X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ওবামাকে নিয়ে বিবাদে জড়ালেন হিলারি ও স্যান্ডার্স

বিদেশ ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৪৭আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৫০
image

হিলারি ও স্যান্ডার্স এবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামাকে সমর্থন করা না করা প্রশ্নে বিবাদে জড়ালেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের হয়ে প্রার্থিতা প্রত্যাশী হিলারি ক্লিনটন ও বার্নি স্যানডার্স। বৃহস্পতিবার মার্কিন সম্প্রচারমাধ্যম পিবিএসে অনুষ্ঠিত বিতর্কে দুইজনই ওবামার সঙ্গে যার যার ব্যক্তিগত সম্পর্ক ভালো বলে দাবি করেন। প্রার্থিতা বাছাইয়ের জন্য নিউ হ্যাম্পশায়ারে প্রাক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর এটিই তাদের প্রথম বিতর্ক।
আইওয়া ও নিউহ্যাম্পশায়ারের পর এবার নেভাদা আর সাউথ ক্যারোলিনার জন্য প্রার্থিতার লড়াইয়ে আছেন হিলারি ও স্যান্ডার্স। এ দুই অঙ্গরাজ্যে সংখ্যালঘু জনগোষ্ঠীর বসবাস সবচেয়ে বেশি। আর সংখ্যালঘু ভোটারদের কাছে কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ওবামার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। সেই জনপ্রিয়তাকে কাজে লাগাতেই হয়তো এবারের বিতর্কে প্রাধান্য পেয়েছে ওবামা প্রসঙ্গ।
পিবিএস নিউজ আওয়ার বিতর্কে অংশ নিয়ে হিলারি বার বার ওবামার সঙ্গে তার দৃঢ় সম্পর্কের কথা বলেন। নির্বাচনি প্রচারণায় বারাক ওবামার সমালোচনার জন্য স্যান্ডার্সকে আক্রমণ করেন তিনি। হিলারি বলেন, ‘এ ধরনের সমালোচনা আমি সিনেটর স্যান্ডার্সের কাছ থেকে আশা করি না। এ ধরনের সমালোচনা রিপাবলিকানরা করতে পারেন।’ ওবামা তার কৃতিত্বের যথাযথ স্বীকৃতি পাননি দাবি করে হিলারি বলেন, ‘ওবামাকে দুর্বল আর হতাশাদায়ক উল্লেখ করে তার পাশে দাঁড়াননি স্যান্ডার্স।  

জবাবে স্যান্ডার্স বলেন, ‘আমি সাত বছর ধরে ওবামার সঙ্গে কাজ করেছি। ওবামা আর আমি ভালো বন্ধু। আমি প্রেসিডেন্ট ওবামার সমর্থক নই, এ কথা বলাটা ভুল।’

হিলারি একবার ওবামার বিপক্ষে প্রার্থী ছিলেন মনে করিয়ে দিয়ে স্যান্ডার্স বলেন, ‘আমাদের দুজনের একজন ওবামার বিপক্ষে প্রার্থী হয়েছিলাম। আর সে ব্যক্তি আমি নই।’

আসছে ২০ ফেব্রুয়ারি সাউথ ক্যারোলিনায় রিপাবলিকানদের প্রার্থিতা বাছাইয়ের জন্য প্রাক নির্বাচন অনুষ্ঠিত হবে। একইদিনে ডেমোক্র্যাটদের জন্য অনুষ্ঠিত হবে নেভাদা ককাস। ১ মার্চ ১৫টি অঙ্গরাজ্য প্রার্থিতার ব্যাপারে তাদের সিদ্ধান্ত জানাবে। ১৮-২১ জুলাই প্রার্থী ঘোষণা করবে রিপাবলিকানরা। আর ডেমোক্যাটদের প্রার্থী ঘোষণা করা হবে ২৫-২৮ জুলাই। আর আসছে ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। সূত্র: বিবিসি

/এফইউ/

সম্পর্কিত
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
সর্বশেষ খবর
অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক করতে একসঙ্গে কাজ করবে দুই মন্ত্রণালয়
অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক করতে একসঙ্গে কাজ করবে দুই মন্ত্রণালয়
বাংলাদেশে বিশ্বকাপ: রোমাঞ্চের চেয়ে টেনশন বেশি কাজ করছে নিগারের
বাংলাদেশে বিশ্বকাপ: রোমাঞ্চের চেয়ে টেনশন বেশি কাজ করছে নিগারের
১৯ বছর পর হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
১৯ বছর পর হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি