X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

সাইপ্রাসে রাজনৈতিক আশ্রয় চান মিসরের বিমান ছিনতাইকারী

বিদেশ ডেস্ক
২৯ মার্চ ২০১৬, ১৪:৪০আপডেট : ২৯ মার্চ ২০১৬, ১৫:১৬
image

সাইপ্রাসে রাজনৈতিক আশ্রয় চান মিসরের বিমান ছিনতাইকারী ৪ বিদেশি নাগরিকসহ অন্তত ১১ জন আরোহীকে জিম্মি করা মিসরের ইজিপ্ট এয়ারলাইনের অভ্যন্তরীণ রুটের বিমানের ছিনতাইকারীর নাম ইবরাহিম সামাহা। তিনি কোন দেশের নাগরিক তা এখনও জানা যায়নি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, তিনি মিসরের নাগরিক হতে পারেন। সাইপ্রাসের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, ওই ছিনতাইকারী সাইপ্রাসে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন।  
জিম্মি হওয়া ৪ বিদেশি কোন কোন দেশের নাগরিক তা জানা যায়নি। তবে বিমানে থাকা যাত্রীদের মধ্যে ৮ জন ব্রিটিশ এবং ১০ জন মার্কিন নাগরিক ছিলেন। বিমান ছিনতাইয়ের পর ওই ছিনতাইকারী রানওয়ে থেকে কর্তৃপক্ষকে সরে যাওয়ার নির্দেশ দেন যেন নারী আর শিশুদের নিরাপদে ছেড়ে দেওয়া যায়।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টায় প্লেনটি আলেকজান্দ্রিয়া থেকে ৬২ জন যাত্রী নিয়ে উড্ডয়ন করে। এর কিছুপরই এটি ছিনতাইয়ের শিকার হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো ছিনতাইয়ের এই খবর নিশ্চিত করে। বিবিসি জানিয়েছে, মিসরের আভ্যন্তরীণ রুটের বিমানটি আলেকজান্দ্রিয়া থেকে রাজধানী কায়রোতে যাচ্ছিল। বিমানে থাকা একজন সশস্ত্র ছিনতাইকারী বিমানটিকে সাইপ্রাসে নিয়ে গেছে বলে জানিয়েছে ইজিপ্ট এয়ারের মুখপাত্র। এয়ারবাস এ৩২০ মডেলের বিমানটিতে ৬০ জনের বেশি যাত্রী ছিল।
ডেইলি মেইলের খবরে বলা হয়েছে ছিনতাই হওয়া বিমানটিকে সাইপ্রাসের লারনাকা বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য করা হলেও ক্রু এবং ৪ বিদেশি নাগরিককে জিম্মি করে বাকীদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, এখন পর্যন্ত ৩০ থেকে ৪০ জন আরোহীকে মুক্তি দেওয়া হয়েছে।

সাইপ্রাসে রাজনৈতিক আশ্রয় চান মিসরের বিমান ছিনতাইকারী

এ৩২০ সিরিজের প্লেনটিকে ছিনতাইকারী সাইপ্রাসের বন্দরনগরী লারনাকায় অবস্থিত লারনাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণে বাধ্য করে। বিমানটিতে বোমা থাকার আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে সাইপ্রাস কর্তৃপক্ষ। সূত্র: বিবিসি, আল জাজিরা, গার্ডিয়ান, ডেইলি মেইল।

/বিএ/

সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই