X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

মার্কিন ত্রাণ গ্রহণে হাইতির বাদাম চাষিদের অস্বীকৃতি

বিদেশ ডেস্ক
২৮ আগস্ট ২০১৬, ১৮:৩৯আপডেট : ২৮ আগস্ট ২০১৬, ১৮:৩৯

হাইতির বাদাম চাষিরাহাইতির বাদাম চাষিরা যুক্তরাষ্ট্রের দেওয়া ৫০০ টন বাদাম গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন। তাদের দাবি, এতে করে হাইতির কয়েক হাজার বাদাম চাষির জীবিকা ক্ষতিগ্রস্থ হবে ও হুমকির মধ্যে পড়বে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

বিশ্বব্যাংকের মতে, গত এক দশকে হাইতির চরম দারিদ্র্যের হার ৩১ শতাংশ থেকে ২৪ শতাংশে এসে দাঁড়িয়েছে। যদিও তা এখনও আমেরিকা অঞ্চলের সবচেয়ে দরিদ্র দেশ ও বিশ্বের দরিদ্রগুলোর একটি।

যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয়ের দাবি, এ ৫০০ টন বাদাম ক্ষুধার্ত স্কুল শিক্ষার্থীদের জন্য ত্রাণ হিসেবে দেওয়া হচ্ছে। যদিও স্থানীয়রা এর প্রচণ্ড বিরোধিতা করছেন। হাইতির স্থানীয় ও বিদেশি চাষি ও দাতাকর্মীদের প্রায় অর্ধশত গ্রুপ এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্রের এ ত্রাণ না পাঠানোর জন্য দাবি জানিয়েছে।

চাষিদের নেতা অ্যান্থোনিসে গিলিউমে আল-জাজিরাকে বলেন, ‘আমাদের বাদাম প্রাকৃতিক। আমরা বার বার পুনরুৎপাদন করতে পারি।’ তিনি আরও বলেন, ‘আমরা বাদাম নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করি না। কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি আমাদের এ প্রাকৃতিক বাদাম ধ্বংস করতে চায়, আমরা তা মেনে নিতে পারি না। আমরা লড়াই করব। বাদাম আমাদের ঐতিহ্যের অংশ।’

হাইতির কৃষি বিশেষজ্ঞ জিন পিয়েরে রিকট বলেন, যুক্তরাষ্ট্রের দেওয়া বাদাম বড় ধরনের বিপর্যয় তৈরি করবে। ধান উৎপাদন ধ্বংসের চেয়েও তা বড় আকারের হবে। নীতির কারণেই কয়েক হাজার পরিবার তাদের জীবিকা হারিয়েছে। এ সমস্যা মোকাবেলায়, এসব নীতি বাতিলের জন্য আমাদের আসল লড়াই শুরু করতে হবে। সূত্র: আল-জাজিরা।

/এএ/

 

সম্পর্কিত
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৮
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
সর্বশেষ খবর
সাগরে তেল-গ্যাস অনুসন্ধান: দরপত্র মূল্যায়নের সময় বেঁধে দিলো সরকার
সাগরে তেল-গ্যাস অনুসন্ধান: দরপত্র মূল্যায়নের সময় বেঁধে দিলো সরকার
লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় ভোট দিলেন মোদি
লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় ভোট দিলেন মোদি
সিরিজ জয়ের ম্যাচের আড়ালে শান্তদের নিয়ে অন্য আলোচনা
সিরিজ জয়ের ম্যাচের আড়ালে শান্তদের নিয়ে অন্য আলোচনা
গ্রোসারি কেনাকাটায় টাকা সাশ্রয় করার ৬ স্মার্ট উপায়
গ্রোসারি কেনাকাটায় টাকা সাশ্রয় করার ৬ স্মার্ট উপায়
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?