X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

সন্তান প্রসবের এক অবাক অভিজ্ঞতা

বিদেশ ডেস্ক
০৭ এপ্রিল ২০২১, ১৮:৩০আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ১৮:৩০

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের মেলিসা সার্জেকফ ৮মার্চ পর্যন্ত নিজের স্বাভাবিক দৈনন্দিন রুটিন পালন করে যাচ্ছিলেন। কিন্তু ওই দিন থেকে তিনি পাকস্থলীতে তীব্র ব্যথা অনুভব করতে শুরু করেন।

প্রথম দিকে তার সঙ্গী ডনি ক্যাম্পবেল মনে করেছিলেন, হয়ত কিডনির প‌াথরের কারণে এমন হচ্ছে। তিনি জরুরি সেবা ৯১১-এ ফোন করে সহযোগিতা চান।

কিন্তু এটি কোনও কিডনির পাথর বা সাধারণ পাকস্থলির ব্যথা ছিল না। মেলিসা জানান, টয়লেটের সিটে বসলেই কিছুটা আরাম পেতেন। কিছু দিন পর আর তা করতে পারছিলেন না। ব্যথায় চিৎকার শুরু করতেন।

মেলিসা বলেন, ওই সময় আমার মনে হচ্ছিল কিছু একটা আমার ভেতর থেকে বেরিয়ে আসছে। আমি টয়লেটের দিকে থাকালেও নিশ্চিত ছিলাম না কী ছিল সেটা। আমি মনে করছিলাম, হয়ত আমার কোনও অঙ্গহানি হয়েছে। কারণ আমি জানতাম না।

আসলে মেলিসা ছিলেন অন্তঃস্বত্তা এবং টয়লেটে সন্তানের জন্ম দিয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি বোস্টনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন অবাক করার মতো সন্তান জন্ম দেওয়ার অভিজ্ঞতা তুলে ধরেছেন। মেলিসার সঙ্গী ক্যাম্পবেল বলেন, আমরা সন্তান প্রত্যাশা করছিলাম না। কিন্তু হুট করে টয়লেটে একটা বাচ্চার জন্ম হয়ে গেলো।

মেলিসা একেবারেই হকচকিয়ে যান। কারণ তিনি যে অন্তঃস্বত্তা ছিলেন এই বিষয়ে তার কোনও ধারণাই ছিল না। সন্তান গর্ভে থাকার ৯ মাসেও তা জানা যায়নি। বিশেষ করে গর্ভাবস্থায় পেট বড় হওয়ার মতো কোনও লক্ষণও ছিল না। প্রসবপূর্ব কোনও যত্ন ছাড়াই নবজাতকের স্বাস্থ্যছিল এবং হাসপাতালে মাত্র একরাত থাকার পরই ছাড়পত্র দেওয়া হয়েছে।

মেলিসা বলেন, আমরা মনে করেছিলাম ওষুধের কারণে হয়ত আমার ওজন বাড়ার মতো লক্ষণ দেখা যাচ্ছে।

অবশ্য নিজের গর্ভধারণের বিষয়টি না মানুষ একাই নন মেলিসা। গত বছর ব্রাজিলের ২০ বছর বয়সী আলমেইদা নামের এক নারীও একা বাথরুমে নিজের সন্তান প্রসব করেছিলেন। তার গর্ভধারণের কথা কেউ জানতেন না বলে সহযোগিতার করার মতো কেউ ছিলেন না আশেপাশে।

আরেকটি ঘটনা ঘটেছে ওয়েস্ট সাসেক্সে। এখানে ৩২ বছর বয়সের এক নারী ৩৭ সপ্তাহ পর্যন্ত জানতেন না যে তিনি অন্তঃস্বত্তা। কারণ তিনি নিয়মিতই জন্মবিরতিকরণ পিল খাচ্ছিলেন এবং পিরিয়ড হচ্ছিল।

/এএ/
সম্পর্কিত
এ বছর পুলিৎজার পেলো ৩ সংবাদমাধ্যম
পুতিনের পঞ্চম মেয়াদের শপথ অনুষ্ঠান বয়কট করলেন পশ্চিমা নেতারা
ইসরায়েলকে অস্ত্রের চালান দেওয়া স্থগিত করলো যুক্তরাষ্ট্র?
সর্বশেষ খবর
প্রকল্প নেওয়ার আগে জনগণের উপকার বিবেচনার নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রকল্প নেওয়ার আগে জনগণের উপকার বিবেচনার নির্দেশ প্রধানমন্ত্রীর
গাবতলীতে হবে মাল্টি মোডাল বাস টার্মিনাল: স্থানীয় সরকারমন্ত্রী
গাবতলীতে হবে মাল্টি মোডাল বাস টার্মিনাল: স্থানীয় সরকারমন্ত্রী
নির্বাচনের আগের দিন ফরিদপুরের উপজেলা চেয়ারম্যানপ্রার্থী শামসুল আলম কারাগারে
নির্বাচনের আগের দিন ফরিদপুরের উপজেলা চেয়ারম্যানপ্রার্থী শামসুল আলম কারাগারে
সব কর্মচারীর জন্য আবাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে: মেয়র তাপস
সব কর্মচারীর জন্য আবাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে: মেয়র তাপস
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল