X
রবিবার, ২৫ মে ২০২৫
১১ জ্যৈষ্ঠ ১৪৩২

অনুপ্রবেশের অভিযোগে পশ্চিমবঙ্গে ৯ বাংলাদেশি গ্রেফতার

রক্তিম দাশ, কলকাতা
২৫ মে ২০২৫, ১৭:১৬আপডেট : ২৫ মে ২০২৫, ১৭:১৬

পশ্চিমবঙ্গে ভিন্ন ঘটনায় মোট নয়জন বাংলাদেশিকে আটক করেছে স্থানীয় পুলিশ। এরমধ্যে মুর্শিদাবাদের গৌরিবাগ এলাকা থেকে আটজন এবং কলকাতার কালিঘাট থেকে একজনকে গ্রেফতার করা হয়।

গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদ থানার পুলিশ শনিবার (২৪ মে) রাতে একটি অভিযান চালায়। ওই অভিযানে নয় জনকে আটক করা হয়। তাদের মধ্যে আট জন বাংলাদেশি ও এক জন ভারতীয়। পুলিশের তথ্য অনুযায়ী, আটক বাংলাদেশিদের মধ্যে রয়েছেন রাজশাহীর মোহাম্মদ রবিউল ইসলাম, খুলনার ইদ্রিস শেখ, ফারজানা খাতুন ও জুলাইকা বিবি, নড়াইলের আনারুল শেখ, সাতক্ষীরার মিলন গাজি ও জেসমিন খাতুন।

পুলিশের অভিযোগ, আটক ব্যক্তিরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে এসে রানীনগরে বসবাস শুরু করেন। সেখানে আধার কার্ড, ভোটার কার্ড ও রেশন কার্ডসহ বিভিন্ন রকম জাল নথি তৈরি করে গুজরাটে পাড়ি দেন কাজের খোঁজে। কিন্তু গুজরাট, হরিয়ানা ও রাজস্থানে অবৈধ বাংলাদেশিদের ধরপাকড় বৃদ্ধি পাওয়ায়, তারা মুর্শিদাবাদ ফিরে আসেন।

পুলিশের বয়ানে দাবি করা হয়, পরিস্থিতি অনুকূলে না থাকায় বাংলাদেশে পালানোর পরিকল্পনা শুরু করেন তারা। বহরমপুরে কিছুদিন লুকিয়ে থাকার পর রানিনগরের দিকে রওনা দেন। তবে পথেই পুলিশের হাতে ধরা পড়েন। রানিনগর হয়ে দালালের সহায়তায় সীমান্ত পেরিয়ে ফের বাংলাদেশে ঢোকার পরিকল্পনা ছিল। পুলিশ তাদের রবিবার লালবাগ মহকুমা আদালতে হাজির করে ১০ দিনের হেফাজতের আবেদন করে।

এদিকে, কলকাতার কালীঘাট থেকে এক আজাদ শেখ নামের এক ব্যক্তিকে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তের বরাতে দাবি করা হয়, আটক ব্যক্তি বাংলাদেশের নাগরিক। পাসপোর্ট বা ভিসা ছাড়াই তিনি প্রায় দু’বছর ধরে অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন। সম্প্রতি এক সড়ক দুর্ঘটনার জের ধরে পুলিশের হাতে ধরা পড়ে যান তিনি।

১৮ মে সকাল সাড়ে ৬টা নাগাদ, কলকাতার সদানন্দ রোডে একটি গাড়ি আচমকা ধাক্কা দেয় নেতাজিনগর থানার এএসআই সুষেণ দাসকে। দুর্ঘটনায় গুরুতর জখম হন ওই পুলিশকর্মী। তার বাঁ পা ভেঙে যায়, মুখ ও হাতেও আঘাত লাগে। প্রথমে তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়, পরে স্থানান্তর করা হয় অন্য একটি হাসপাতালে।

এই ঘটনায় অভিযুক্ত হন ওই গাড়িতে থাকা আজাদ। তার বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। তদন্তের বিবৃতিতে লেখা হয়, অভিযুক্তের বয়স আনুমানিক ৪১ বছর। তিনি নিজেকে উত্তর ২৪ পরগনার বাসিন্দা বলে দাবি করেছিলেন। কিন্তু পুলিশের হাতে জমা দেওয়া নথিপত্র খতিয়ে দেখা যায়, অধিকাংশই জাল। পরবর্তী সময়ে আরও তদন্তের ভিত্তিতে পুলিশ দাবি করে, আজাদ আসলে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে ভারতে প্রবেশ করেছেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ।

/এসকে/
সম্পর্কিত
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের বৃহত্তম বন্দি বিনিময়, শেষ দিনে মুক্ত ৬০৬ জন
শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবেন এরদোয়ান
বাংলাদেশসহ একাধিক দেশে সামরিক উপস্থিতি বিবেচনা করছে চীন: যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
জুলাই আন্দোলনে প্রত্যেকের বুকের মধ্যে আবরার ফাহাদ ছিল: সংস্কৃতি উপদেষ্টা
জুলাই আন্দোলনে প্রত্যেকের বুকের মধ্যে আবরার ফাহাদ ছিল: সংস্কৃতি উপদেষ্টা
জুলাই আন্দোলনে আহত ৪ জনের বিষপানে আত্মহত্যার চেষ্টা
জুলাই আন্দোলনে আহত ৪ জনের বিষপানে আত্মহত্যার চেষ্টা
গুচির ডিজাইন করা প্রথম শাড়িতে কান মাতালেন আলিয়া
গুচির ডিজাইন করা প্রথম শাড়িতে কান মাতালেন আলিয়া
সরকারি চাকরি অধ্যাদেশ জারি
সরকারি চাকরি অধ্যাদেশ জারি
সর্বাধিক পঠিত
রাস্তার পাশাপাশি মেট্রোস্টেশনে আন্দোলনকারীদের অবস্থান, ভোগান্তিতে যাত্রীরা
রাস্তার পাশাপাশি মেট্রোস্টেশনে আন্দোলনকারীদের অবস্থান, ভোগান্তিতে যাত্রীরা
সোমবার থেকে বন্ধ থাকবে সব ধরনের আমদানি-রফতানি
সোমবার থেকে বন্ধ থাকবে সব ধরনের আমদানি-রফতানি
বিক্ষোভে উত্তাল সচিবালয়
বিক্ষোভে উত্তাল সচিবালয়
বাংলাদেশসহ একাধিক দেশে সামরিক উপস্থিতি বিবেচনা করছে চীন: যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ একাধিক দেশে সামরিক উপস্থিতি বিবেচনা করছে চীন: যুক্তরাষ্ট্র
নিজ জেলায় জামায়াত আমির, দিনব্যাপী কর্মসূচি
নিজ জেলায় জামায়াত আমির, দিনব্যাপী কর্মসূচি