X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

সংলাপ নয়তো সংঘাত একটি বেছে নিন, পুতিনকে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
১০ জানুয়ারি ২০২২, ১৫:০২আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১৫:১৪

ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক দিনকে দিন খারাপের দিকেই যাচ্ছে। এর মধ্যেই রাশিয়াকে অনেকটা হুমকির সুরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হয় সংলাপ নয়তো সংঘাত এই দুইয়ের যেকোনও একটি বেছে নিতে হবে। ইউক্রেন সীমান্তে প্রায় লাখ খানেক রুশ সেনা অবস্থানের মধ্যেই এমন মন্তব্য করেছেন ব্লিঙ্কেন।

ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চরম উত্তেজনার মধ্যে রবিবার (৯ জানুয়ারি) নৈশভোজে অংশ নেন যুক্তরাষ্ট্র ও মস্কোর জেষ্ঠ্য কূটনীতিকের পাশাপাশি সামরিক কর্মকর্তারাও। আজ সোমবার (১০ জানুয়ারি) পূর্ব নির্ধারিত আলোচনায় বসার আগে সুইজারল্যান্ডের জেনেভায় বৈঠকটি হয়। গত মাসে ন্যাটো ও যুক্তরাষ্ট্রের সঙ্গে খসড়া চুক্তি হয়। যার অনেকগুলোই যুক্তরাষ্ট্রের পক্ষে মেনে নেওয়া কঠিন। কারণ, এর মধ্যে একটি হলো ইউক্রেনকে কখনো ন্যাটোর সদস্য করা যাবে না।

রবিবারের নৈশভোজের বৈঠককে ‘চমৎকার’ বলে বর্ণনা করেছেন রুশ প্রতিনিধি দলের প্রধান উপ -পররাষ্ট্রমন্ত্রী সের্গেইড রিয়াকভ। তিনি বলেন, আলোচন জটিল ছিল। কিন্তু আগামীতে আলোচনার জন্য সহায়ক হবে। আমি মনে করি আগামীকাল (আজ) আমরা সময় নষ্ট করবো না। আমি কখনই আশা ছাড়াবো না। কারণ সব সময় আশাই থাকি।

বৈঠকে অংশ নেন মার্কিন পররাষ্ট্র দফতরের উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়েনডি শেরম্যান। তিনি রাষ্ট্রীয় অখণ্ডতা এবং সার্বভৌম দেশগুলোর জোটসঙ্গী বেছে নেওয়ার স্বাধীনতার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিগুলোর ওপর জোর দেন। কূটনীতির মাধ্যমে প্রকৃত অগ্রগতিকে যুক্তরাষ্ট্র স্বাগত জানাবে বলেও উল্লেখ করেছেন তিনি।

এ নিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, আমাদের সামনে দুটি পথ খোলা আছে। সংকট উত্তরণের জন্য একটি হল সংঘাত এড়াতে কূটনৈতিক পথ। অন্যটি সংঘাত। রাশিয়া যদি আবারও ইউক্রেনে আক্রমণ চালানোর চেষ্টা করে এর জন্য চরম মূল্য দিতে হবে। এখন রুশ প্রেসিডেন্ট পুতিনকে বেছে নিতে হবে তিনি কোন পথে হাটতে চান।

এদিকে সোমবারের বৈঠকে নিরাপত্তার গ্যারান্টি, ক্ষেপণাস্ত্রের সীমাবদ্ধতা, সামরিক মহড়ার মতো বিষয়ে আলোচনা হতে পারে বলে শোনা যাচ্ছে। সূত্র: দ্য গার্ডিয়ান

/এলকে/
সম্পর্কিত
দুর্নীতির অভিযোগে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী
খারকিভে আবাসিক ভবনে রুশ হামলায় আহত ৬
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
সর্বশেষ খবর
আরও বিস্তৃত হবে তাপপ্রবাহ, তবে সিলেটে হতে পারে বৃষ্টি
আরও বিস্তৃত হবে তাপপ্রবাহ, তবে সিলেটে হতে পারে বৃষ্টি
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচের ভেন্যু চূড়ান্ত
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচের ভেন্যু চূড়ান্ত
ফিরলেন ১৭৩ বাংলাদেশি, মিয়ানমারে ফেরত যাবেন ২৮৮ জন
ফিরলেন ১৭৩ বাংলাদেশি, মিয়ানমারে ফেরত যাবেন ২৮৮ জন
দক্ষ বিচার বিভাগ গঠনে বিশ্বমানের জুডিশিয়াল অ্যাকাডেমি প্রয়োজন: আইনমন্ত্রী
দক্ষ বিচার বিভাগ গঠনে বিশ্বমানের জুডিশিয়াল অ্যাকাডেমি প্রয়োজন: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?