X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

বাংলাদেশে নাগরিকদের নিরাপত্তায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টাকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
২০ মার্চ ২০২৫, ১৪:০২আপডেট : ২০ মার্চ ২০২৫, ১৪:০৪

বাংলাদেশে সকল স্তরের নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টাকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র। বুধবার (১৯ মার্চ) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস এ কথা বলেছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ কথা জানা গেছে।

ওয়াশিংটন ডিসিতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, বিশ্বের যে কোনও দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতা বা অসহিষ্ণুতার ঘটনায় নিন্দা জানায় মার্কিন প্রশাসন। এদিক থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা স্বাগত জানাই, কারণ সব স্তরের নাগরিকদের জন্য তারা নিরাপত্তা নিশ্চিত করেছে। আমাদের প্রত্যাশা, এটা চলমান থাকবে। আমরা সবই পর্যবেক্ষণ করছি।

মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড সম্প্রতি বাংলাদেশ নিয়ে কিছু মন্তব্য করেন। ওই বিষয়ের উল্লেখ করে এক সাংবাদিক প্রশ্ন তুললে এসব কথা বলেন ব্রুস।

এদিকে, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে গ্যাবার্ডের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দা প্রধানের বক্তব্যে গভীর হতাশা ও উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়ন ও হত্যার অভিযোগ তুলেছেন তিনি। তিনি আরও বলেছেন, এখানে ইসলামিক সন্ত্রাসবাদের হুমকি রয়েছে যার মূলে রয়েছে ইসলামি খেলাফত প্রতিষ্ঠা করে দেশ শাসনের মতাদর্শ।

বিবৃতিতে দাবি করা হয়, বাংলাদেশে অন্তর্ভুক্তি ও শান্তিপূর্ণভাবে ইসলাম চর্চার ঐতিহ্য রয়েছে। এছাড়া, উগ্রবাদ ও সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের উল্লেখযোগ্য অবদান রয়েছে। এমতাবস্থায় গ্যাবার্ডের মন্তব্য একদিকে যেমন বিভ্রান্তিমূলক আরেকদিকে তেমনি দেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর।

সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই মন্তব্য করেছেন বলে দাবি করা হয়েছে ওই বিবৃতিতে। সেখানে বলা হয়েছে, নির্দিষ্ট কোনও প্রমাণ বা অভিযোগের ভিত্তিতে মন্তব্যগুলো করেননি গ্যাবার্ড। তার বক্তব্যের মাধ্যমে একটি পুরো জাতিকে অন্যায্য ও অতিরঞ্জিতভাবে চিত্রিত করা হয়েছে।

/এসকে/
সম্পর্কিত
মাস্কের সমালোচনা করলেন গেটস, দিলেন ২০০ বিলিয়ন ডলার দানের প্রতিশ্রুতি
আ.লীগ বা সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে পারে: আসিফ নজরুল
প্রথমবারের মতো মার্কিন পোপ, রবার্ট প্রেভোস্ট হলেন পোপ লিও চতুর্দশ
সর্বশেষ খবর
জাল এক লাখ টাকা ২০ হাজারে বিক্রি
জাল এক লাখ টাকা ২০ হাজারে বিক্রি
মাস্কের সমালোচনা করলেন গেটস, দিলেন ২০০ বিলিয়ন ডলার দানের প্রতিশ্রুতি
মাস্কের সমালোচনা করলেন গেটস, দিলেন ২০০ বিলিয়ন ডলার দানের প্রতিশ্রুতি
যমুনা থেকে বাংলামোটর জনসমুদ্রে পরিণত করার ডাক হাসনাতের
যমুনা থেকে বাংলামোটর জনসমুদ্রে পরিণত করার ডাক হাসনাতের
বিএনপি নেতার টাকা দাবির অডিও রেকর্ড ভাইরাল, ‘এডিটেড’ বলছেন অভিযুক্ত
বিএনপি নেতার টাকা দাবির অডিও রেকর্ড ভাইরাল, ‘এডিটেড’ বলছেন অভিযুক্ত
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ