X
বুধবার, ১৪ মে ২০২৫
৩১ বৈশাখ ১৪৩২

কর্মীর কথা শুনে কাঁদলেন কোটিপতি ব্যবসায়ী

বিদেশ ডেস্ক
২৮ আগস্ট ২০২১, ১৬:০১আপডেট : ২৮ আগস্ট ২০২১, ১৬:০৩

মাত্র ২০ পাউন্ড দিয়ে শুরু করেছিলেন সেলিম হুসাইন। এর ৩০ বছর পর বর্তমানে তার ব্যবসার বার্ষিক টার্নওভার ২০০ মিলিয়ন পাউন্ড। বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্রিটিশ উদ্যোক্তা ইউরোপজুড়ে ভারতীয় খাবারের অন্যতম বৃহৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ইউরো ফুডসের প্রতিষ্ঠাতা। তার দাবি, যুক্তরাজ্যে প্রায় সবাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার খাদ্যসামগ্রী খেয়ে থাকে।

সেলিম হুসাইনের প্রতিষ্ঠান এখন প্রতিদিন ৫০০ টন খাদ্য স্থানান্তর করে। কিন্তু বাংলাদেশে পরিবেশে তার বেড়ে উঠাটা ছিল নিদারুণ কষ্টের। কখনও কখনও তার ঘরে ভাত ছাড়া আর কিছুই থাকতো না। ১১ বছর বয়সে অন্য একটি পরিবারের সঙ্গে তাকে যুক্তরাজ্যে বসবাসের জন্য পাঠানো হয়। উদ্দেশ্য ছিল, সেখান থেকে উপার্জন করে তিনি যেন দেশে টাকা পাঠাতে পারেন। কাজে যোগ দেওয়ার পর মা-বাবার কাছে পাঠানোর জন্য যাবতীয় উপার্জন সঞ্চয় করে রাখতেন তিনি।

এক সময় কার্ডিফের ভারতীয় রেস্তোরাঁয় ওয়েটার হিসেবে কাজ করা সেলিম হুসাইন এখন ইউরো ফুডসের মতো একটি প্রতিষ্ঠান পরিচালনা করছেন, তিনটি মহাদেশজুড়ে যাদের ব্যবসা রয়েছে। সম্প্রতি আইটিভির আন্ডারকভার বিগ বস-এর অংশ হিসেবে ছদ্মবেশে নিজের ওয়েলশের কারখানায় যান তিনি। একটি সম্ভাব্য সম্প্রসারণ পরিকল্পনার আগে তার ব্যবসা কিভাবে কাজ করে সেটি গভীরভাবে পর্যবেক্ষণ করতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেখানে গিয়ে সেলিম হুসাইন তার প্রতিষ্ঠানের কর্মীদের কঠিন বাস্তবতা অনুধাবন করেন, যাদের কোম্পানির কঠোর টার্গেট পূরণ করতে হয়।

একজন কর্মী জানান, প্রতিষ্ঠান তাদের মূল্যায়নের বদলে বরং প্রায়ই উপেক্ষা করে। এই কথা শুনে কান্নায় ভেঙে পড়েন সেলিম। স্যান্ডারল্যান্ডের বিতরণ কেন্দ্রে অবশ্য একটি ভিন্ন ঘটনা ঘটে। সেখানে স্টাফ টার্নওভার কম এবং সন্তুষ্টির হার তার অফিসগুলোর মধ্যে সবচেয়ে বেশি। ওই সেন্টারের অপারেশন ম্যানেজার অ্যালানকে ২০ বছর ধরে চেনেন সেলিম। ফলে নিজে না গিয়ে সেখানে কন্যা আনিসাকে পাঠানোর সিদ্ধান্ত নেন তিনি। সেখানে গিয়ে আনিসা দেখতে পান অ্যালান একজন যত্নবান বস যিনি তার কর্মীদের নিয়ে চমৎকার একটি টিম তৈরি করেছেন। এক পর্যায়ে আনিসা তার পরিচয় দেন এবং তাৎক্ষণিকভাবে নামের একজনকে পদোন্নতি দেন।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারী ও শিশুর ওপর সহিংসতায় জনমনে আতঙ্ক ও উদ্বেগ
নারী ও শিশুর ওপর সহিংসতায় জনমনে আতঙ্ক ও উদ্বেগ
চুলের গ্রোথ বাড়াতে এই ৫ উপায়ে ডিম ব্যবহার করতে পারেন
চুলের গ্রোথ বাড়াতে এই ৫ উপায়ে ডিম ব্যবহার করতে পারেন
যশোরে পথচারীদের জন্যে বিশ্রাম পানি স্যালাইনের ব্যবস্থা
তীব্র দাবদাহযশোরে পথচারীদের জন্যে বিশ্রাম পানি স্যালাইনের ব্যবস্থা
বৃদ্ধি পেয়েছে ট্রাম্পের জনসমর্থন, কমেছে মার্কিনিদের মন্দার উদ্বেগ
বৃদ্ধি পেয়েছে ট্রাম্পের জনসমর্থন, কমেছে মার্কিনিদের মন্দার উদ্বেগ
সর্বাধিক পঠিত
বিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগবিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
রাতে চিয়া বীজ খেলে এই ৬ উপকার পাবেন
রাতে চিয়া বীজ খেলে এই ৬ উপকার পাবেন
সোনালী ব্যাংকের নিজস্ব পেমেন্ট সুইচ চালু
সোনালী ব্যাংকের নিজস্ব পেমেন্ট সুইচ চালু