X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

মার্কিন আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার দায়ে ৭ ইরানি অভিযুক্ত

বিদেশ ডেস্ক
২৫ মার্চ ২০১৬, ১০:৩৬আপডেট : ২৫ মার্চ ২০১৬, ১০:৩৬
image

অভিযুক্ত ইরানিদের ছবি মার্কিন আর্থিক প্রতিষ্ঠানে হ্যাকিংয়ের দায়ে সাত ইরানি নাগরিকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র অভিযোগ গঠন করেছে। ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত ব্যাংকসহ প্রায় ৫০টি আর্থিক প্রতিষ্ঠান এবং নিউ ইয়র্ক ড্যাম-এ সাইবার হামলার জন্য ঐ ব্যক্তিদের অভিযুক্ত করা হয়। দোষী সাব্যস্ত হলে তাদের ১০ বছর পর্যন্ত সাজা হতে পারে।
মাত্র আগের দিনই মার্কিন সেনাবাহিনীর গোপন তথ্য হ্যাক করার দায়ে একজন চীনা নাগরিককে পাঁচ বছরের কারাদণ্ড এবং আড়াই লাখ ডলার জরিমানা করা হয়।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বলছে, যে সাত জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা ইরানের ভেতরে থেকেই মার্কিন প্রতিষ্ঠানগুলোতে হ্যাকিং-এর চেষ্টা করছিলেন। অভিযুক্তরা ইরান সরকারের হয়ে কাজ করছিলেন বলেই অভিযোগ যুক্তরাষ্ট্রের।
এছাড়া এর সঙ্গে ইরানের সেনাবাহিনী রেভ্যুউলিশনারি গার্ড-ও জড়িত রয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ‘হ্যাকাররা অত্যন্ত অভিজ্ঞ’ বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মার্কিন অ্যাটর্নি জেনারেল, লরেটা লিঞ্চ বলেছেন, ‘যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে, আমেরিকান অনলাইন অপারেশন সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যেই এই সকল হামলা চালানো হয়েছে।’

এসব হামলার কারণে হ্যাকিং-এর শিকার প্রতিষ্ঠানগুলোর লাখ লাখ ডলার লোকসান হয়েছে বলেও উল্লেখ করেন লরেটা লিঞ্চ।

অভিযুক্তদের নাম-আহমদ ফাথি, হামিদ ফিরোজি, আমিন শোকোহি, সাদেঘ আহমদজাদেগান, ওমিদ গাফফারিনিয়া, সিনা কেইসার ও নাদের সেইদি। এর মধ্যে আহমদজাদেগান ও গাফফারিনিয়া নাসার সার্ভার ও ওয়েবসাইটে হামলার দায় স্বীকার করে। আর ফিরোজি নিউইয়র্কের বোউমান ড্যামের কম্পিউটার সিস্টেমে ঢুকতে পারতেন।

তবে এসব অভিযুক্তকে ইরান যে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে সেরকম কোনও সম্ভাবনা নেই। অবশ্য এফবিআই কর্মকর্তাদের আশা, পৃথিবী ছোট হওয়ায় কোনও না কোনও সময় ওই অভিযুক্তরা যুক্তরাষ্ট্রে আসতে পারেন। আর তাই তাদের ধরার জন্য তৎপরতা অব্যাহত থাকবে।

সূত্র: বিবিসি

/এফইউ/

সম্পর্কিত
ভারতের মসলা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র
ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
প্রেসিডেনশিয়াল ডিবেটে মুখোমুখি হবেন বাইডেন-ট্রাম্প, যা জানা গেলো
সর্বশেষ খবর
‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ পাচ্ছে ২৯ প্রতিষ্ঠান
‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ পাচ্ছে ২৯ প্রতিষ্ঠান
মানবিক সমাজ বিনির্মাণে তরুণদের জ্ঞানকে কাজে লাগাতে হবে: স্পিকার
মানবিক সমাজ বিনির্মাণে তরুণদের জ্ঞানকে কাজে লাগাতে হবে: স্পিকার
দিল্লির রেকর্ড রানের জবাবে লড়াই করে হারলো মুম্বাই
দিল্লির রেকর্ড রানের জবাবে লড়াই করে হারলো মুম্বাই
মোরসালিনের ফেরার ম্যাচে ব্রাজিলিয়ানের জোড়ায় জিতলো কিংস
মোরসালিনের ফেরার ম্যাচে ব্রাজিলিয়ানের জোড়ায় জিতলো কিংস
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা