সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বানিয়ে ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেফতার করার কথা জানিয়েছে ভারতীয় পুলিশ। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) পশ্চিমবঙ্গের মালদা থেকে তাকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশের পুলিশ। সংস্থাটি জানিয়েছে, গ্রেফতার ওই ব্যক্তির নাম শেখ আতাউল, তিনি বাংলাদেশের নাগরিক।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার আতাউল ও তার পরিবার কয়েক বছর আগেই বাংলাদেশ থেকে ভারতে এসেছে।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, অভিযান চালিয়ে তাকে গ্রেফতারের পর দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে উত্তরপ্রদেশ পুলিশ। গ্রেফতারের সময় আতাউলের কাছ থেকে একটি পিস্তল, একটি ছুরি ও আপত্তিকর কিছু ছবি উদ্ধার করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে প্রযুক্তির সহায়তায় আতাউলের অবস্থান শনাক্ত করা হয়। পরে উত্তরপ্রদেশ পুলিশ মালদায় এসে তাকে গ্রেফতার করে।
শেখ আতাউলের বিরুদ্ধে নয়ডা সেক্টর ৩৯ থানায় এফআইআর দায়ের করা হয়েছে। সেখানে অভিযোগ করা হয়েছে, তিনি সোশ্যাল মিডিয়ায় এক মিনিটের একটি ভিডিও পোস্ট করে হিংসা ছড়ানোর চেষ্টা করেছে। সম্প্রতি বাংলাদেশ ইস্যু নিয়ে নানা উসকানিমূলক মন্তব্যও করেছেন সেখানে। সংখ্যাগুরু–সংখ্যালঘু নিয়েও আপত্তিকর কথা বলেছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এমনকি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে হত্যার হুমকিও দিয়েছেন।