জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের পরিবেশগত সুরক্ষা সংস্থার (ইপিএ) মন্ত্রিপরিষদ পর্যায়ের প্রধান অ্যান্ড্রু হুইলার শিগগিরই তাইওয়ান সফর করবেন। গত আগস্ট থেকে তৃতীয় কোনও জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার তাইওয়ান সফর এটি। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

আবারও মার্কিন কর্মকর্তার তাইওয়ান সফর, ক্ষুব্ধ চীন

করোনা মহামারি, বাণিজ্যযুদ্ধসহ নানা ইস্যুতে কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা চলছে। এছাড়া তাইওয়ান এবং দক্ষিণ চীন সমুদ্র ইস্যুতে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে বিভেদ দিন দিন বাড়ছেই। এর মধ্যেই গত আগস্টে তাইপে সফর করেন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী অ্যালেক্স আজার। এরপর সেপ্টেম্বরে তাইওয়ান সফর করেন মার্কিন পররাষ্ট্র দফতরের আন্ডারসেক্রেটারি কেইথ ক্রাচ। প্রত্যেকবারই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন। তািইওয়ানের কাছাকাছি যুদ্ধবিমান নিয়ে মহড়াও চালিয়েছে দেশটি।

শুক্রবার তাইওয়ানের প্রধানমন্ত্রী সু সেং চ্যাং সাংবাদিকদের বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ এর আমন্ত্রণে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্রের পরিবেশগত সুরক্ষা সংস্থার প্রধান তাইওয়ানে আসবেন। পরিবেশগত সুরক্ষা ইস্যুতে আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক সহযোগিতার ব্যাপারে দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেবেন তিনি।’

যুক্তরাষ্ট্র- তাইওয়ান সম্পর্ক ক্রমাগত জোরালো হচ্ছে উল্লেখ করে সু সেং আরও বলেন, ‘এ সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও মজবুত হবে’।

তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত বছর হুইলারকে আমন্ত্রণ জানিয়েছিলেন উ। এ ব্যাপারে যথাযথ সময়ে বিস্তারিত জানানো হবে বলে উল্লেখ করেছে মন্ত্রণালয়।

এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যকার যেকোনও আনুষ্ঠানিক আদান-প্রদানের বিরোধিতা করে বেইজিং। তাইওয়ান ইস্যুটিকে স্পর্শকাতর হিসেবে মেনে নিতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানানো হয়েছে।

লিজিয়ান বলেন, ‘পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তার উপর ভিত্তি করে উপযুক্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ নেবে চীন।’

/এফইউ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৯ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৯ মে, ২০২৪)
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
পিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চ্যাম্পিয়নস লিগপিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এবার কি ফুটপাত দখলমুক্ত হবে?
এবার কি ফুটপাত দখলমুক্ত হবে?