X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

বৈরী আবহাওয়া ও তাপমাত্রার রেকর্ড ভাঙার বছর

আন্তর্জাতিক ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৩, ২০:০১আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ২০:১৫

আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের বছর ছিল ২০২৩ সাল। পৃথিবীর জলবায়ুর প্রেক্ষাপট পরিবর্তন করে দিতে যাচ্ছে ২০২৩ সালের আবহাওয়া। সর্বোচ্চ তাপমাত্রা থেকে শুরু করে তাপপ্রবাহ, দাবানল, বিধ্বংসী বন্যা ও ঝড়সহ সবকিছুই পুরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড করেছে বলে জানিয়েছেন পরিবেশ বিজ্ঞানীরা।

আবহাওয়ার কতটা পরিবর্তন হয়েছে, এই বিষয়ে কথা বলতে গিয়ে কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের (সি৩এস) সহকারী পরিচালক সামান্থা বার্গেস এ মাসে এক বিবৃতিতে বলেছেন, ২০২৩ সালের ১২ মাসের ছয় মাসই আবহাওয়া পরিবর্তনে নতুন রেকর্ড করেছে। শুধু তাই না, দুটি ঋতুও রূপ বদলেছে।

বৈশ্বিক তাপমাত্রা পর্যবেক্ষণ করে দেখা গেছে, এ বছরের প্রথম ১১ মাস নতুন তাপমাত্রা অনুধাবন করেছে পৃথিবী। যেখানে আগের তুলনায় ১.৪৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি অনুভব হয়েছে। এর মাধ্যমে পৃথিবী নতুন তাপমাত্রার যুগে প্রবেশ করছে।

দাবানল। ছবি: রয়টার্স

বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি জন্য দায়ী শক্তিশালী আবহাওয়া চক্র। যা ২০২৩ সালে দেখা গেছে। এমন কিছু ঘটনা নিচে তুলে ধরা হলো-

এপ্রিলে কানাডার ভয়াবহ দাবানল

এপ্রিলের শুরুতে কানাডা দাবানলের মুখোমুখি হয়েছে। এটি দেশটির ইতিহাসে ভয়াবহ দাবানল ছিল। ১৫ অক্টোবরের হিসাবে, এপ্রিলের এই দাবানলে মোট ১৮৫ লাখ হেক্টর এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। যা গত ১০ বছরে ছয়টি দাবানলের তুলনায় বেশি। কানাডায় এর আগে ১৯৯৫ সালের দাবানলে ৭১ লাখ হেক্টর এলাকা পুড়েছিল।

উত্তর গোলার্ধের গ্রীষ্মকালীন সর্বোচ্চ তাপমাত্রা

এ বছর জুন, জুলাই ও আগস্ট মাস অর্থাৎ গ্রীষ্মকালে উত্তর গোলার্ধ সর্বোচ্চ তাপমাত্রা দেখেছে। এ সময় গড় তাপমাত্রা ছিল ১৬.৭৭ ডিগ্রি সেলসিয়াস। যা আগের তুলনায় ০.৬৬ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে।

তাপপ্রবাহ। ছবি: রয়টার্স

জুলাই মাসে উত্তর গোলার্ধের সর্বোচ্চ তাপমাত্রা

২০২৩ সালের জুলাই মাসে উত্তর গোলার্ধে সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে। ২০১৯ সালের থেকে ০.৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে ১৬.৯৫ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। তাছাড়া ফ্রান্স, আলজেরিয়া, মরক্কো, তিউনিশিয়া ও আলবেনিয়ায় তাপমাত্রা নতুন রেকর্ড করেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চরম তাপমাত্রা বিরাজ করেছে। অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফনিক্সে ৩১ দিন ব্যাপী ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে। যা ২০২০ সালের জুন-জুলাই মাসের তুলনায় অনেক বেশি।

আগস্টে চীনে সর্বোচ্চ বৃষ্টি

২০২৩ সালের জুলাইয়ের শেষ ও আগস্টের শুরুতে চীনে ঘূর্ণিঝড় দুকসুরি আঘাত হেনেছিল। সেই ঘূর্ণিঝড়ে চীনে সর্বোচ্চ ৭৪৪.৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যা ১৮৯১ সালে বেইজিংয়ে হওয়া বৃষ্টিপাতের রেকর্ড ভেঙ্গেছে।

বায়ু দূষণ বেড়েছে। ছবি: রয়টার্স

এদিকে, ২০২৩ সালের আগস্ট মাসে সমুদ্রপৃষ্ঠের সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে। উচ্চ তাপমাত্রার কারণে যুক্তরাষ্ট্রের ১০০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল হয়েছে। এই দাবানলে প্রায় সাত হাজার ৫০০ মানুষ বসতভিটা হারিয়েছেন। দুই হাজার ২০০ অবকাঠামো ধ্বংস হয়েছে। আগস্টের দাবানলে অন্তত ৯৯ জন প্রাণ হারিয়েছেন।

আবার সেপ্টেম্বরের শুরুতে গ্রীসের উত্তর-পূর্বাঞ্চলে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানল সংগঠিত হয়েছিল। এই দাবানলে ৯৩ হাজার হেক্টর এলাকা পুড়ে ছাই হয়েছিল।

২০২৩ সালে উত্তর গোলার্ধে শরৎকালে সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করেছে। সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরে উত্তর গোলার্ধে সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে। বৈশ্বিক তাপমাত্রায় গড় ১৫.৩০ ডিগ্রি সেলসিয়াস ছিল। যা গড় তাপমাত্রার চেয়ে ০.৮৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। এই মৌসুমে সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৬.৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভূত হয়েছে।

২০২৩ সালের আবহাওয়ার এমন বৈরী আচরণ পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা বলেছেন, মানুষ যদি কয়লা, তেল, গ্যাস বা জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করতে না পারে তাহলে ভয়াবহ বিপদে পড়বে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা অবলম্বনে।

/এসএইচএম/
সম্পর্কিত
লোহিত সাগরে আরেক তেলবাহী জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
সর্বশেষ খবর
বেসিস নির্বাচন: সদস্যদের জন্য ভেঞ্চার ক্যাপিটাল করতে চান সহিবুর রানা
বেসিস নির্বাচন: সদস্যদের জন্য ভেঞ্চার ক্যাপিটাল করতে চান সহিবুর রানা
উন্নয়নের নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪০০ গাছ কাটার পরিকল্পনা 
উন্নয়নের নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪০০ গাছ কাটার পরিকল্পনা 
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: বিচারের অপেক্ষায় এক দশক পার
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: বিচারের অপেক্ষায় এক দশক পার
জাতীয় পার্টির (কাদের) বর্ধিত সভা শুরু
জাতীয় পার্টির (কাদের) বর্ধিত সভা শুরু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!