X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

লাখো মানুষের ঢল, হেলিকপ্টারে সরিয়ে নেওয়া হলো মেসিদের

আন্তর্জাতিক ডেস্ক
২১ ডিসেম্বর ২০২২, ০৬:১৮আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ০৭:২০

চ্যাম্পিয়ন মেসি-ডি মারিয়াদের এক নজর দেখতে রাজধানী বুয়েন্স আয়ার্সের রাজপথে ৪০ লাখের বেশি মানুষের সমাগম ঘটে। স্থানীয় সময় মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে আর্জেন্টিনার ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ ওবেলিস্কে ছাদখোলা বাসে ভক্তদের সঙ্গে বিজয় উদযাপনের কথা ছিল চ্যাম্পিয়নদের। কিন্তু তার আর হলো কই, নিরাপত্তা ও জনসমুদ্রের কারণে বাধ্য হয়ে সিদ্ধান্ত বদলাতে হয়েছে কর্তৃপক্ষকে। ছাদখোলা বাস ছেড়ে হেলিকপ্টারে চক্কর দিতে দেখা যায় মেসিদের। সিদ্ধান্ত বদলানোয় ইতোমধ্যে ক্ষমাও চেয়েছে আর্জেন্টিনার প্রেসিডেন্ট কার্যালয়।  

সোমবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলকে বহনকারী বিমান ইজাজা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দর থেকে খেলোয়াড়রা চলে যান আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) হেড কোয়ার্টারে। সেখানেই কয়েক ঘণ্টা বিশ্রাম নেন তারা।

চ্যাম্পিয়নদের বরণ করে নিতে মঙ্গলবার সরকারিভাবে ছুটিও ঘোষণা করা হয়। সেই অনুযায়ী পুরো দেশজুড়েই উৎসবের আমেজ। বুয়েন্স আয়ার্সের ঐতিহাসিক ওবেলিস্কে এবং আশপাশে জড়ো হয় লাখ লাখ মানুষ। প্রেসিডেন্টের মুখপাত্র গ্যাব্রিয়েলা সেরুতে জানান, ‘এমন ভিড়ে বাসে খেলোয়াড়দের সেখানে যাওয়া অসম্ভব। বিশ্ব চ্যাম্পিয়নরা হেলিকপ্টারে করে প্যারেড রুটের ওপর দিয়ে গেছেন’।

হেলিকপ্টারে সেলফি তুলেন আর্জেন্টিনার খেলোয়াড় ফার্নান্দেজ

পরিকল্পিত বাস সফর বাতিলের জন্য পুলিশকে দায়ী করেছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লাউদিও তাপিয়া। টুইটারে তিনি  বলেন, ‘তারা (পুলিশ) আমাদের ওবেলিস্কে গিয়ে লাখো মানুষের সঙ্গে আনন্দ উৎসবে যোগ দিতে দেয়নি। যেই নিরাপত্তা সংস্থাগুলো আমাদেরকে এস্কর্ট করেছে, তারাই আমাদের দিচ্ছে না। সব চ্যাম্পিয়ন খেলোয়াড়ের নামে হাজারো ক্ষমা চাচ্ছি। এটা লজ্জাজনক।

বুয়েন্স আয়ার্সের রাজপথ ভক্তদের উল্লাস। ছবি: রয়টার্স

বুয়েন্স আয়ার্সের প্রতিবেদনে এসেছে, স্থানীয় সময় বিকাল ৩টা ৩০ মিনিটে পুলিশের দল এবং ছাদখোলা বাসটি শামুকের গতিতে জনসমুদ্রের দিকে যেতে থাকে। একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, সমর্থকরা ফ্লাইওভার এবং ব্রিজ থেকে খেলোয়াড়দের বাসে ঝাঁপ দেওয়ার চেষ্টা করে। কয়েকজন নিচে পড়ে যায়। একপর্যায়ে প্যারেড বাতিল করা হয়। দুর্ঘটনায় ১৮ জন আহত হন।

খেলোয়াড়দের বহনকারী হেলিকপ্টারটি ইজিজায় এএফএ-র প্রশিক্ষণ মাঠে অবতরণের কথা ছিল।

সূত্র: বুয়েন্স আয়ার্স টাইমস, বিবিসি, গোল.কম

/এলকে/
সম্পর্কিত
মেসিদের জরিমানা ও গুরুতর শাস্তির হুমকি!
বদলি হয়ে মেসির গোল, তবু জেতেনি মায়ামি 
কলোরাডোর বিপক্ষে ফিরতে পারেন মেসি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৪)
আর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
চ্যাম্পিয়নস লিগআর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
টাইব্রেকারে ম্যানসিটির শিরোপা স্বপ্ন ভাঙলো রিয়াল
চ্যাম্পিয়নস লিগটাইব্রেকারে ম্যানসিটির শিরোপা স্বপ্ন ভাঙলো রিয়াল
গলায় কই মাছ আটকে কৃষকের মৃত্যু
গলায় কই মাছ আটকে কৃষকের মৃত্যু
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫