X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাদের অবদানকে স্মরণ করে ভারতে বাংলাদেশের কর্মসূচি

বিদেশ ডেস্ক
১৮ মার্চ ২০১৬, ০৯:০০আপডেট : ১৮ মার্চ ২০১৬, ০৯:০০
image

বাংলাদেশের পতাকা ১৯৭১-এর মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাদের অবদানের কথা স্মরণ করে এবং তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ সরকার ভারতের ৮টি স্থানে বিশেষ কর্মসূচির আয়োজন করতে যাচ্ছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) ত্রিপুরায় বাংলাদেশের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী একেএম মোজাম্মেল হক এ ঘোষণা দেন বলে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম ওয়ান ইন্ডিয়া।
বৃহস্পতিবার মোজাম্মেল হকের নেতৃত্বে ৮ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দল মুক্তিযুদ্ধের স্মরণে ত্রিপুরার রাজ্য সরকার নির্মিত একটি পার্ক পরিদর্শন করেন। আগরতলা থেকে ১৩০ কিলোমিটার দূরে দক্ষিণ ত্রিপুরার ইন্দো-বাংলা সীমান্তের কাছে চোট্টাখোলা গ্রামে পার্কটি অবস্থিত। ১৯৭১ সালে গেরিলা বাহিনী এখানে একটি ক্যাম্প স্থাপন করেছিল এবং পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। এ গ্রামটিতে মুক্তিযুদ্ধের স্মরণে পার্ক ছাড়া একটি জাদুঘরও রয়েছে।
পার্কটি পরিদর্শনে গিয়ে ত্রিপুরার সাংবাদিকদের মোজাম্মেল হক বলেন, ‘আমাদের স্বাধীনতার জন্য লড়াই করেছেন এমন ভারতীয় সেনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আর তাই তাদের সম্মানে আমাদের সরকার ভারতের আটটি স্থানে অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। এরইমধ্যে ভারত সরকারকে আমরা আমাদের সিদ্ধান্তের কতা জানিয়েছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে অনুষ্ঠানমালা চূড়ান্ত করেছি।’
ওয়ান ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ত্রিপুরাকে সদর দফতর হিসেবে ব্যবহার করা হয়েছে। যুদ্ধের সময় ত্রিপুরায় ১৪ লাখ শরণার্থীকে আশ্রয় দেওয়া হয়েছিল যা রাজ্যটির সেসময়কার মূল জনসংখ্যার চেয়ে বেশি। সূত্র: ওয়ান ইন্ডিয়া, পিটিআই

/এফইউ/

সম্পর্কিত
কাঁটাতার পেরিয়ে ভোট দিলেন তারা
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
আমি মুসলিম ও ইসলামবিরোধী নই: মোদি
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?