X
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৭ বৈশাখ ১৪৩২

বাংলাদেশে নাগরিকদের নিরাপত্তায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টাকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
২০ মার্চ ২০২৫, ১৪:০২আপডেট : ২০ মার্চ ২০২৫, ১৪:০৪

বাংলাদেশে সকল স্তরের নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টাকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র। বুধবার (১৯ মার্চ) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস এ কথা বলেছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ কথা জানা গেছে।

ওয়াশিংটন ডিসিতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, বিশ্বের যে কোনও দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতা বা অসহিষ্ণুতার ঘটনায় নিন্দা জানায় মার্কিন প্রশাসন। এদিক থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা স্বাগত জানাই, কারণ সব স্তরের নাগরিকদের জন্য তারা নিরাপত্তা নিশ্চিত করেছে। আমাদের প্রত্যাশা, এটা চলমান থাকবে। আমরা সবই পর্যবেক্ষণ করছি।

মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড সম্প্রতি বাংলাদেশ নিয়ে কিছু মন্তব্য করেন। ওই বিষয়ের উল্লেখ করে এক সাংবাদিক প্রশ্ন তুললে এসব কথা বলেন ব্রুস।

এদিকে, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে গ্যাবার্ডের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দা প্রধানের বক্তব্যে গভীর হতাশা ও উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়ন ও হত্যার অভিযোগ তুলেছেন তিনি। তিনি আরও বলেছেন, এখানে ইসলামিক সন্ত্রাসবাদের হুমকি রয়েছে যার মূলে রয়েছে ইসলামি খেলাফত প্রতিষ্ঠা করে দেশ শাসনের মতাদর্শ।

বিবৃতিতে দাবি করা হয়, বাংলাদেশে অন্তর্ভুক্তি ও শান্তিপূর্ণভাবে ইসলাম চর্চার ঐতিহ্য রয়েছে। এছাড়া, উগ্রবাদ ও সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের উল্লেখযোগ্য অবদান রয়েছে। এমতাবস্থায় গ্যাবার্ডের মন্তব্য একদিকে যেমন বিভ্রান্তিমূলক আরেকদিকে তেমনি দেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর।

সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই মন্তব্য করেছেন বলে দাবি করা হয়েছে ওই বিবৃতিতে। সেখানে বলা হয়েছে, নির্দিষ্ট কোনও প্রমাণ বা অভিযোগের ভিত্তিতে মন্তব্যগুলো করেননি গ্যাবার্ড। তার বক্তব্যের মাধ্যমে একটি পুরো জাতিকে অন্যায্য ও অতিরঞ্জিতভাবে চিত্রিত করা হয়েছে।

/এসকে/
সম্পর্কিত
সিরিয়ার রাজধানীর কাছে দ্বিতীয় দিনেও রক্তক্ষয়ী সংঘর্ষ 
কিছুই আমাকে থামাতে পারবে না, ১০০ দিন পূর্তিতে ট্রাম্পের হুঙ্কার
ইসরায়েলি গুপ্তচর সন্দেহে ইরানে এক ব্যক্তির ফাঁসি
সর্বশেষ খবর
বাংলাদেশে বর্জ্য ব্যবস্থাপনা থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহ চীনের
বাংলাদেশে বর্জ্য ব্যবস্থাপনা থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহ চীনের
সিরিয়ার রাজধানীর কাছে দ্বিতীয় দিনেও রক্তক্ষয়ী সংঘর্ষ 
সিরিয়ার রাজধানীর কাছে দ্বিতীয় দিনেও রক্তক্ষয়ী সংঘর্ষ 
নর্থ সাউথে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ উপদেষ্টা আসিফ মাহমুদ
নর্থ সাউথে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ উপদেষ্টা আসিফ মাহমুদ
মেহেদিরাঙা হাতে অস্ত্র, আপ্লুত সেই নারী পুলিশ
মেহেদিরাঙা হাতে অস্ত্র, আপ্লুত সেই নারী পুলিশ
সর্বাধিক পঠিত
দুই মামলায় আসামিপক্ষে কুমিল্লা আদালতে কোনও আইনজীবীকে না দাঁড়ানোর নির্দেশ
দুই মামলায় আসামিপক্ষে কুমিল্লা আদালতে কোনও আইনজীবীকে না দাঁড়ানোর নির্দেশ
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ ছাত্রী কুড়িল থেকে উদ্ধার
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ ছাত্রী কুড়িল থেকে উদ্ধার
উদ্ধার মর্টার শেল নিষ্ক্রিয় করতে বিস্ফোরণে কাঁপলো গোটা গ্রাম, অর্ধশত বাড়িঘর ক্ষতিগ্রস্ত
উদ্ধার মর্টার শেল নিষ্ক্রিয় করতে বিস্ফোরণে কাঁপলো গোটা গ্রাম, অর্ধশত বাড়িঘর ক্ষতিগ্রস্ত
বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু স্ত্রীকে ধর্ষণ ছাত্রদল নেতার
বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু স্ত্রীকে ধর্ষণ ছাত্রদল নেতার
প্যারোলে মুক্তি চান দীপু মনি
প্যারোলে মুক্তি চান দীপু মনি