X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরিতে ফিলিপাইনের ব্যাংকের সিইও নিজেই জড়িত!

বিদেশ ডেস্ক
১৭ মার্চ ২০১৬, ১৬:৪১আপডেট : ১৮ মার্চ ২০১৬, ০৯:৩২
image

লরেঞ্জো তান ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের (আরসিবিসি) মাকাতি সিটির জুপিটার ব্রাঞ্চের ম্যানেজার মাইয়া সান্তোস দিগুইতো সিনেট কমিটির শুনানিতে দাবি করেছেন, ওই অর্থ চুরির ঘটনায় এক সন্দেহভাজন কিম অং ব্যাংকটির প্রেসিডেন্ট ও সিইও লরেঞ্জো তানের বিশেষ বন্ধু। তার দাবি, কিমের নির্দেশনা অনুযায়ীই সব কাজ করেছেন তিনি। কিম সবই জানতেন বলেও দাবি করেছেন তিনি। ফিলিপাইনের সংবাদমাধ্যম ইনকোয়ারার এই খবর নিশ্চিত করেছে।
প্রকাশিত খবরে বলা হয়, চীনা বংশোদ্ভূত কিম অং সহ আরও চারটি অ্যাকাউন্টের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের অর্থ ফিলিপাইনে পাচার করা হয়। পরে কিম তার অ্যাকাউন্টের ওই অর্থ প্যারানাকি সিটির ক্যাসিনোতে পাঠান।
দিগুইতো অভিযোগ করেন, অন্য চার সন্দেহভাজনের (মাইকেল ফ্রান্সিসকো ক্রুজ, জেসি ক্রিস্টোফার লাগরোসাস, এনরিকো তেওদোরো ভাসকুয়েজ, আলফ্রেড সান্তোস ভারগারা) ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময়ে অং নিজেই তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
দিগুইতো বলেন, ‘আমি ওই পাঁচ জনের সঙ্গে সোলেয়ার হোটেলে দেখা করেছি। যেমনটা আমি আগেও বলেছিলাম, একজন ব্যাংক ম্যানেজার হিসেবে আমি মার্কেটিংয়ের জন্য ব্রাঞ্চের বাইরে যেতেই পারি। ওই পাঁচ জন সেখানেই ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য তাদের পরিচয় দেন। আমি তাদের ওপেনিং ফরম দিই। যা তারা যথাযথ দলিল সহ পূরণ করে আমার কাছে জমা দেন।’ দিগুইতো ব্যাংক ব্রাঞ্চে দেখা না করে কেন তাদের সঙ্গে দেখা করতে সোলেয়ার হোটেলে গেলেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কিম অং ব্যাংক প্রেসিডেন্টের (লরেঞ্জো তান) ঘনিষ্ট বন্ধু। এমন ব্যক্তিদের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা করা হয়।’ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশে পাচারের আগে আড়াই কোটি রুপির হেরোইন জব্দ
বাংলাদেশে পাচারের আগে আড়াই কোটি রুপির হেরোইন জব্দ
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
৩৪জন পেলো ইয়েস কার্ড
৩৪জন পেলো ইয়েস কার্ড
ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের দলে আছেন আর্চার-জর্ডান
ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের দলে আছেন আর্চার-জর্ডান
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
১০ দিনে ভরিতে কমলো ৮ হাজার টাকা
সোনার দাম১০ দিনে ভরিতে কমলো ৮ হাজার টাকা