X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ব্রাসেলসে হামলার ঘটনায় ইউরোপজুড়ে সতর্কতা

বিদেশ ডেস্ক
২৩ মার্চ ২০১৬, ০৯:৪৩আপডেট : ২৩ মার্চ ২০১৬, ১২:৫৮

বেলজিয়ামের একটি বিমানবন্দর ও একটি মেট্রোরেলে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর দেশটির রাজধানী ব্রাসেলসের সঙ্গে বিমান ও রেল যোগাযোগ বন্ধ করে দিয়েছে ইউরোপ। হামলার পরপরই তাৎক্ষণিকভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রতিবেশী ফ্রান্স, জার্মানি ও নেদারল্যান্ডসসহ ইউরোপের বিভিন্ন দেশ ও যুক্তরাষ্ট্রে সতর্কতা জারি করা হয়েছে। ব্রিটেনের বিমানবন্দর, সীমান্তসহ স্পর্শকাতর স্থাপনায় নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। 

২২ মার্চ ২০১৬ মঙ্গলবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি বোমা বিস্ফোরণ ঘটে। এর কিছুক্ষণ পরই মায়েলবিক মেট্রোরেল স্টেশনেও বোমা হামলা হয়। এ দুই ঘটনায় অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। হামলার পর পরই বিমানবন্দর, মেট্রোরেল, বাস, ট্রাম এবং প্রধান প্রধান রেলস্টেশনসহ অচল হয়ে পড়ে গোটা রাজধানী। জারি করা হয় সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা। ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদর দপ্তরও এ শহরেই অবস্থিত।

ব্রাসেলসে হামলার পর সতর্ক অবস্থায় নিউ ইয়র্কের পুলিশ।

টুইটারে ব্রাসেলস গণপরিবহন সংস্থা এসটিআইবি শহরের জনসাধারণকে সতর্ক করে জানায়, আমাদের গোটা নেটওয়ার্কই এ মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে।

বিমান কর্তৃপক্ষ জানায়, ব্রাসেলস-জাভেন্টেম আন্তর্জাতিক বিমানবন্দর বুধবার স্থানীয় সময় সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে। ফলে শত শত নির্ধারিত ফ্লাইট বাতিল হয়ে যায়। ইউরোপের বিভিন্ন দেশ, নিউইয়র্ক, ডাকারসহ বিভিন্ন বিমানবন্দর থেকে আসার কথা রয়েছে এমন অন্তত ৪০০ ফ্লাইট স্থগিত করা হয়েছে।

বিমানবন্দরের নিরাপত্তা জোরদারের পাশাপাশি বেলজিয়ামের ট্রেন সংস্থা ইউরোস্টার জানিয়েছে, দেশের বিভিন্ন এলাকা থেকে ব্রাসেলসমুখী সব ট্রেন বাতিল করা হয়েছে।

এদিকে সীমান্ত চৌকি, বিমানবন্দর, সমুদ্র ও নদীবন্দর এবং ট্রেন স্টেশনে অতিরিক্ত ১৬শ' পুলিশ মোতায়েন করেছে ফ্রান্স। এ তথ্য জানানোর পাশাপাশি ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড সেজেনেভ ইউরোপকে একজোট হয়ে আরও শক্তিশালীভাবে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে নামার আহ্বান জানান।

যুক্তরাজ্যের এয়ারপোর্টগুলোতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

ব্রিটেনের হিথ্রো গেটউইক বিমানবন্দর এক বিবৃতিতে জানিয়েছে, ব্রাসেলসের ভয়াবহ হামলার কারণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন টুইটারে উদ্বেগ প্রকাশ করে বলেন, তিনি এ ঘটনায় গভীরভাবে মর্মাহত। মঙ্গলবার সন্ধ্যায় তিনি এ নিয়ে মন্ত্রিপরিষদের সঙ্গে বৈঠক করবেন বলেও উল্লেখ করেন। প্রতিবেশী জার্মানি, নেদারল্যান্ডসও নিজেদের সীমান্ত, বিমানবন্দর, প্রধান প্রধান রেল ও বাস স্টেশনে নিরাপত্তা জোরদার করেছে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও রাজধানী ওয়াশিংটন ডিসিতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। ব্রাসেলসে হামলার পর দুই শহরের জনাকীর্ণ এলাকাসহ বিভিন্ন ট্রেন স্টেশনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

/এমপি/বিএ/

সম্পর্কিত
ক্যানারি দ্বীপে নৌকাডুবি, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
সর্বশেষ খবর
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
ফুটবল লেখকদের ভোটে বর্ষসেরা ফডেন
ফুটবল লেখকদের ভোটে বর্ষসেরা ফডেন
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ