X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

দ্রুত নাফটা আলোচনা শেষ করতে রাজি যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা

বিদেশ ডেস্ক
২০ জুলাই ২০১৭, ১৭:৪০আপডেট : ২০ জুলাই ২০১৭, ১৭:৪৩

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার কর্মকর্তারা নর্থ আমেরিকান ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট (নাফটা) নিয়ে আলোচনা দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে সম্মত হয়েছেন।  সংশ্লিষ্ট দেশগুলোর দেশগুলোর সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সূত্রদের মতে, ২০১৮ সালের মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচনের আগেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে চান কর্মকর্তারা।

দ্রুত নাফটা আলোচনা শেষ করতে রাজি যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা

রয়টার্সের খবরে বলা হয়েছে, চুক্তিটি চূড়ান্ত করতে সাত ধাপে আলোচনা হবে। প্রতিটি ধাপের আলোচনায় তিন সপ্তাহের বিরতি থাকবে। মেক্সিকোর দুই কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় নিজেদের পরিচয় প্রকাশে রাজি হননি তারা।

এক মেক্সিকান কর্মকর্তা জানান, নির্বাচনি প্রচারণা চূড়ান্তে পৌঁছার আগেই আলোচনা শেষ করার লক্ষ্য রয়েছে। ফলে এমন সূচি তৈরি করা হয়েছে।

ট্রাম্পের দাবিতে ও অনড় অবস্থানের কারণেই নাফটা নিয়ে পুনরায় আলোচনা শুরু হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের স্বার্থ সংরক্ষিত না হলে নাফটা থেকে বের হওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। তার দাবি, এই চুক্তির ফলে মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যে অসমতা তৈরি হয়েছে এবং যুক্তরাষ্ট্র কয়েক হাজার কর্মসংস্থান হারিয়েছে।

বুধবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইটহিজার জানান, ট্রিলিয়ন ডলারের ত্রিপক্ষীয় চুক্তি নিয়ে ওয়াশিংটনে ১৬-২০ আগস্ট প্রথম পর্বের আলোচনা শুরু হবে।

এক মেক্সিকান কর্মকর্তা জানিয়েছেন, দ্বিতীয় পর্যায় আলোচনা অনুষ্ঠিত হবে মেক্সিকোতে। তবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির মুখপাত্র জানিয়েছেন, কত পর্বে আলোচনা অনুষ্ঠিত তা নিয়ে এখনও সবগুলো দেশ একমত হয়নি। টানা আলোচনার বিষয়টিও এখনও অমীমাংসিত।

কানাডা সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র, যিনি আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট জানিয়েছেন যুক্তরাষ্ট্র এই ‘বিস্ময়কর’ সময়সূচি প্রস্তাব করেছে। তবে এই সময়সূচির বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলো একমত হয়েছে কিনা তা নিশ্চিত করতে পারেনি এই সূত্রটি।

মার্কিন প্রশাসনের কর্মকর্তারা জানান, মেক্সিকো আলোচনাটি নির্বাচনি প্রচারণা তুঙ্গে উঠার আগেই এই বছরের মধ্যে শেষ করার আহ্বান জানিয়েছে।

রবার্ট লাইটহিজার জানান, তিনি আশা করছেন আলোচনাটি এই বছরের মধ্যেই শেষ হবে। তবে তিনি আলোচনার জন্য কোনও নির্দিষ্ট সময়সীমার কথা উল্লেখ করতে রাজি হননি।

নাফটা নিয়ে পুনরায় আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেবেন ওয়েস্টার্ন হেমিস্ফায়ার-এর সহকারী বাণিজ্য প্রতিনিধি জন মেলে। যদিও আইন অনুসারে, এই আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষে প্রতিনিধিত্বের দায়িত্ব লাইটহিজারের ঘাড়েই বর্তায়। জুন মাসে তিনি বলেছিলেন, এই বছরের মধ্যে আলোচনা শেষ করা অনেক বেশি দ্রুত হয়ে যাবে কিন্তু সময় বাঁচানোর জন্য আমরা কোনও দুর্বল চুক্তি করব না। সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
লন্ড‌নের মেয়র প‌দে হ্যাটট্রিক জ‌য়ের প‌থে সা‌দিক খান
গাজায় যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ
মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের ওপর ইরানের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা