X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

চীনকে হুঁশিয়ার করলেন ভারতীয় সেনাপ্রধান

বিদেশ ডেস্ক
১৫ জানুয়ারি ২০২১, ১৮:০৪আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ২০:৩০
image

সেনা দিবসের প্যারেডে উপস্থিত হয়ে চীনকে কড়া বার্তা দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল এম এম নারভানে। বলেছেন, সীমান্ত ইস্যুতে বারবার বেইজিংয়ের চোখ রাঙানি সহ্য করবে না দিল্লি। তার দাবি, ভারত রাজনৈতিকভাবে ও কূটনৈতিক স্তরে আলোচনার মাধ্যমে সীমান্তের সমস্যা মেটাতে চায়, আর সেটা ভারত ধৈর্যের সঙ্গে করছে। কেউ যেন সেই ধৈর্যের পরীক্ষা না নেয় বলে হুঁশিয়ার করেছেন নারভানে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গত বছরের জুন মাসে লাদাখের গালওয়ান ভ্যালিতে চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ান নিহত হন। চীনেরও বেশ কয়েকজন সেনা নিহত হয়েছে বলে ভারতের তরফে দাবি করা হলেও এ ব্যাপারে কোনও তথ্য প্রকাশ করেনি বেইজিং।

শুক্রবার (১৫ জানুয়ারি) সেনা দিবসের প্যারেডে অংশ নিয়ে সীমান্ত সংঘাতের প্রসঙ্গ টেনে আনেন ভারতীয় সেনাপ্রধান। জানান, লাদাখ ইস্যু নিয়ে মোট আটবার চীনের সেনাদের সঙ্গে বৈঠক করেছে ভারতীয় জওয়ানরা। তিনি বলেন, ‘সীমান্ত সমস্যা সমাধানে আমরা বদ্ধপরিকর। কিন্তু কেউ যেন সেই ধৈর্যের পরীক্ষা না নেয়। দেশের জন্য ভারতীয় সেনাদের গালওয়ানে আত্মবলিদান বিফলে যাবে না। ভারতীয় সেনাদের ওপর কোনও আঘাত সহ্য করা হবে না।’

এদিন নারভানে একইসঙ্গে পাকিস্তানের বারবার উসকানি ও সংঘর্ষ বিরতি লঙ্ঘনের প্রসঙ্গে বক্তব্য রেখেছেন। তিনি বলেন, সীমান্তের অন্য প্রান্তে আরও একটি দেশকে মোক্ষম জবাব দেওয়া হচ্ছে। ভারতীয় সেনাপ্রধানের অভিযোগ, ‘পাকিস্তান এখন পর্যন্ত সন্ত্রসাবাদকে মদত দিয়ে চলেছে। সীমান্তের ওপারে ৩০০-৪০০ জঙ্গি ঘাঁটি গেড়ে বসে রয়েছে। বিগত এক বছরে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে বারবার আক্রমণ করেছে। এমনকি ড্রোনের মাধ্যমে ভারতে বেআইনি অস্ত্রপাচারের চেষ্টা করেছে পাকিস্তান। '

/এফইউ/এমওএফ/
সম্পর্কিত
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
ব্রাজিলে শুরু ব্রিকস শীর্ষ সম্মেলন, অনুপস্থিত পুতিন ও শি
ভারতে রয়টার্সের এক্স অ্যাকাউন্ট বন্ধ, দায় অস্বীকার সরকারের
সর্বশেষ খবর
শেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ বললেন এনসিপি নেত্রী সামান্থা
শেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ বললেন এনসিপি নেত্রী সামান্থা
মাস্কের নতুন রাজনৈতিক দলকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প
মাস্কের নতুন রাজনৈতিক দলকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প
নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্বে ড্রাই ডক
নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্বে ড্রাই ডক
ঝুঁকিপূর্ণ স্কুল ভবনে পাঠদান চলছে ৭০০ শিক্ষার্থীর
ঝুঁকিপূর্ণ স্কুল ভবনে পাঠদান চলছে ৭০০ শিক্ষার্থীর
সর্বাধিক পঠিত
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে