X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

গাজা পুনর্গঠনে মিসরের প্রস্তাব গ্রহণ করেছে আরব দেশগুলো

আন্তর্জাতিক ডেস্ক
০৫ মার্চ ২০২৫, ১০:১৪আপডেট : ০৫ মার্চ ২০২৫, ১৮:০২

গাজা পুনর্গঠনের জন্য মিসরের প্রস্তাবকে গ্রহণ করেছেন আরব নেতারা। আরব লীগ সম্মেলনে মঙ্গলবার (৪ মার্চ) গৃহীত ওই প্রস্তাবটি গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনার বিকল্প হিসেবে গ্রহণ করা হলো। এই পরিকল্পনা অনুযায়ী, গাজা পুনর্গঠনে ৫৩ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি বলেছেন, কায়রোতে আয়োজিত সম্মেলনে তাদের প্রস্তাব গৃহীত হয়েছে। এই প্রস্তাবে হামাস স্বাগত জানিয়েছে আর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমালোচনা করেছে।

গত মাসে গাজা পুনর্গঠনে এক বিস্ফোরক প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে সেখানে মধ্যপ্রাচ্যের রিভিয়েরা বানানোর প্রস্তাব দেন তিনি, যা ইসরায়েল বাদে বিশ্বের সবার সমালোচনার শিকার হয়।

গাজার ভবিষ্যৎ নিয়ে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, এর শাসনের দায়িত্ব কার কাঁধে বর্তাবে এবং গাজা পুনর্গঠনে কাঁড়ি কাঁড়ি টাকা কে দেবে।

শাসনের বিষয়ে সিসি বলেছেন, ফিলিস্তিনিদের সঙ্গে আলোচনা করে স্বাধীন ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে একটি পরিষদ গঠনের বিষয়ে তারা আলোচনা করছেন। হামাস-ইসরায়েল যুদ্ধের চূড়ান্ত অবসানের পর তারা শাসনের দায়িত্ব নিতে পারেন।

তিনি আরও বলেছেন, দায়িত্ব নেওয়ার পর ওই কমিটির দায়িত্ব হবে গাজার ত্রাণ কার্যক্রম তত্ত্বাবধান করা এবং প্যালেস্টিনিয়ান অথরিটির (পিএ) হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া।

গাজা বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের ভাগ্যে কী জুটবে। ২০০৭ সাল থেকে গাজা পরিচালনা করা গোষ্ঠীটি মিসরের প্রস্তাবে সমর্থন জানিয়েছে।

মিসরের পরিকল্পনাকে স্বাগত জানিয়ে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের উচিত এমন পরিকল্পনায় সমর্থন দেওয়া, যেখানে লাখ লাখ মানুষকে উচ্ছেদের প্রয়োজন হয় না।

এদিকে, মিসরের প্রস্তাবকে বাস্তবতা বিবর্জিত বলে সমালোচনা করেছে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের দাবি, এই প্রস্তাবনা অনুযায়ী পিএ'র ওপর অতিনির্ভরতা প্রকাশ পেয়েছে আর হামাসকে এখনও পুরোপুরি অকার্যকর করার কথা বলা হয়নি। যুক্তরাষ্ট্রও এই প্রস্তাবে সন্তুষ্ট হতে পারেনি।

আরব লীগের গৃহীত প্রস্তাবে প্রেসিডেন্ট ট্রাম্প সমর্থন দেবেন কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হোয়াইট হাউজ মুখপাত্র ব্রায়ান হিউজ বলেছেন, গাজা এখন বর্তমানে বাস অযোগ্য। ধ্বংসাবশেষ এবং অবিস্ফোরিত যুদ্ধাস্ত্রের মধ্যে মানুষের পক্ষে স্বাভাবিকভাবে বেঁচে থাকা সম্ভব নয়। গাজার এই বাস্তবতা মিসরের প্রস্তাবনা তুলে ধরতে ব্যর্থ হয়েছে। তাই প্রেসিডেন্ট ট্রাম্প তার আগের প্রস্তাবেই অনড় থাকবেন। তিনি হামাসমুক্ত একটি বাসযোগ্য গাজা দেখতে চান।

/এসকে/এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের লেবার পার্টি এগিয়ে
পাকিস্তানকে দেওয়া ঋণ পর্যালোচনা করতে আইএমএফকে ভারতের অনুরোধ
ইউক্রেনের কাছে এফ-১৬ প্রশিক্ষণ বিমান বিক্রয়ের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
খালেদা জিয়ার ঢাকায় ফেরা: নেতাকর্মীদের উপস্থিতি সামলানোর চিন্তায় বিএনপি
খালেদা জিয়ার ঢাকায় ফেরা: নেতাকর্মীদের উপস্থিতি সামলানোর চিন্তায় বিএনপি
জেলের জালে অর্ধলক্ষ টাকা দামের কাতল
জেলের জালে অর্ধলক্ষ টাকা দামের কাতল
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলো ছাড় দেবে, আশা আলী রীয়াজের
গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলো ছাড় দেবে, আশা আলী রীয়াজের
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’