X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

সাইপ্রাসে রাজনৈতিক আশ্রয় চান মিসরের বিমান ছিনতাইকারী

বিদেশ ডেস্ক
২৯ মার্চ ২০১৬, ১৪:৪০আপডেট : ২৯ মার্চ ২০১৬, ১৫:১৬
image

সাইপ্রাসে রাজনৈতিক আশ্রয় চান মিসরের বিমান ছিনতাইকারী ৪ বিদেশি নাগরিকসহ অন্তত ১১ জন আরোহীকে জিম্মি করা মিসরের ইজিপ্ট এয়ারলাইনের অভ্যন্তরীণ রুটের বিমানের ছিনতাইকারীর নাম ইবরাহিম সামাহা। তিনি কোন দেশের নাগরিক তা এখনও জানা যায়নি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, তিনি মিসরের নাগরিক হতে পারেন। সাইপ্রাসের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, ওই ছিনতাইকারী সাইপ্রাসে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন।  
জিম্মি হওয়া ৪ বিদেশি কোন কোন দেশের নাগরিক তা জানা যায়নি। তবে বিমানে থাকা যাত্রীদের মধ্যে ৮ জন ব্রিটিশ এবং ১০ জন মার্কিন নাগরিক ছিলেন। বিমান ছিনতাইয়ের পর ওই ছিনতাইকারী রানওয়ে থেকে কর্তৃপক্ষকে সরে যাওয়ার নির্দেশ দেন যেন নারী আর শিশুদের নিরাপদে ছেড়ে দেওয়া যায়।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টায় প্লেনটি আলেকজান্দ্রিয়া থেকে ৬২ জন যাত্রী নিয়ে উড্ডয়ন করে। এর কিছুপরই এটি ছিনতাইয়ের শিকার হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো ছিনতাইয়ের এই খবর নিশ্চিত করে। বিবিসি জানিয়েছে, মিসরের আভ্যন্তরীণ রুটের বিমানটি আলেকজান্দ্রিয়া থেকে রাজধানী কায়রোতে যাচ্ছিল। বিমানে থাকা একজন সশস্ত্র ছিনতাইকারী বিমানটিকে সাইপ্রাসে নিয়ে গেছে বলে জানিয়েছে ইজিপ্ট এয়ারের মুখপাত্র। এয়ারবাস এ৩২০ মডেলের বিমানটিতে ৬০ জনের বেশি যাত্রী ছিল।
ডেইলি মেইলের খবরে বলা হয়েছে ছিনতাই হওয়া বিমানটিকে সাইপ্রাসের লারনাকা বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য করা হলেও ক্রু এবং ৪ বিদেশি নাগরিককে জিম্মি করে বাকীদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, এখন পর্যন্ত ৩০ থেকে ৪০ জন আরোহীকে মুক্তি দেওয়া হয়েছে।

সাইপ্রাসে রাজনৈতিক আশ্রয় চান মিসরের বিমান ছিনতাইকারী

এ৩২০ সিরিজের প্লেনটিকে ছিনতাইকারী সাইপ্রাসের বন্দরনগরী লারনাকায় অবস্থিত লারনাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণে বাধ্য করে। বিমানটিতে বোমা থাকার আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে সাইপ্রাস কর্তৃপক্ষ। সূত্র: বিবিসি, আল জাজিরা, গার্ডিয়ান, ডেইলি মেইল।

/বিএ/

সম্পর্কিত
মার্কিন অস্ত্র সহায়তা স্থগিতে রুশ হামলা জোরদারের শঙ্কায় ইউক্রেন
গাজায় যুদ্ধবিরতিট্রাম্পের ‘চূড়ান্ত’ প্রস্তাব পর্যালোচনা করছে হামাস, নির্মূলের অঙ্গীকার ইসরায়েলের
লন্ডনে মা‌কে কুপিয়ে হত্যা, ছেলে লায়েক মিয়া অভিযুক্ত
সর্বশেষ খবর
চোরের ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত
চোরের ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত
বর্ষায় ঘুরতে যাওয়ার আগে এই ১০ জিনিস সঙ্গে রাখতে ভুলবেন না
বর্ষায় ঘুরতে যাওয়ার আগে এই ১০ জিনিস সঙ্গে রাখতে ভুলবেন না
ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন
ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল