X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ওবামার শেষ স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে বিভক্ত যুক্তরাষ্ট্রের হতাশা

বিদেশ ডেস্ক
১৩ জানুয়ারি ২০১৬, ১২:১১আপডেট : ১৩ জানুয়ারি ২০১৬, ১২:২১
image

স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দিচ্ছেন ওবামা যুক্তরাষ্ট্রকে রাজনৈতিকভাবে বিভক্ত অবস্থায় রেখেই ক্ষমতা ছাড়তে হবে বলে হতাশা প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মঙ্গলবার রাতে দেওয়া সবশেষ স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে এমন হতাশা প্রকাশ করেন তিনি।ভাষণে বিরোধিতাকে গণতন্ত্রেরই অনুষঙ্গ হিসেবে দেখবার অনুরোধ জানান তিনি।
২০০৮ সালে নির্বাচনি প্রচারণায় বারবারই যুক্তরাষ্ট্রের ঐক্যের ডাক দিয়েছিলেন ওবামা। তখন তিনি বলেছিলেন, আমরা আলাদা করে লাল কিংবা নীল রাষ্ট্র নই। আমরা যুক্তরাষ্ট্র।’
তবে তার দুই মেয়াদে ক্ষমতায় থাকার পর যুক্তরাষ্ট্রে রাজনৈতিক মেরুকরণ আরও দৃঢ় হয়েছে; এমন উপলব্ধির কথা জানালেন ওবামা। প্রেসিডেন্ট হিসেবে আর এক বছর ক্ষমতায় আছেন ওবামা। তবে এ এক বছরের মধ্যে যুক্তরাষ্ট্র আরও অনেক বেশি বিভক্ত হয়ে পড়বে বলে আশঙ্কা জানিয়েছেন তিনি।
মঙ্গলবার রাতে ওয়াশিংটনে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দলগুলোর মধ্যে হিংসা ও সন্দেহ বেড়েছে। আর এটিকে নিজের প্রেসিডেন্সির সময়কালীন সবচেয়ে বড় হতাশাগুলোর একটি বলে উল্লেখ করেন তিনি।
ওবামা বলেন, ‘উৎকৃষ্ট মানের রাজনীতি মানে এই না যে সবকিছুতে রাজি হয়ে যেতে হবে, সম্মতি জানাতে হবে। কোনও দেশের গণতন্ত্রের জন্য সেখানকার নাগরিকদের মধ্যে মৌলিক আস্থার বন্ধন থাকা জরুরি। যদি আমরা মনে করি, আমাদের বক্তব্যের সঙ্গে যারা দ্বিমত প্রকাশ করছেন তারা দ্রোহী কিংবা আমাদের রাজনৈতিক বিরোধীরা দেশপ্রেমী নন-তখন সে গণতন্ত্র কাজ করে না। সমঝোতা না থাকলে, মৌলিক সত্যগুলোকে প্রতিযোগিতার মুখে ফেললে কিংবা যারা আমাদের কথায় সম্মতি জানায় কেবল তাদের কথা শুনলে গণতন্ত্র অচল হয়ে পড়ে।’

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে স্থিতিশীলতা নিয়ে আসার জন্য মার্কিনিদের প্রতি আহ্বান জানান ওবামা। সূত্র: দ্য গার্ডিয়ান

/এফইউ/বিএ/

সম্পর্কিত
ভারতের মসলা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র
ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
প্রেসিডেনশিয়াল ডিবেটে মুখোমুখি হবেন বাইডেন-ট্রাম্প, যা জানা গেলো
সর্বশেষ খবর
কাপ্তাই হ্রদে নাব্য সংকট, ৫ উপজেলার যোগাযোগ বন্ধ
কাপ্তাই হ্রদে নাব্য সংকট, ৫ উপজেলার যোগাযোগ বন্ধ
কলকাতা স্টেশনে অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি
কলকাতা স্টেশনে অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি
তীব্র গরমে নির্বাচনি প্রচারণায় আ.লীগ নেতার মৃত্যু
তীব্র গরমে নির্বাচনি প্রচারণায় আ.লীগ নেতার মৃত্যু
দেশে আগ্রাসী শাসন চলছে: দিলারা চৌধুরী
দেশে আগ্রাসী শাসন চলছে: দিলারা চৌধুরী
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু