X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

গাজা পুনর্গঠনে মিসরের প্রস্তাব গ্রহণ করেছে আরব দেশগুলো

আন্তর্জাতিক ডেস্ক
০৫ মার্চ ২০২৫, ১০:১৪আপডেট : ০৫ মার্চ ২০২৫, ১৮:০২

গাজা পুনর্গঠনের জন্য মিসরের প্রস্তাবকে গ্রহণ করেছেন আরব নেতারা। আরব লীগ সম্মেলনে মঙ্গলবার (৪ মার্চ) গৃহীত ওই প্রস্তাবটি গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনার বিকল্প হিসেবে গ্রহণ করা হলো। এই পরিকল্পনা অনুযায়ী, গাজা পুনর্গঠনে ৫৩ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি বলেছেন, কায়রোতে আয়োজিত সম্মেলনে তাদের প্রস্তাব গৃহীত হয়েছে। এই প্রস্তাবে হামাস স্বাগত জানিয়েছে আর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমালোচনা করেছে।

গত মাসে গাজা পুনর্গঠনে এক বিস্ফোরক প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে সেখানে মধ্যপ্রাচ্যের রিভিয়েরা বানানোর প্রস্তাব দেন তিনি, যা ইসরায়েল বাদে বিশ্বের সবার সমালোচনার শিকার হয়।

গাজার ভবিষ্যৎ নিয়ে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, এর শাসনের দায়িত্ব কার কাঁধে বর্তাবে এবং গাজা পুনর্গঠনে কাঁড়ি কাঁড়ি টাকা কে দেবে।

শাসনের বিষয়ে সিসি বলেছেন, ফিলিস্তিনিদের সঙ্গে আলোচনা করে স্বাধীন ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে একটি পরিষদ গঠনের বিষয়ে তারা আলোচনা করছেন। হামাস-ইসরায়েল যুদ্ধের চূড়ান্ত অবসানের পর তারা শাসনের দায়িত্ব নিতে পারেন।

তিনি আরও বলেছেন, দায়িত্ব নেওয়ার পর ওই কমিটির দায়িত্ব হবে গাজার ত্রাণ কার্যক্রম তত্ত্বাবধান করা এবং প্যালেস্টিনিয়ান অথরিটির (পিএ) হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া।

গাজা বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের ভাগ্যে কী জুটবে। ২০০৭ সাল থেকে গাজা পরিচালনা করা গোষ্ঠীটি মিসরের প্রস্তাবে সমর্থন জানিয়েছে।

মিসরের পরিকল্পনাকে স্বাগত জানিয়ে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের উচিত এমন পরিকল্পনায় সমর্থন দেওয়া, যেখানে লাখ লাখ মানুষকে উচ্ছেদের প্রয়োজন হয় না।

এদিকে, মিসরের প্রস্তাবকে বাস্তবতা বিবর্জিত বলে সমালোচনা করেছে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের দাবি, এই প্রস্তাবনা অনুযায়ী পিএ'র ওপর অতিনির্ভরতা প্রকাশ পেয়েছে আর হামাসকে এখনও পুরোপুরি অকার্যকর করার কথা বলা হয়নি। যুক্তরাষ্ট্রও এই প্রস্তাবে সন্তুষ্ট হতে পারেনি।

আরব লীগের গৃহীত প্রস্তাবে প্রেসিডেন্ট ট্রাম্প সমর্থন দেবেন কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হোয়াইট হাউজ মুখপাত্র ব্রায়ান হিউজ বলেছেন, গাজা এখন বর্তমানে বাস অযোগ্য। ধ্বংসাবশেষ এবং অবিস্ফোরিত যুদ্ধাস্ত্রের মধ্যে মানুষের পক্ষে স্বাভাবিকভাবে বেঁচে থাকা সম্ভব নয়। গাজার এই বাস্তবতা মিসরের প্রস্তাবনা তুলে ধরতে ব্যর্থ হয়েছে। তাই প্রেসিডেন্ট ট্রাম্প তার আগের প্রস্তাবেই অনড় থাকবেন। তিনি হামাসমুক্ত একটি বাসযোগ্য গাজা দেখতে চান।

/এসকে/এমওএফ/
সম্পর্কিত
পুতিনের সঙ্গে ফোনালাপ করবেন ট্রাম্প
জাপানে দুই সপ্তাহে ৯০০টির বেশি ভূমিকম্প
ভারতে চালু হতে চলেছে মোবাইল ভোটিং 
সর্বশেষ খবর
এশিয়ান কাপে বাংলাদেশ উঠলেও চ্যাম্পিয়ন্স লিগে নেই দেশের কোনও ক্লাব!
এশিয়ান কাপে বাংলাদেশ উঠলেও চ্যাম্পিয়ন্স লিগে নেই দেশের কোনও ক্লাব!
পুতিনের সঙ্গে ফোনালাপ করবেন ট্রাম্প
পুতিনের সঙ্গে ফোনালাপ করবেন ট্রাম্প
আগে জুলাই সনদ ও নতুন সংবিধান, পরে নির্বাচন: নাহিদ ইসলাম
আগে জুলাই সনদ ও নতুন সংবিধান, পরে নির্বাচন: নাহিদ ইসলাম
বনভূমিকে নেচার লার্নিং হাবে রূপান্তরের প্রস্তাব পরিবেশ উপদেষ্টার
বনভূমিকে নেচার লার্নিং হাবে রূপান্তরের প্রস্তাব পরিবেশ উপদেষ্টার
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
ধান-চাল মজুত করায় এসিআইসহ ৬ প্রতিষ্ঠানকে জরিমানা
ধান-চাল মজুত করায় এসিআইসহ ৬ প্রতিষ্ঠানকে জরিমানা