X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ভ্যাকসিন কর্মসূচিতে সহায়তার আশ্বাস তালেবানের

বিদেশ ডেস্ক
২৭ জানুয়ারি ২০২১, ১৭:৫৮আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ১৭:৫৮
image

আফগানিস্তানে করোনা ভ্যাকসিন কর্মসূচিকে স্বাগত জানিয়েছে সে দেশের সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী তালেবান। এ কর্মসূচি চলার সময় স্বাস্থ্য কেন্দ্রগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছে তারা। তালেবানের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বাধীন আন্তর্জাতিক উদ্যোগ (কোভ্যাক্স)-এর পক্ষ থেকে আফগানিস্তানকে ১১২ মিলিয়ন ডলার তহবিল প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে। এ অনুদান দিয়ে ভ্যাকসিন কর্মসূচি চালাবে আফগান সরকার। এর আওতায় দেশটির তিন কোটি ৮০ লাখ জনসংখ্যার মধ্যে ২০ শতাংশকে টিকা দেওয়া সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

গত বছরের সেপ্টেম্বর থেকে আফগান সরকারের সঙ্গে তালেবানের শান্তি আলোচনা শুরু হলেও সহিংসতা অব্যাহত রয়েছে। ভ্যাকসিন কর্মসূচি নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। তবে সে শঙ্কা উড়িয়ে দিয়েছেন তালেবান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ। রয়টার্সকে তিনি বলেছেন, তার সংগঠন বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে টিকা কার্যক্রমকে স্বাগত জানাবে এবং সহযোগিতা প্রদান করবে।

উল্লেখ্য, সরকারি তথ্য অনুযায়ী, আফগানিস্তানে এ পর্যন্ত ৫৪ হাজার ৮৫৪ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ হাজার ৩৯০ জনের। তবে বিশেষজ্ঞরা মনে করেন, দেশটিতে প্রকৃত আক্রান্তের সংখ্যা আরও বেশি হবে। তাদের ধারণা, কম পরীক্ষা এবং সীমিত চিকিৎসা সুবিধার কারণে প্রকৃত চিত্র পাওয়া যাচ্ছে না।

কেবল কোভ্যাক্সই নয়, ভারতের কাছ থেকেও ভ্যাকসিন সহায়তা পাচ্ছে আফগানিস্তান। দেশটিকে ৫০ লাখ ডোজ করোনার টিকা উপহার হিসেবে দিচ্ছে দিল্লি। ভারতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আফগানিস্তান। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যারা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে তাদেরকে আগে টিকা দেওয়া হবে।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
সর্বশেষ খবর
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাছশূন্য ২০ কিলোমিটার সড়ক, তাপপ্রবাহে পথচারীদের দুর্ভোগ
গাছশূন্য ২০ কিলোমিটার সড়ক, তাপপ্রবাহে পথচারীদের দুর্ভোগ
প্রথমবার মেজর লিগ সকারের প্লেয়ার অব দ্য মান্থ মেসি
প্রথমবার মেজর লিগ সকারের প্লেয়ার অব দ্য মান্থ মেসি
গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৪১
গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৪১
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ