X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

অস্ত্রবিরতির অঙ্গীকার রক্ষা করুন: পুতিনকে বিশ্বনেতারা

বিদেশ ডেস্ক
০৫ মার্চ ২০১৬, ১৩:৪৮আপডেট : ০৫ মার্চ ২০১৬, ১৫:২৫

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়ার অস্ত্রবিরতি রক্ষায় অঙ্গীকারাবদ্ধ উল্লেখ করে  শুক্রবার তার প্রতি এই অঙ্গীকার রক্ষার আহ্বান জানিয়েছেন বিশ্বনেতারা। জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মার্কেল, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলাদে ও ইতালিয়ান প্রধানমন্ত্রী মেত্ত রেনজিও পুতিনের প্রতি এই  আহ্বান জানান।

উল্লেখ্য, সিরিয়ায় দীর্ঘ পাঁচ বছর গৃহযুদ্ধ চলার পর ফেব্রুয়ারির শেষ সপ্তাহে একটি সাময়িক অস্ত্রবিরতি কার্যকর হয়। প্রায় ১শটি বিদ্রোহী গোষ্ঠী অস্ত্রবিরতি মেনে চলার ব্যাপারে সম্মতি জানায়। তবে, সশস্ত্র সুন্নিপন্থী সংগঠন আইএস ও আল-কায়েদা সংশ্রিষ্ট গোষ্ঠী ও নুসরা ফ্রন্টকে চুক্তির আওতায় রাখা হয়নি।  জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সব পক্ষকেই যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী মেনে চলার আহবান জানায়। তবে অস্ত্র বিরতি সত্ত্বেও এই সময়ে বেশ কিছু হামলা ও সহিংসতার ঘটনা ঘটে।

অস্ত্রবিরতির পক্ষে বিশ্বনেতারা

এই প্রেক্ষাপটে সিরিয়ায় চলমান ‘যুদ্ধবিরতি’ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাপ করলেন যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি ও ইতালির নেতারা। সিরিয়ায় চলমান ওই অস্ত্রবিরতির লঙ্ঘন হচ্ছে কিনা তা দেখার জন্য যথাযথ কর্তৃপক্ষ না থাকা এবং যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তরফে আলাদা আলাদা ব্যাখ্যা আসার প্রেক্ষাপটে এই আলোচনা অনুষ্ঠিত হলো। শুক্রবার এক কনফারেন্স কলের মধ্য দিয়ে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র-রাশিয়ার মধ্যস্থতায় হওয়া সিরীয় যুদ্ধবিরতি ইস্যুতে যুক্ত হলেন ইউরোপীয় নেতারা।

শুক্রবার অনুষ্ঠিত ওই টেলিকনফারেন্স ৫০ মিনিট স্থায়ী হয়। ডেভিড ক্যামেরনের মুখপাত্র জানান, ক্যামেরন এই অস্ত্রবিরতির ইতিবাচক দিকের প্রতি পুতিনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, শান্তি প্রক্রিয়ার দিকে এগিয়ে যাওয়ার জন্য এটি একটি চমৎকার সুযোগ।

জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মার্কেল বলেন, ‘আশা করি এই অস্ত্রবিরতি দীর্ঘস্থায়ী হবে। আমাদের মধ্যে সকলেই ইসলামিক স্টেটকে (আইএস) মোকাবেলা করতে চায়। ফলে আমাদের সবার অন্যতম প্রধান লক্ষ্য হওয়া উচিত শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত করা।’

ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওলাঁদ জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মার্কেলের বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করে বলেন, ‘সিরিয়ার অস্ত্রবিরতিকে সম্মান করা উচিত। একমাত্র এই পদক্ষেপের মাধ্যমেই ইসলামিক স্টেটকে মোকাবেলা করা সম্ভব।’ সূত্র: আলজাজিরা, দ্য গার্ডিয়ান।

/ইউআর/বিএ/ 

সম্পর্কিত
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
সর্বশেষ খবর
নতুন করে বাংলাদেশে আশ্রয় নিলেন আরও ৮৮ বিজিপি সদস্য
নতুন করে বাংলাদেশে আশ্রয় নিলেন আরও ৮৮ বিজিপি সদস্য
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
গণভবন হয়ে বিশ্বকাপ ট্রফি এলো পাঁচ তারকা হোটেলে
গণভবন হয়ে বিশ্বকাপ ট্রফি এলো পাঁচ তারকা হোটেলে
গাছ কেটে ফেলায় ঢাকায় গরম বেশি: স্বাস্থ্যমন্ত্রী
গাছ কেটে ফেলায় ঢাকায় গরম বেশি: স্বাস্থ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?