X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

পাকিস্তান ছাড়লেন পারভেজ মোশাররফ

বিদেশ ডেস্ক
১৮ মার্চ ২০১৬, ১১:০৭আপডেট : ১৮ মার্চ ২০১৬, ১১:০৭
image

পারভেজ মোশাররফ ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই দুবাইয়ের উদ্দেশে পাকিস্তান ছাড়লেন দেশটির সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফ। শুক্রবার সকালে দুবাইয়ের উদ্দেশে যাত্রা করেন তিনি। সাংবাদিকদের পারভেজ মোশাররফ জানান, তিনি চিকিৎসার জন্য দুবাই যাচ্ছেন এবং শিগগিরই দেশে ফিরবেন।
আদালতের সিদ্ধান্তের দোহাই দিয়ে নওয়াজ শরিফ সরকার পারভেজ মোশাররফকে দেশত্যাগ করার অনুমতি দিচ্ছিল না। তবে বুধবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট দেশটির সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য সরকারকে নির্দেশ দেন। সুপ্রিম কোর্টের নির্দেশনায় বলা হয়, এখন আর মামলার শুনানির জন্য অপেক্ষা করতে বাধ্য নন মোশাররফ। তিনি পাকিস্তানের বাইরে যেতে পারবেন।
আর বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নিসার আলী খান ঘোষণা দেন যে আদালতের নির্দেশ মেনে পারভেজ মোশাররফের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। আর সরকারিভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কয়েক ঘণ্টা পর শুক্রবার দুবাইয়ে যাত্রা করেন সাবেক সেনাশাসক।
শুক্রবার পাকিস্তান ছাড়ার আগে দেশটির সংবাদমাধ্যম ডন নিউজকে মোশাররফ বলেন, ‘আমি একজন কমান্ডো এবং আমি আমার দেশকে ভালোবাসি। কয়েক সপ্তাহ কিংবা মাসের মধ্যেই আমি ফিরে আসব।’
স্বরাষ্ট্রমন্ত্রী নিসার আলীও জানিয়েছেন, চলমান সব মামলায় বিচারপ্রক্রিয়া মুখোমুখি হওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোশাররফ চার থেকে ছয় সপ্তাহের মধ্যে ফেরত আসবেন বলে কথা দিয়েছেন।

মোশাররফের দল অল পাকিস্তান মুসলিম লিগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড. আমজাদ জানান, কেবল চিকিৎসার উদ্দেশেই মোশাররফ দেশ ছেড়েছেন।

উল্লেখ্য, ১৯৯৯ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সেসময়কার প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে অপসারণ করে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তান শাসন করেন মোশাররফ। গত ২০১৩ সাল থেকে নানা ধরনের মামলায় অভিযুক্ত হয়েছেন তিনি। একইবছর ৫ এপ্রিল তার ওপর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়। সূত্র: ডন নিউজ

/এফইউ/

সম্পর্কিত
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
সর্বশেষ খবর
মেনোত্তির মৃত্যুতে পাশে না থাকার আফসোস ক্রুসিয়ানির
মেনোত্তির মৃত্যুতে পাশে না থাকার আফসোস ক্রুসিয়ানির
টাঙ্গাইল শাড়ির স্বত্ব রক্ষায় ভারতে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার
টাঙ্গাইল শাড়ির স্বত্ব রক্ষায় ভারতে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতেরই অংশ: এস জয়শঙ্কর
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতেরই অংশ: এস জয়শঙ্কর
প্রথম ধাপে ৭ শতাংশ কোটিপতি প্রার্থী
উপজেলা নির্বাচনপ্রথম ধাপে ৭ শতাংশ কোটিপতি প্রার্থী
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?