মিসর ও জর্ডানসহ উপসাগরীয় আরব দেশের নেতাদের এক বৈঠকের জন্য রিয়াদে আমন্ত্রণ জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস)। সৌদি রাষ্ট্রীয় বার্তাসংস্থা এসপিএ বৃহস্পতিবার জানিয়েছে, শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এই বৈঠক হওয়ার কথা রয়েছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
এসপিএ-এর প্রতিবেদনে বলা হয়েছে, আরব নেতাদের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের জন্য শুক্রবার এই অনানুষ্ঠানিক বৈঠকের আয়োজন করা হয়েছে।
কিছুদিন আগে ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসন করে গাজার দখল নেওয়ার এক প্রস্তাব পেশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই প্রস্তাবে তীব্র প্রতিবাদ জানিয়েছে আরব দেশগুলো।
গাজা থেকে উচ্ছেদ করে ফিলিস্তিনিদের জর্ডান ও মিসরে পুনর্বাসনের আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তার এই প্রস্তাব তাৎক্ষণিকভাবে প্রত্যাখান করেছে দুই দেশই।
ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, মিসরে অনুষ্ঠিত হতে যাওয়া আরব সম্মেলনের জরুরি বৈঠকে আরব দেশগুলোর যৌথ পদক্ষেপ এবং এ সংক্রান্ত গৃহীত সিদ্ধান্ত আলোচনার অ্যাজেন্ডায় থাকবে।
এই জরুরি আরব সম্মেলন ৪ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে আলোচনা করা হবে।