X
সোমবার, ১৩ মে ২০২৪
৩০ বৈশাখ ১৪৩১

ক্যাপিটলে সবাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন ট্রাম্প: প্রসিকিউটরদের দাবি

বিদেশ ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২১, ১৫:১০আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ১৫:১০
image

ক্যাপিটল হিলে সহিংসতার ঘটনায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ওঠা উসকানির অভিযোগ প্রমাণে সিনেটে নতুন ভিডিও উপস্থাপন করেছেন ডেমোক্র্যাটদলীয় প্রসিকিউটররা। ট্রাম্পের বিরুদ্ধে সিনেটে শুরু হওয়া অভিশংসন বিচার প্রক্রিয়ার অংশ হিসেবে এ আলামত সরবরাহ করা হয়েছে। প্রসিকিউটরদের দাবি, সাবেক প্রেসিডেন্ট এক্ষেত্রে ‘প্রধান উস্কানিদাতা’র ভূমিকা পালন করেছেন। ক্যাপিটল হিলের সবাইকে সেদিন তিনি মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের আইনসভা ক্যাপিটল ভবনে উগ্র ট্রাম্প-সমর্থকদের হামলার পর বিদায়ী প্রেসিডেন্টকে নির্ধারিত সময়ের আগেই পদ থেকে সরাতে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদে অভিশংসন প্রস্তাব উত্থাপন করে। ১৩ জানুয়ারি সে প্রস্তাবের পক্ষে বিপক্ষে ভোটাভুটি হয়। ২৩২-১৯৭ ভোটে পাস হয় প্রস্তাবটি। ১০ জন রিপাবলিকানও এতে সমর্থন দেন। এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো কংগ্রেসের নিম্ন কক্ষে অভিশংসিত হন ট্রাম্প। চূড়ান্ত অভিশংসনের জন্য প্রস্তাবটি এখন সিনেটে পাঠানো হয়েছে। সেখানে বিচারপ্রক্রিয়ার পর দুই-তৃতীয়াংশ ভোটে পাস করাতে হবে এটি। এর মানে হলো ট্রাম্পকে অভিশংসিত করতে হলে অন্তত ১৭ জন রিপাবলিকানের সমর্থন প্রয়োজন হবে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সিনেটররা প্রথম দিনের বিচারে বসেন। সেখানে দুই পক্ষকে ১৬ ঘণ্টা করে সময় দেওয়া হয় নিজেদের পক্ষে প্রমাণ উপস্থাপনের জন্য। প্রধান প্রসিকিউশন ম্যানেজার জেমি রাস্কিন দাবি করেন, গত মাসের সহিংসতায় ট্রাম্প কোনও "নিরাপরাধ দর্শক" ছিলেন না। বরং তিনি এর জন্য কয়েক মাস ধরে  সহিংসতাকারীদের প্রশংসা করেছেন, উৎসাহ দিয়েছেন এবং সহিংসতার ক্ষেত্র তৈরি করেছেন।

ডেমোক্র্যাট প্রসিকিউশন ম্যানেজাররা ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বিভিন্ন পোস্ট ও ক্লিপ ব্যবহার করে প্রমাণ করার চেষ্টা করেন যে তিনি কিভাবে সপ্তাহের পর সপ্তাহ ধরে ‘বড় ধরণের মিথ্যা’ প্রচারের চেষ্টা করেছেন।  দাবি করছিলেন যে তার কাছ থেকে নির্বাচনকে ছিনিয়ে নেওয়া হয়েছে।

৬ই জানুয়ারিতে ট্রাম্পের দেওয়া বক্তব্যের ফুটেজকে আলাদা আলাদা অংশে ভাগ করেছেন ডেমোক্র্যাটরা। এতে দেখানো হয়েছে যে তিনি কিভাবে ক্যাপিটল হিলে সহিংসতা চালানোর জন্য সমর্থকদের "উত্তেজিত" করে তুলেছিলেন। ট্রাম্প সমর্থক ওয়েবসাইটগুলোর স্ক্রিনশট প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছে। সেখানে দেখানো হয়েছে ট্রাম্পের বক্তব্য থেকে তার উগ্রপন্থী সমর্থকরা হামলার পূর্ব-পরিকল্পনা করতে উৎসাহ পেয়েছে। আইনপ্রণেতাদের ওপর সহিংস হওয়ার ইচ্ছার ব্যাপারে খোলাখুলিই কথা বলেছে তারা।

বুধবার যে ফুটেজ দেখানো হয় তার মধ্যে মোবাইলে ধারণকৃত ফুটেজও ছিল। যারা যুক্তি উপস্থাপন করছিলেন তারা বার বার বিচারক হিসেবে নিয়োজিত সিনেটরদের দৃষ্টি আকর্ষণ করছিলেন। ঘটনার দিন তাদের (বিচারকদের) মানসিক অবস্থা কেমন ছিল তা স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। কংগ্রেস সদস্য এরিক সোয়ালওয়েল এক সিনেটরকে বলেন যে, "যেখানে সহিংসতা তার থেকে মাত্র ৫৮ কদম দূরে ছিলেন আপনি।"

রিপ্রেজেনটেটিভ ডেভিড সিসিলিন বলেন, ‘আপনি যেখানে রয়েছেন সেখানেই হামলাকারীরা দাঁড়িয়ে ছিলেন...তারা এই স্থানকে অপবিত্র করেছিল এবং প্রেসিডেন্ট খুশি হয়েই বসে ছিলেন, আমাদের সহায়তায় তিনি কিছুই করেননি। রিপাবলিকানদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমাদের এটা ঠিক করতে হবে এবং আপনারা সেটা ঠিক করতে পারেন।’

আরেক রিপ্রেজেন্টেটিভ জোয়াকুইন ক্যাস্ট্রো বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প ক্যাপিটলে উপস্থিত থাকা সবাইকে মৃত্যুর মুখে ঠেলে গিয়েছিলেন।’

বৃহস্পতিবারও ডেমোক্র্যাট প্রসিকিউটররা তাদের যুক্তি-তর্ক উপস্থাপন করবেন। এরপর খুব শিগগিরই ট্রাম্পের আইনজীবীরা তার পক্ষে সিনেটে যুক্তি-তর্ক তুলে ধরবেন। তবে এরইমধ্যে তিনি দাবি করেছেন যে, তার বিরুদ্ধে বিচার রাজনৈতিকভাবে প্রভাবিত এবং অসাংবিধানিক।

/এফইউ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যে এরদোয়ানের দ্বৈত খেলা: ফিলিস্তিনের প্রশংসা করে ইসরায়েলকে সহায়তা
দেশে সংকট সৃষ্টির চেষ্টা চলছে: ওবায়দুল কাদের
আটলান্টায় বন্দুকযুদ্ধে সশস্ত্র ব্যক্তি নিহত, ৩ পুলিশ কর্মকর্তা আহত
সর্বশেষ খবর
আমরা সুন্দর একটি সম্পর্ক মেন্টেইন করি: জয়া আহসান
বাংলা ট্রিবিউনের দশম বর্ষপূর্তিআমরা সুন্দর একটি সম্পর্ক মেন্টেইন করি: জয়া আহসান
জাতীয় দলে খেলতে গেলে সাপোর্ট লাগে: ইমরুল  
জাতীয় দলে খেলতে গেলে সাপোর্ট লাগে: ইমরুল  
রাজধানীতে মাদকসহ গ্রেফতার ২৩
রাজধানীতে মাদকসহ গ্রেফতার ২৩
৫৫ কেজি স্বর্ণ চুরি: মামলার প্রতিবেদন ফের পেছালো
৫৫ কেজি স্বর্ণ চুরি: মামলার প্রতিবেদন ফের পেছালো
সর্বাধিক পঠিত
পাস করা ছাত্রছাত্রীদের ডিপ্লোমায় ভর্তির আহ্বান শিক্ষামন্ত্রীর
পাস করা ছাত্রছাত্রীদের ডিপ্লোমায় ভর্তির আহ্বান শিক্ষামন্ত্রীর
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সুপারিশ আর কার্যকর নেই: শিক্ষামন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সুপারিশ আর কার্যকর নেই: শিক্ষামন্ত্রী
বোন রেহানাকে নিয়ে নিক্সন চৌধুরীর বাসায় শেখ হাসিনা
বোন রেহানাকে নিয়ে নিক্সন চৌধুরীর বাসায় শেখ হাসিনা
রাজধানীতে ব্যবসায়ী দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা
রাজধানীতে ব্যবসায়ী দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা
ঈদের পর শনিবার স্কুল খোলা থাকছে না
ঈদের পর শনিবার স্কুল খোলা থাকছে না