X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১
ফিজির ঘূর্ণিঝড়ে নিহত বেড়ে ৪২

আরও মৃত্যু এবং ডেঙ্গু-জিকা ছড়িয়ে পড়ার আশঙ্কা

বিদেশ ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৪০আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৫৩
image

ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত ফিজির ছবি প্রশান্ত মহাসাগরীয় দেশ ফিজিতে ঘূর্ণিঝড় উইনস্টনের তাণ্ডবে এ পর্যন্ত ৪২ জনের প্রাণহানি নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। এখনও দুর্গম এলাকায় পৌঁছাতে পারেনি উদ্ধারকারী দল। আর সেইসব এলাকায় উদ্ধার অভিযান শুরু হলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে ঘূর্ণিঝড়ের কারণে জমে থাকা পানিতে ডেঙ্গু ও জিকা ভাইরাসবাহী মশার জন্মের শঙ্কা তৈরী হয়েছে।
ফিজিয়ান সরকারের মুখপাত্র ড্যান গেভিদি বুধবার এক টুইট বার্তায় বলেন, ‘৪২ জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। দুর্গত এলাকাগুলোতে উদ্ধারকারী দল মোতায়েন অব্যাহত আছে।’
প্রাণহানির সংখ্যা আরও বাড়ার আশঙ্কা জানিয়ে রেডক্রসের প্রশান্ত মহাসাগরীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান আহমাদ সামি বলেন, ‘দুর্গত এলাকাগুলোতে ভালোমতো যোগাযোগ প্রতিষ্ঠা করা গেলে মৃতের সংখ্যা ক্রমাগত পরিবর্তন হতে পারে।’
ডেঙ্গু ও জিকার শঙ্কা
এদিকে ঘূর্ণিঝড়ের কারণে জমে থাকা পানিতে ডেঙ্গু ও জিকা ভাইরাসবাহী মশার জন্ম হতে পারে বলেও আশঙ্কা জানিয়েছে কর্তৃপক্ষ। মরদেহ সংরক্ষণের সুবিধা কম থাকায় যত দ্রুত সম্ভব মৃতদেহের সৎকার করার জন্য স্বজনদের পরামর্শ দিয়েছে ফিজি সরকার।
ঘূর্ণিঝড়ের কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লেও এখন ফিজির প্রাণকেন্দ্রে আবারও সংযোগ চালু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বিবিসি। তবে দেশটির মর্গগুলোতে এখনও বিদ্যুৎ সংযোগ চালু করা যায়নি বলেও জানানো হয়েছে।




বিদেশি সহায়তা
এরইমধ্যে ফিজির দুর্গত এলাকার মানুষদের জন্য বিদেশি ত্রাণ পৌঁচাতে শুরু করেছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, ইউরোপীয় ইউনিয়ন এবং বিদেশি সহায়তাকারী প্রতিষ্ঠান থেকে ত্রাণ পাঠানো হয়েছে। সামরিক বিমান ও বিশেষ চিকিৎসক দলসহ বেশ কয়েকটি বিমান ও হেলিকপ্টার পাঠিয়েছে নিউজিল্যান্ড।
ঘূর্ণিঝড়ে যেসব ক্ষয়ক্ষতি হয়েছে তা সারাতে কয়েক মাস সময় লেগে যেতে পারে বলেও সতর্ক করেছে উদ্ধারকারী কর্তৃপক্ষ। বিবিসির খবরে বলা হয়,প্রায় সাড়ে ৮ হাজার মানুষ এখনও আশ্রয়কেন্দ্রগুলোতে অবস্থান করছেন। ফিজিয়ান কর্তৃপক্ষ জানায়,ঘূর্ণিঝড়ের কারণে ভিটি লিভু এবং কোরো দ্বীপের অনেক ভবনই ক্ষতিগ্রস্থ হয়েছে। সেগুলো এখন সারানো হচ্ছে।

বিবিসি জানায়, ফিজির স্কুলগুলো এক সপ্তাহের জন্য বন্ধ রাখা হয়েছে। তবে মানবিক সহায়তা পৌঁছানোর সুবিধার্থে প্রধান বিমানবন্দরটি আবার খুলে দেওয়া হয়েছে।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঝড়টি ফিজির প্রধান দ্বীপ ভিতি লেভুর উত্তরাঞ্চলে আঘাত হানে। এরপর ঝড়টি পশ্চিম দিকে অগ্রসর হয়। শেষ মুহূর্তে এটি গতিপথ পরিবর্তন করে সর্বশক্তি নিয়ে রাজধানী সুভায় আঘাত হানে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ঘণ্টায় ৩২০ কিলোমিটার (ঘণ্টায় ২০০ মাইল) বেগে বাতাস প্রবাহিত হয় এবং প্রবল বর্ষণ শুরু হয়। এ সময় সমুদ্রে ঢেউ ১২ মাইল (৪০ ফুট) উঁচুতে উঠে। ফিজির সম্প্রচার মাধ্যমগুলোর তথ্যানুযায়ী এটি ছিল দেশটির ইতিহাসে সবচাইতে ভয়াবহতম সাইক্লোন। তবে শেষ মুহূর্তে ঘূর্ণিঝড়টি দিক পরিবর্তন না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারতো বলে মনে করেন বিশেষজ্ঞরা। সূত্র: বিবিসি

/এফইউ/বিএ/



সম্পর্কিত
সর্বশেষ খবর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা